ETV Bharat / bharat

Centre bans Two Terror Groups: আরও দুই জঙ্গি সংগঠন নিষিদ্ধ হল ভারতে

দু'টি জঙ্গি সংগঠনকে শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Centre bans Two Terror Groups) ৷ সেইসঙ্গে, সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হল এক ব্যক্তিকেও ৷

Centre bans Two Terror Groups and declares one person as terrorist
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 17, 2023, 10:09 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: দুই জঙ্গি সংগঠন এবং এক ব্যক্তিকে শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করা হল ৷ এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয় (Centre bans Two Terror Groups) ৷ সূত্রের খবর, সংশ্লিষ্ট দুই সংগঠন এবং এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ৷ সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

সংশ্লিষ্ট দু'টি সংগঠনের মধ্যে একটি হল, জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স (Jammu and Kashmir Ghaznavi Force) বা জেকেজিএফ (JKGF) ৷ সূত্রের দাবি, বিভিন্ন জঙ্গি সংগঠনের ক্য়াডারদের নিয়ে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে ৷ জেকেজিএফে লস্কর-ই-তৈবা থেকেও জঙ্গিরা এসে যোগ দিয়েছে বলে অভিযোগ ৷ এদিন নিষিদ্ধ হওয়া অন্য সংগঠনটি হল, খালিস্তান টাইগার ফোর্স (Khalistan Tiger Force) বা কেটিএফ (KTF) ৷ এই সংগঠনটির শিকড় রয়েছে পঞ্জাবে ৷ শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে কেন্দ্রের পক্ষ থেকে এই দু'টি সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে অভিযুক্ত পাঁচজনের জামিন খারিজ করল আদালত

অন্যদিকে, এদিনই আরও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এই বিবৃতিটিতে হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডা নামে এক ব্যক্তিকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে ৷ এই ব্যক্তি পঞ্জাবের বাসিন্দা ৷ 2021 সালে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে একটি হামলা চালানো হয়েছিল ৷ সূত্রের দাবি, সেই হামলার নেপথ্য়ে মাথা ছিল এই রিন্ডার ৷ দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি ভারতবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ সংশ্লিষ্ট মহলের ৷

সরকারের তরফে দাবি করা হয়েছে, জেকেজিএফ ভারতে অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের পাচারের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এমনকী, জম্ম-কাশ্মীরে একাধিকবার সন্ত্রাসবাদী হামলাও চালিয়েছে তারা ৷ নিরাপত্তাবাহিনীর উপরেও এই জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে ৷

অন্যদিকে, কেটিএফ সম্পর্কে জানানো হয়েছে, 2011 সালে বাব্বর খালসা ইন্টারন্য়াশনালকে নিষিদ্ধ ঘোষণা করার পরই তার শাখা হিসাবে এই নয়া সংগঠন তৈরি করা হয় ৷ তাদের আক্রমণের প্রধান লক্ষ্য পঞ্জাব ৷ আসলে এই গোষ্ঠী পঞ্জাব ভেঙে আলাদা খালিস্তান তৈরি করতে চায় ৷ সেই দাবি আদায়ের জন্যই বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় কেটিএফ ৷

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: দুই জঙ্গি সংগঠন এবং এক ব্যক্তিকে শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করা হল ৷ এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয় (Centre bans Two Terror Groups) ৷ সূত্রের খবর, সংশ্লিষ্ট দুই সংগঠন এবং এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ৷ সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

সংশ্লিষ্ট দু'টি সংগঠনের মধ্যে একটি হল, জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স (Jammu and Kashmir Ghaznavi Force) বা জেকেজিএফ (JKGF) ৷ সূত্রের দাবি, বিভিন্ন জঙ্গি সংগঠনের ক্য়াডারদের নিয়ে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে ৷ জেকেজিএফে লস্কর-ই-তৈবা থেকেও জঙ্গিরা এসে যোগ দিয়েছে বলে অভিযোগ ৷ এদিন নিষিদ্ধ হওয়া অন্য সংগঠনটি হল, খালিস্তান টাইগার ফোর্স (Khalistan Tiger Force) বা কেটিএফ (KTF) ৷ এই সংগঠনটির শিকড় রয়েছে পঞ্জাবে ৷ শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে কেন্দ্রের পক্ষ থেকে এই দু'টি সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে অভিযুক্ত পাঁচজনের জামিন খারিজ করল আদালত

অন্যদিকে, এদিনই আরও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এই বিবৃতিটিতে হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডা নামে এক ব্যক্তিকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে ৷ এই ব্যক্তি পঞ্জাবের বাসিন্দা ৷ 2021 সালে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে একটি হামলা চালানো হয়েছিল ৷ সূত্রের দাবি, সেই হামলার নেপথ্য়ে মাথা ছিল এই রিন্ডার ৷ দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি ভারতবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ সংশ্লিষ্ট মহলের ৷

সরকারের তরফে দাবি করা হয়েছে, জেকেজিএফ ভারতে অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের পাচারের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এমনকী, জম্ম-কাশ্মীরে একাধিকবার সন্ত্রাসবাদী হামলাও চালিয়েছে তারা ৷ নিরাপত্তাবাহিনীর উপরেও এই জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে ৷

অন্যদিকে, কেটিএফ সম্পর্কে জানানো হয়েছে, 2011 সালে বাব্বর খালসা ইন্টারন্য়াশনালকে নিষিদ্ধ ঘোষণা করার পরই তার শাখা হিসাবে এই নয়া সংগঠন তৈরি করা হয় ৷ তাদের আক্রমণের প্রধান লক্ষ্য পঞ্জাব ৷ আসলে এই গোষ্ঠী পঞ্জাব ভেঙে আলাদা খালিস্তান তৈরি করতে চায় ৷ সেই দাবি আদায়ের জন্যই বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় কেটিএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.