ETV Bharat / bharat

Credit Exposure of Adani Group: আরবিআই আইনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে আদানিদের ঋণ পরিমাণ জানাতে অস্বীকার কেন্দ্রের - PSU banks

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) রাজ্যসভায় একটি লিখিত উত্তরে জানিয়েছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন, 1934-এর ধারা 45ই অনুসারে আরবিআই কোনও ব্যাংকের ঋণের তথ্য প্রকাশ করতে পারে না ৷

Credit Exposure of Adani Group
Credit Exposure of Adani Group
author img

By

Published : Mar 13, 2023, 2:23 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কাছে আদানি গোষ্ঠীর ঋণের পরিমাণ ও ক্রেডিট এক্সপোজার কত (Loan and Credit Exposure of PSU to the Adani Group), তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকার করল করল অর্থমন্ত্রক ৷ 1934 সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট-কে (RBI Act 1934) উল্লেখ করে এই কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷

এই নিয়ে রাজ্যসভায় একটি প্রশ্ন তোলা হয়েছিল ৷ সেই প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন, 1934-এর 45ই ধারা অনুসারে আরবিআই কোনও ঋণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে না ৷ কারণ, ওই ধারা অনুযায়ী ব্যাংকের তরফে জমা দেওয়া ঋণ সংক্রান্ত যেকোনও তথ্য অত্যন্ত গোপনীয় বলে বিচার করা হয় ৷

তবে সীতারমন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলিতে আদানি গোষ্ঠীর ঋণ বা ক্রেডিট এক্সপোজারের পরিমাণ কত, তা নিয়ে তিনি জানান যে জীবন বিমা নিগম বা এলআইসি (LICI)-র আদানিদের কাছে ঋণের পরিমাণ 2022 এর 31 ডিসেম্বর ছিল 6,347.32 কোটি টাকা এবং 2023 সালের 5 মার্চ ছিল 6,182.64 কোটি টাকা ৷ একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংযোজন, ‘‘পাঁচটি রাষ্ট্রায়ত্ত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি জানিয়েছে যে তাদের আদানি গ্রুপের সংস্থাগুলির কাছে ঋণ বা ক্রেডিট এক্সপোজার নেই ৷’’

আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণ বা ক্রেডিট এক্সপোজার আদায়ের ঝুঁকি নিয়ে ব্যাংকগুলি কি মূল্যায়ন করেছে ? এই প্রশ্নও উঠেছিল ৷ এর উত্তরে সীতারমন জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি জানিয়েছে যে ঋণ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পগুলির কার্যকারিতা, সম্ভাব্য নগদের পরিস্থিতি ও ঝুঁকির কারণগুলি মূল্যায়ন করা হয়েছে ৷ তার পর ঋণ মঞ্জুর করা হয়েছে । আর সংশ্লিষ্ট প্রকল্প থেকে যে টাকা আসবে, তার উপর ভিত্তি করেই ঋণ শোধ করবে সংস্থা ৷ এর সঙ্গে শেয়ার বাজারের কোনও সম্পর্ক নেই ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘আরবিআই থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ব্যাংকগুলিকে ঝুঁকি থেকে রক্ষা করার জন্য একটি বড় এক্সপোজার ফ্রেমওয়ার্ক প্রয়োগ করা হয়েছে ৷ সেখানে একটি ব্যাংক তার মূলধনের ভিত্তিতে একটি একক কাউন্টার পার্টি ও সংযুক্ত কাউন্টার পার্টিগুলির একটি গোষ্ঠীর কাছে যথাক্রমে 20 শতাংশ (বিশেষ ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ এটাকে 25 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে) ও 25 শতাংশ পর্যন্ত এক্সপোজার দিতে পারে ৷’’

তিনি উল্লেখ করেছেন যে আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, ব্যাংকগুলির প্রকল্প অর্থায়নের জন্য ডেবট-ইক্যুইটি অনুপাত সম্পর্কিত একটি স্পষ্ট নীতি থাকা দরকার, যাতে ব্যাংকের অর্থের অনুপাতে ইক্যুইটি তহবিল আনা যেতে পারে ।

আরও পড়ুন: এক রিপোর্টেই আঁধারে আদানি ! কী এই হিন্ডেনবার্গ রিসার্চ ?

নয়াদিল্লি, 13 মার্চ: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কাছে আদানি গোষ্ঠীর ঋণের পরিমাণ ও ক্রেডিট এক্সপোজার কত (Loan and Credit Exposure of PSU to the Adani Group), তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকার করল করল অর্থমন্ত্রক ৷ 1934 সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট-কে (RBI Act 1934) উল্লেখ করে এই কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷

এই নিয়ে রাজ্যসভায় একটি প্রশ্ন তোলা হয়েছিল ৷ সেই প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন, 1934-এর 45ই ধারা অনুসারে আরবিআই কোনও ঋণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে না ৷ কারণ, ওই ধারা অনুযায়ী ব্যাংকের তরফে জমা দেওয়া ঋণ সংক্রান্ত যেকোনও তথ্য অত্যন্ত গোপনীয় বলে বিচার করা হয় ৷

তবে সীতারমন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলিতে আদানি গোষ্ঠীর ঋণ বা ক্রেডিট এক্সপোজারের পরিমাণ কত, তা নিয়ে তিনি জানান যে জীবন বিমা নিগম বা এলআইসি (LICI)-র আদানিদের কাছে ঋণের পরিমাণ 2022 এর 31 ডিসেম্বর ছিল 6,347.32 কোটি টাকা এবং 2023 সালের 5 মার্চ ছিল 6,182.64 কোটি টাকা ৷ একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংযোজন, ‘‘পাঁচটি রাষ্ট্রায়ত্ত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি জানিয়েছে যে তাদের আদানি গ্রুপের সংস্থাগুলির কাছে ঋণ বা ক্রেডিট এক্সপোজার নেই ৷’’

আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণ বা ক্রেডিট এক্সপোজার আদায়ের ঝুঁকি নিয়ে ব্যাংকগুলি কি মূল্যায়ন করেছে ? এই প্রশ্নও উঠেছিল ৷ এর উত্তরে সীতারমন জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি জানিয়েছে যে ঋণ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পগুলির কার্যকারিতা, সম্ভাব্য নগদের পরিস্থিতি ও ঝুঁকির কারণগুলি মূল্যায়ন করা হয়েছে ৷ তার পর ঋণ মঞ্জুর করা হয়েছে । আর সংশ্লিষ্ট প্রকল্প থেকে যে টাকা আসবে, তার উপর ভিত্তি করেই ঋণ শোধ করবে সংস্থা ৷ এর সঙ্গে শেয়ার বাজারের কোনও সম্পর্ক নেই ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘আরবিআই থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ব্যাংকগুলিকে ঝুঁকি থেকে রক্ষা করার জন্য একটি বড় এক্সপোজার ফ্রেমওয়ার্ক প্রয়োগ করা হয়েছে ৷ সেখানে একটি ব্যাংক তার মূলধনের ভিত্তিতে একটি একক কাউন্টার পার্টি ও সংযুক্ত কাউন্টার পার্টিগুলির একটি গোষ্ঠীর কাছে যথাক্রমে 20 শতাংশ (বিশেষ ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ এটাকে 25 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে) ও 25 শতাংশ পর্যন্ত এক্সপোজার দিতে পারে ৷’’

তিনি উল্লেখ করেছেন যে আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, ব্যাংকগুলির প্রকল্প অর্থায়নের জন্য ডেবট-ইক্যুইটি অনুপাত সম্পর্কিত একটি স্পষ্ট নীতি থাকা দরকার, যাতে ব্যাংকের অর্থের অনুপাতে ইক্যুইটি তহবিল আনা যেতে পারে ।

আরও পড়ুন: এক রিপোর্টেই আঁধারে আদানি ! কী এই হিন্ডেনবার্গ রিসার্চ ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.