নয়াদিল্লি, 21 জুন : অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আগে সরকারে বক্তব্য শোনা হোক ৷ এই আবেদন করে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ক্যাভিয়েট দাখিল করল কেন্দ্র (Centre Files Caveat in SC on PIL Challenging Agnipath Scheme) ৷ মূলত, সরকারের বক্তব্য না শুনে, অগ্নিপথ প্রকল্প নিয়ে আগাম কোনও নির্দেশ যাতে আদালত না দেয়, সেই কারণেই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে ৷
সোমবার আইনজীবী এমএল শর্মা অগ্নিপথ নিয়ে কেন্দ্রের নোটিশের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের এই প্রকল্প ‘বেআইনি এবং অসাংবিধানিক’ ৷ এমনকি আইনজীবী হর্ষ অজয় সিং আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে ৷ সেখানে তিনি আবেদন করেন, সেনায় নিয়োগ সংক্রান্ত অগ্নিপথ প্রকল্পটি যেন পুনর্বিবেচনা করে, আদালত যেন সেই নির্দেশ দেয় ৷
পাশাপাশি, 24 জুন 2022-এ থেকে লাগু হতে চলা এই প্রকল্পের উপর যাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় সেই আবেদনও করেন আইনজীবী হর্ষ অজয় সিং ৷ এই জনস্বার্থ মামলাগুলিতে সরকারের বক্তব্য যাতে আদালত শোনে, সেই আবেদন করে আজ কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে ভারত সরকার ৷ ফলে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির ক্ষেত্রে এ বার কেন্দ্রের বক্তব্য না শুনে অগ্নিপথ (Agnipath Scheme Protest) নিয়ে কোনও রায় সুপ্রিম কোর্ট দিতে পারবে না ৷