ETV Bharat / bharat

CBI Seized Cryptocurrency: মার্কিন-নাগরিককে প্রতারণার অভিযোগ, 7 কোটির ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত সিবিআইয়ের - সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন

Online Fraud against US Citizen: আমেদাবাদের ব্যক্তির কাছ থেকে 7.7 কোটি টাকা মূল্যের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল সিবিআই ৷ মার্কিন নাগরিককে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷

Online fraud
ক্রিপ্টোকারেন্সি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 5:44 PM IST

নয়াদিল্লি, 21 অক্টোবর: বহুজাতিক কোম্পানির জালিয়াতি বিভাগের একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে নিজেকে জাহির করে মার্কিন-নাগরিককে প্রতারণার অভিযোগ ৷ আমেদাবাদের এক ব্যক্তির কাছ থেকে প্রায় 7.7 কোটি টাকা (9 লক্ষ 30 হাজার মার্কিন ডলার) মূল্যের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল সিবিআই ৷ আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর তথ্যের উপর ভিত্তি করে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) রামাবত শৈশভের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে ৷ অভিযোগ, তিনি ফোনে মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অ্যামাজনের জালিয়াতি বিভাগ থেকে নিজেকে জেমস কার্লসন হিসাবে পরিচয় দিয়েছিলেন ৷

তল্লাশিতে সিবিআই রামাবত শৈশভের ই-ওয়ালেটে 28 বিটকয়েন, 55 ইথেরিয়াম, 25 হাজার 572 রিপল এবং 77 ইউএসডিটি পেয়েছে । এগুলি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকারের ওয়ালেটে স্থানান্তর করা হয়েছে ৷ এমনটাই তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই আমেরিকান ব্যক্তিকে বোঝান যে অ্যামাজনে তাঁর অ্যাকাউন্টটি অসাধু কাজ এবং চারটি ভিন্ন রাজ্য থেকে ই-কমার্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে তাঁর সামাজিক নিরাপত্তা ব্যবহার করা হচ্ছে ।

সিবিআইয়ের মুখপাত্র বলেন, "এটিও অভিযোগ করা হয়েছিল যে রামাবত শৈশভ ওই মার্কিন নাগরিককে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলতে বাধ্য করেছিল এবং সেই টাকা রকিটকয়েন এটিএম ওয়ালেটে বিটকয়েনে জমা করতে প্ররোচিত করেছিল ৷ এর জন্য একটি জাল কিউআর কোডও ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল ৷ যেটা দিয়ে ভুক্তভোগীকে জানানো হয়েছিল যে তাঁর নামে মার্কিন ট্রেজারিতে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷"

অভিযোগ, মার্কিন নাগরিকের আস্থা অর্জনের জন্য রামাবত শৈশভ 20 সেপ্টেম্বর 2022 সালে একটি জাল চিঠি ই-মেইল করেছিল ৷ তিনি দাবি করেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন জারি করেছে । সূত্রের খবর, এরপরেই ভুক্তভোগী 30 অগস্ট থেকে 9 সেপ্টেম্বর 2022 সালের সময়কালে বিভিন্ন তারিখে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 9 লক্ষ 30 হাজার মার্কিন ডলার টাকা তোলেন এবং অভিযুক্তের দেওয়া বিটকয়েন ঠিকানায় জমা করেছেন ৷

আরও পড়ুন: অনলাইনে কাজের টোপ, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে হাপিশ 14 লক্ষ 30 হাজার !

জানা গিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে আমদাবাদে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ৷ এরপরেই অভিযুক্তের ক্রিপ্টো ওয়ালেট থেকে 9 লক্ষ 39 হাজার মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি যেমন, বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, ইউএসডিটি, ইত্যাদি উদ্ধার এবং অপরাধমূলক উপাদান বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই প্রতারণার ঘটনায় রামাবত শৈশভের সঙ্গে তাঁর দুই সহযোগীর যোগ পাওয়া গিয়েছে ৷ তাঁরাও আহমেদাবাদের বাসিন্দা । সিবিআই তাঁদের বাড়িতেও তল্লাশি চালায় ৷ সেখান থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

নয়াদিল্লি, 21 অক্টোবর: বহুজাতিক কোম্পানির জালিয়াতি বিভাগের একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে নিজেকে জাহির করে মার্কিন-নাগরিককে প্রতারণার অভিযোগ ৷ আমেদাবাদের এক ব্যক্তির কাছ থেকে প্রায় 7.7 কোটি টাকা (9 লক্ষ 30 হাজার মার্কিন ডলার) মূল্যের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল সিবিআই ৷ আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর তথ্যের উপর ভিত্তি করে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) রামাবত শৈশভের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে ৷ অভিযোগ, তিনি ফোনে মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অ্যামাজনের জালিয়াতি বিভাগ থেকে নিজেকে জেমস কার্লসন হিসাবে পরিচয় দিয়েছিলেন ৷

তল্লাশিতে সিবিআই রামাবত শৈশভের ই-ওয়ালেটে 28 বিটকয়েন, 55 ইথেরিয়াম, 25 হাজার 572 রিপল এবং 77 ইউএসডিটি পেয়েছে । এগুলি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকারের ওয়ালেটে স্থানান্তর করা হয়েছে ৷ এমনটাই তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই আমেরিকান ব্যক্তিকে বোঝান যে অ্যামাজনে তাঁর অ্যাকাউন্টটি অসাধু কাজ এবং চারটি ভিন্ন রাজ্য থেকে ই-কমার্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে তাঁর সামাজিক নিরাপত্তা ব্যবহার করা হচ্ছে ।

সিবিআইয়ের মুখপাত্র বলেন, "এটিও অভিযোগ করা হয়েছিল যে রামাবত শৈশভ ওই মার্কিন নাগরিককে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলতে বাধ্য করেছিল এবং সেই টাকা রকিটকয়েন এটিএম ওয়ালেটে বিটকয়েনে জমা করতে প্ররোচিত করেছিল ৷ এর জন্য একটি জাল কিউআর কোডও ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল ৷ যেটা দিয়ে ভুক্তভোগীকে জানানো হয়েছিল যে তাঁর নামে মার্কিন ট্রেজারিতে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷"

অভিযোগ, মার্কিন নাগরিকের আস্থা অর্জনের জন্য রামাবত শৈশভ 20 সেপ্টেম্বর 2022 সালে একটি জাল চিঠি ই-মেইল করেছিল ৷ তিনি দাবি করেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন জারি করেছে । সূত্রের খবর, এরপরেই ভুক্তভোগী 30 অগস্ট থেকে 9 সেপ্টেম্বর 2022 সালের সময়কালে বিভিন্ন তারিখে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 9 লক্ষ 30 হাজার মার্কিন ডলার টাকা তোলেন এবং অভিযুক্তের দেওয়া বিটকয়েন ঠিকানায় জমা করেছেন ৷

আরও পড়ুন: অনলাইনে কাজের টোপ, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে হাপিশ 14 লক্ষ 30 হাজার !

জানা গিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে আমদাবাদে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ৷ এরপরেই অভিযুক্তের ক্রিপ্টো ওয়ালেট থেকে 9 লক্ষ 39 হাজার মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি যেমন, বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, ইউএসডিটি, ইত্যাদি উদ্ধার এবং অপরাধমূলক উপাদান বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই প্রতারণার ঘটনায় রামাবত শৈশভের সঙ্গে তাঁর দুই সহযোগীর যোগ পাওয়া গিয়েছে ৷ তাঁরাও আহমেদাবাদের বাসিন্দা । সিবিআই তাঁদের বাড়িতেও তল্লাশি চালায় ৷ সেখান থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.