ETV Bharat / bharat

Manish Sisodia দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, টুইটে কেন্দ্রকে নিশানা মণীশের - সিবিআই

দিল্লির আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা (CBI Raid at Residence of Delhi Deputy Chief Minister Manish Sisodia) ৷ রাজধানীর মোট 20টি জায়গায় শুক্রবার সকালে সিবিআই আধিকারিকরা অভিযান চালিয়েছেন ৷

CBI Raid at Residence of Delhi Deputy Chief Minister Manish Sisodia
CBI Raid at Residence of Delhi Deputy Chief Minister Manish Sisodia
author img

By

Published : Aug 19, 2022, 9:21 AM IST

Updated : Aug 19, 2022, 10:46 AM IST

নয়াদিল্লি, 19 অগস্ট: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা ৷ জাতীয় রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় এই সিবিআই হানা বলে জানা গিয়েছে (CBI Raid at Residence of Delhi Deputy Chief Minister Manish Sisodia) ৷ তবে, শুধু মণীশ সিসোদিয়া নন ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি সহ মোট 20টি জায়গায় এ দিন সকালে সিবিআই এর আধিকারিকরা অভিযান চালিয়েছেন ৷ যা নিয়ে খোদ মণীশ সিসোদিয়া টুইটে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন ৷ সেই সঙ্গে অভিযোগ করেছেন, দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রের সমস্যা হচ্ছে ৷

এ দিন সকালে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ মোট 20টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ মূলত গত বছর নভেম্বর মাসে দায়ের হওয়া আবগারি দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে ৷ তবে, পুরো বিষয়টিকে দিল্লির আপ সরকারের জনকল্যাণমূলক কাজকর্ম বন্ধ করার জন্য কেন্দ্রের চক্রান্ত বলে অভিযোগ করেছেন মণীশ সিসোদিয়া ৷ এ নিয়ে তিনি পরপর 3টি টুইট করেছেন ৷

  • सीबीआई आई है. उनका स्वागत है. हम कट्टर ईमानदार हैं . लाखों बच्चों का भविष्य बना रहे हैं.

    बहुत ही दुर्भाग्यपूर्ण है कि हमारे देश में जो अच्छा काम करता है उसे इसी तरह परेशान किया जाता है. इसीलिए हमारा देश अभी तक नम्बर-1 नहीं बन पाया.

    — Manish Sisodia (@msisodia) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিবিআইকে স্বাগত জানিয়ে টুইটে মণীশ লেখেন, ‘‘সিবিআই এসেছে ৷ তাঁদের স্বাগত জানাই ৷ আমরা পুরোপুরি সৎ ৷ লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎ তৈরি করছি ৷ এটা খুবই দুঃখজনক যে, আমাদের দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এইভাবে বিরক্ত করা হয় ৷ এই কারণেই আমাদের দেশ এখনও 1 নম্বর হতে পারেনি ৷’’

  • हम सीबीआई का स्वागत करते हैं. जाँच में पूरा सहयोग देंगे ताकि सच जल्द सामने आ सके. अभी तक मुझ पर कई केस किए लेकिन कुछ नहीं निकला. इसमें भी कुछ नहीं निकलेगा. देश में अच्छी शिक्षा के लिए मेरा काम रोका नहीं जा सकता.

    — Manish Sisodia (@msisodia) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই থামেননি মণীশ সিসোদিয়া ৷ সত্যি সামনে আনার জন্য সিবিআই এর সঙ্গে সবরকম সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি ৷ লেখেন, ‘‘সিবিআইকে স্বাগত জানাচ্ছি ৷ তদন্তে সবরকম সহযোগিতা করব, যাতে সত্যিটা দ্রুত সবার সামনে আসে ৷ এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে ৷ কিন্তু, কিছুই প্রমাণিত হয়নি ৷ এখানেও কিছু পাওয়া যাবে না ৷ দেশে ভালো শিক্ষা ব্যবস্থা তৈরির জন্য আমার কাজ কেউ আটকাতে পারবে না ৷’’

  • ये लोग दिल्ली की शिक्षा और स्वास्थ्य के शानदार काम से परेशान हैं. इसीलिए दिल्ली के स्वास्थ्य मंत्री और शिक्षा मंत्री को पकड़ा है ताकि शिक्षा स्वास्थ्य के अच्छे काम रोके जा सकें.

    हम दोनों के ऊपर झूँठे आरोप हैं. कोर्ट में सच सामने आ जाएगा.

    — Manish Sisodia (@msisodia) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিদেশি মহিলাদের মতো যখন তখন সঙ্গী বদলান নীতীশ, বিতর্কিত মন্তব্য কৈলাশের

শেষ টুইটে কেন্দ্রকে নিশানা করেন মণীশ ৷ লেখেন, ‘‘এরা দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কাজ দেখে অস্থির হয়ে উঠেছে ৷ সেই কারণেই দিল্লির শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীকে ধরা হয়েছে ৷ যাতে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কাজ আটকে দেওয়া যায় ৷ আমাদের দু’জনের বিরুদ্ধে মিথ্য অভিযোগ আনা হয়েছে ৷ আদালতে সব সত্যি প্রকাশ্যে আসবে ৷’’

প্রসঙ্গত, দিল্লি আবগারি করে দুর্নীতির অভিযোগে গত বছর নভেম্বর মাসে একটি অভিযোগ দায়ের হয় ৷ সেই মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে ৷ এর পর সিবিআই একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে ৷ এদিন সেই মামলার তদন্তেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, স্বাস্থ্য মন্ত্রী এবং আরও এক শীর্ষ আপ নেতার বাড়ি সহ মোট 20টি জায়গায় সিবিআই হানা দেয় ৷

নয়াদিল্লি, 19 অগস্ট: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা ৷ জাতীয় রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় এই সিবিআই হানা বলে জানা গিয়েছে (CBI Raid at Residence of Delhi Deputy Chief Minister Manish Sisodia) ৷ তবে, শুধু মণীশ সিসোদিয়া নন ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি সহ মোট 20টি জায়গায় এ দিন সকালে সিবিআই এর আধিকারিকরা অভিযান চালিয়েছেন ৷ যা নিয়ে খোদ মণীশ সিসোদিয়া টুইটে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন ৷ সেই সঙ্গে অভিযোগ করেছেন, দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রের সমস্যা হচ্ছে ৷

এ দিন সকালে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ মোট 20টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ মূলত গত বছর নভেম্বর মাসে দায়ের হওয়া আবগারি দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে ৷ তবে, পুরো বিষয়টিকে দিল্লির আপ সরকারের জনকল্যাণমূলক কাজকর্ম বন্ধ করার জন্য কেন্দ্রের চক্রান্ত বলে অভিযোগ করেছেন মণীশ সিসোদিয়া ৷ এ নিয়ে তিনি পরপর 3টি টুইট করেছেন ৷

  • सीबीआई आई है. उनका स्वागत है. हम कट्टर ईमानदार हैं . लाखों बच्चों का भविष्य बना रहे हैं.

    बहुत ही दुर्भाग्यपूर्ण है कि हमारे देश में जो अच्छा काम करता है उसे इसी तरह परेशान किया जाता है. इसीलिए हमारा देश अभी तक नम्बर-1 नहीं बन पाया.

    — Manish Sisodia (@msisodia) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিবিআইকে স্বাগত জানিয়ে টুইটে মণীশ লেখেন, ‘‘সিবিআই এসেছে ৷ তাঁদের স্বাগত জানাই ৷ আমরা পুরোপুরি সৎ ৷ লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎ তৈরি করছি ৷ এটা খুবই দুঃখজনক যে, আমাদের দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এইভাবে বিরক্ত করা হয় ৷ এই কারণেই আমাদের দেশ এখনও 1 নম্বর হতে পারেনি ৷’’

  • हम सीबीआई का स्वागत करते हैं. जाँच में पूरा सहयोग देंगे ताकि सच जल्द सामने आ सके. अभी तक मुझ पर कई केस किए लेकिन कुछ नहीं निकला. इसमें भी कुछ नहीं निकलेगा. देश में अच्छी शिक्षा के लिए मेरा काम रोका नहीं जा सकता.

    — Manish Sisodia (@msisodia) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই থামেননি মণীশ সিসোদিয়া ৷ সত্যি সামনে আনার জন্য সিবিআই এর সঙ্গে সবরকম সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি ৷ লেখেন, ‘‘সিবিআইকে স্বাগত জানাচ্ছি ৷ তদন্তে সবরকম সহযোগিতা করব, যাতে সত্যিটা দ্রুত সবার সামনে আসে ৷ এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে ৷ কিন্তু, কিছুই প্রমাণিত হয়নি ৷ এখানেও কিছু পাওয়া যাবে না ৷ দেশে ভালো শিক্ষা ব্যবস্থা তৈরির জন্য আমার কাজ কেউ আটকাতে পারবে না ৷’’

  • ये लोग दिल्ली की शिक्षा और स्वास्थ्य के शानदार काम से परेशान हैं. इसीलिए दिल्ली के स्वास्थ्य मंत्री और शिक्षा मंत्री को पकड़ा है ताकि शिक्षा स्वास्थ्य के अच्छे काम रोके जा सकें.

    हम दोनों के ऊपर झूँठे आरोप हैं. कोर्ट में सच सामने आ जाएगा.

    — Manish Sisodia (@msisodia) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিদেশি মহিলাদের মতো যখন তখন সঙ্গী বদলান নীতীশ, বিতর্কিত মন্তব্য কৈলাশের

শেষ টুইটে কেন্দ্রকে নিশানা করেন মণীশ ৷ লেখেন, ‘‘এরা দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কাজ দেখে অস্থির হয়ে উঠেছে ৷ সেই কারণেই দিল্লির শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীকে ধরা হয়েছে ৷ যাতে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কাজ আটকে দেওয়া যায় ৷ আমাদের দু’জনের বিরুদ্ধে মিথ্য অভিযোগ আনা হয়েছে ৷ আদালতে সব সত্যি প্রকাশ্যে আসবে ৷’’

প্রসঙ্গত, দিল্লি আবগারি করে দুর্নীতির অভিযোগে গত বছর নভেম্বর মাসে একটি অভিযোগ দায়ের হয় ৷ সেই মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে ৷ এর পর সিবিআই একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে ৷ এদিন সেই মামলার তদন্তেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, স্বাস্থ্য মন্ত্রী এবং আরও এক শীর্ষ আপ নেতার বাড়ি সহ মোট 20টি জায়গায় সিবিআই হানা দেয় ৷

Last Updated : Aug 19, 2022, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.