ETV Bharat / bharat

রাজ্যের বায়ুদূষণ নিয়ন্ত্রণে 209.5 কোটি বরাদ্দ কেন্দ্রের - রাজ্যের বায়ুদূষণ নিয়ন্ত্রণে 209.5 কোটি বরাদ্দ কেন্দ্রের

কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে 192.5 কোটি টাকা ৷

center-allocated-209-dot-5-crore
center-allocated-209-dot-5-crore
author img

By

Published : Nov 4, 2020, 7:23 PM IST

দিল্লি, 4 অক্টোবর : কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে 192 কোটি 5 লাখ টাকা বরাদ্দ করল কেন্দ্র ৷ কলকাতা ও পার্শ্ববর্তী হাওড়া ও ব্যারাকপুরের শহর এলাকার দূষণ কমাতে খরচ করা যাবে এই অর্থ ৷

কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, বায়দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের জন্য মোট 209 কোটি 5 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে কলকাতা পার্শ্ববর্তী শহর এলাকার জন্য বরাদ্দ হয়েছে 192 কোটি 5 লাখ টাকা ৷ অন্য দিকে 17 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আসানসোল আরবান এলাকার জন্য ৷ এর মধ্যে রয়েছে আসানসোল, রানিগঞ্জ ও দুর্গাপুর শহর ৷ উল্লেখ্য, এই তিনটি শহরের দূষণ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেকটাই বেশি ৷

বিভিন্ন ক্ষেত্রে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অর্থ ব্যয় করা যাবে ৷ জানালেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারপার্সন কল্যাণ রুদ্র ৷ অন্য এক আধিকারিক বলেন, বায়ুদূষণ নিরিক্ষণ পদ্ধতি শক্তপোক্ত করতেও ব্যবহার করা হবে অর্থ ৷

উল্লেখ্য, কলকাতায় মোট 7টি বায়ুদূষণ নিরীক্ষণ স্টেশন রয়েছে ৷ হাওড়ায় রয়েছে 3টি, আসানসোলে আছে 1টি ৷ অন্যদিকে মুম্বইতে রয়েছে 10টি স্টেশন, দিল্লিতে দূষণ নিরীক্ষণ স্টেশনের সংখ্যা 37টি ৷

দিল্লি, 4 অক্টোবর : কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে 192 কোটি 5 লাখ টাকা বরাদ্দ করল কেন্দ্র ৷ কলকাতা ও পার্শ্ববর্তী হাওড়া ও ব্যারাকপুরের শহর এলাকার দূষণ কমাতে খরচ করা যাবে এই অর্থ ৷

কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, বায়দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের জন্য মোট 209 কোটি 5 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে কলকাতা পার্শ্ববর্তী শহর এলাকার জন্য বরাদ্দ হয়েছে 192 কোটি 5 লাখ টাকা ৷ অন্য দিকে 17 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আসানসোল আরবান এলাকার জন্য ৷ এর মধ্যে রয়েছে আসানসোল, রানিগঞ্জ ও দুর্গাপুর শহর ৷ উল্লেখ্য, এই তিনটি শহরের দূষণ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেকটাই বেশি ৷

বিভিন্ন ক্ষেত্রে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অর্থ ব্যয় করা যাবে ৷ জানালেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারপার্সন কল্যাণ রুদ্র ৷ অন্য এক আধিকারিক বলেন, বায়ুদূষণ নিরিক্ষণ পদ্ধতি শক্তপোক্ত করতেও ব্যবহার করা হবে অর্থ ৷

উল্লেখ্য, কলকাতায় মোট 7টি বায়ুদূষণ নিরীক্ষণ স্টেশন রয়েছে ৷ হাওড়ায় রয়েছে 3টি, আসানসোলে আছে 1টি ৷ অন্যদিকে মুম্বইতে রয়েছে 10টি স্টেশন, দিল্লিতে দূষণ নিরীক্ষণ স্টেশনের সংখ্যা 37টি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.