ETV Bharat / bharat

Kartarpur Corridor : গুরু নানক জয়ন্তীর দু’দিন আগে করতারপুর করিডর খোলার ঘোষণা কেন্দ্রের - Amit Shah

দরবার সাহিব পাকিস্তানে অবস্থিত ৷ সেখানেই গুরু নানকের জন্মস্থান ৷ শিখদের কাছে ওই গুরুদোয়ারা পবিত্র ৷ করতারপুর করিডর দিয়েই যেতে হয় সেখানে ৷

centre announced kartarpur corridor to re-open on November 17
Kartarpur Corridor : গুরু নানক জয়ন্তীর দু’দিন আগে করতারপুর করিডর খোলার ঘোষণা কেন্দ্রের
author img

By

Published : Nov 16, 2021, 7:32 PM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর : গুরু নানকের জন্মজয়ন্তীর দু’দিন আগেই করতারপুর করিডর খুলে দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানিয়েছেন, আগামিকাল 17 নভেম্বর থেকেই খুলতে চলেছে দরবার সাহিবে যাওয়ার রাস্তা ৷

দরবার সাহিব পাকিস্তানে অবস্থিত ৷ ভারত থেকে করতারপুর করিডর দিয়েই সেখানে যেতে হয় ৷ এই করিডর খুললে শিখ তীর্থযাত্রীদের উপকার হবে বলে জানিয়েছেন অমিত শাহ ৷

আরও পড়ুন : Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

বিজেপি নেতা হরজিৎ সিং গারেওয়াল জানান, গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয় ৷ এদিন তার ঘোষণা করা হল ৷ আগামিকাল থেকে তীর্থযাত্রীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে ৷

প্রসঙ্গত, করতারপুর করিডর খুলে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে চলছিল ৷ দু’দিন আগে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন পঞ্জাবে বিজেপির সভাপতি অশ্বিনী শর্মার নেতৃত্বাধীন প্রতিনিধি দল ৷ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও প্রধানমন্ত্রীর কাছে একই দাবি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন : National Press Day: সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে জোর উপরাষ্ট্রপতির

পাকিস্তানের দরবার সাহিব গুরু নানকের জন্মস্থান ৷ তাই তাঁর ভক্তদের কাছে ওই স্থান খুবই পবিত্র ৷ 2019 সালে 4.7 কিলোমিটারের ওই করতারপুর করিডরের উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ভিসা ছাড়াই ওই পথ দিয়ে দরবার সাহিবে যেতে পারেন তীর্থযাত্রীরা ৷

আগামী 19 নভেম্বর গুরু নানকের জন্মজয়ন্তী ৷ তার আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

নয়াদিল্লি, 16 নভেম্বর : গুরু নানকের জন্মজয়ন্তীর দু’দিন আগেই করতারপুর করিডর খুলে দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানিয়েছেন, আগামিকাল 17 নভেম্বর থেকেই খুলতে চলেছে দরবার সাহিবে যাওয়ার রাস্তা ৷

দরবার সাহিব পাকিস্তানে অবস্থিত ৷ ভারত থেকে করতারপুর করিডর দিয়েই সেখানে যেতে হয় ৷ এই করিডর খুললে শিখ তীর্থযাত্রীদের উপকার হবে বলে জানিয়েছেন অমিত শাহ ৷

আরও পড়ুন : Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

বিজেপি নেতা হরজিৎ সিং গারেওয়াল জানান, গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয় ৷ এদিন তার ঘোষণা করা হল ৷ আগামিকাল থেকে তীর্থযাত্রীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে ৷

প্রসঙ্গত, করতারপুর করিডর খুলে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে চলছিল ৷ দু’দিন আগে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন পঞ্জাবে বিজেপির সভাপতি অশ্বিনী শর্মার নেতৃত্বাধীন প্রতিনিধি দল ৷ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও প্রধানমন্ত্রীর কাছে একই দাবি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন : National Press Day: সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে জোর উপরাষ্ট্রপতির

পাকিস্তানের দরবার সাহিব গুরু নানকের জন্মস্থান ৷ তাই তাঁর ভক্তদের কাছে ওই স্থান খুবই পবিত্র ৷ 2019 সালে 4.7 কিলোমিটারের ওই করতারপুর করিডরের উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ভিসা ছাড়াই ওই পথ দিয়ে দরবার সাহিবে যেতে পারেন তীর্থযাত্রীরা ৷

আগামী 19 নভেম্বর গুরু নানকের জন্মজয়ন্তী ৷ তার আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.