ETV Bharat / bharat

Manish Sisodia at CBI Office: দিল্লি আবগারি মামলায় মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আবগারি মামলায় আজ সিবিআই দফতরে হাজিরা মণীশ সিসোদিয়ার (Manish Sisodia at CBI Office) ৷ তার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে গেলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ৷

Manish Sisodia at CBI Office ETV BHARAT
Manish Sisodia at CBI Office
author img

By

Published : Feb 26, 2023, 12:13 PM IST

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: আবগারি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (CBI Interrogates Manish Sisodia) ৷ গত সপ্তাহেই তাঁকে এই মামলা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই ৷ সেই সময় তিনি জানান, দিল্লির বাজেট তৈরির কারণে উপস্থিত হতে পারবেন না ৷ অন্যদিকে, সিসোদিয়াকে গ্রেফতার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একটি টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, দেশ ও সমাজের জন্য জেলে যেতে হলে সেটা লজ্জার নয়, গর্বের বিষয় ৷

উল্লেখ্য 2022 সালের 17 অগস্ট সিবিআই দিল্লির আবগারি মামলায় (Delhi Excise Scam) মণীশ সিসোদিয়া-সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীর নামে এফআইআর রুজু করে ৷ সেই মামলায় এর আগেও দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ সেই সময় মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ বা তথ্য সিবিআই-এর কাছে নেই ৷ এমনকী সিবিআই এর পেশ করা চার্জশিটেও তাঁর নাম ছিল না ৷

Manish Sisodia at CBI Office ETV BHARAT
সিসোদিয়ার সিবিআই দফতরে হাজিরাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা

কিন্তু, তারপরও মণীশ সিসোদিয়াকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷ তা নিয়ে এদিন বেশ কয়েকটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে তাঁর ডেপুটিকে গ্রেফতার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে কেজরিওয়াল লিখেছেন, "ভগবান আপনার সঙ্গে আছে মণীশ... যখন আপনি দেশ এবং সমাজের জন্য জেলে যান, তখন সেটা কলঙ্ক নয়, গর্বের বিষয় হয় ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দ্রুত জেল থেকে ফিরবেন ৷ দিল্লির সকল পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবক এবং আমরা সকলে আপনার জন্য অপেক্ষা করব ৷"

  • जिस देश में गरीब बच्चों को अच्छी शिक्षा देने वाले और उन बच्चों का भविष्य बनाने वाले जेल में हों और अरबों का घोटाला करने वाले प्रधान मंत्री के जिगरी दोस्त हों, वो देश कैसे तरक़्क़ी कर सकता है।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাজেট নিয়ে ব্যস্ত, আবগারি মামলায় হাজিরা দিতে সিবিআই-এর কাছে সময় চাইলেন মণীশ সিসোদিয়া

এখানেই থামেননি মুখ্যমন্ত্রী ৷ আরও একটি টুইটে তিনি কেন্দ্রকে নিশানা করেছেন ৷ সেখানে কেজরিওয়াল নাম না করেই আদানিদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন ৷ তিনি লেখেন, "দেশের গরিব পড়ুয়াদের ভালো শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ তৈরি করছেন যিনি তাঁকে যদি জেলে যেতে হয়, আর কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িতরা প্রধানমন্ত্রীর বন্ধু হয় তাহলে সেই দেশ কীভাবে উন্নতি করতে পারে ৷"

উল্লেখ্য, গত রবিবার মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ৷ কিন্তু, দিল্লি বিধানসভায় বাজেট পেশের জন্য তিনি ব্যস্ত ছিলেন ৷ সেই কারণে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় চেয়েছিলেন সিসোদিয়া ৷ তিনি জানিয়েছেন, সিবিআই-এর সঙ্গে তিনি সবরকম সহযোগিতা করবেন ৷ সিবিআই দফতরে যাওয়ার আগে এদিন রাজঘাটে মহাত্মা গান্ধি সমাধিস্থলে যান দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ৷ সেখানে গান্ধিজির সমাধিতে প্রণাম করে সিবিআই দফতরের উদ্দেশ্য রওনা দেন তিনি ৷

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: আবগারি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (CBI Interrogates Manish Sisodia) ৷ গত সপ্তাহেই তাঁকে এই মামলা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই ৷ সেই সময় তিনি জানান, দিল্লির বাজেট তৈরির কারণে উপস্থিত হতে পারবেন না ৷ অন্যদিকে, সিসোদিয়াকে গ্রেফতার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একটি টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, দেশ ও সমাজের জন্য জেলে যেতে হলে সেটা লজ্জার নয়, গর্বের বিষয় ৷

উল্লেখ্য 2022 সালের 17 অগস্ট সিবিআই দিল্লির আবগারি মামলায় (Delhi Excise Scam) মণীশ সিসোদিয়া-সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীর নামে এফআইআর রুজু করে ৷ সেই মামলায় এর আগেও দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ সেই সময় মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ বা তথ্য সিবিআই-এর কাছে নেই ৷ এমনকী সিবিআই এর পেশ করা চার্জশিটেও তাঁর নাম ছিল না ৷

Manish Sisodia at CBI Office ETV BHARAT
সিসোদিয়ার সিবিআই দফতরে হাজিরাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা

কিন্তু, তারপরও মণীশ সিসোদিয়াকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷ তা নিয়ে এদিন বেশ কয়েকটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে তাঁর ডেপুটিকে গ্রেফতার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে কেজরিওয়াল লিখেছেন, "ভগবান আপনার সঙ্গে আছে মণীশ... যখন আপনি দেশ এবং সমাজের জন্য জেলে যান, তখন সেটা কলঙ্ক নয়, গর্বের বিষয় হয় ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দ্রুত জেল থেকে ফিরবেন ৷ দিল্লির সকল পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবক এবং আমরা সকলে আপনার জন্য অপেক্ষা করব ৷"

  • जिस देश में गरीब बच्चों को अच्छी शिक्षा देने वाले और उन बच्चों का भविष्य बनाने वाले जेल में हों और अरबों का घोटाला करने वाले प्रधान मंत्री के जिगरी दोस्त हों, वो देश कैसे तरक़्क़ी कर सकता है।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাজেট নিয়ে ব্যস্ত, আবগারি মামলায় হাজিরা দিতে সিবিআই-এর কাছে সময় চাইলেন মণীশ সিসোদিয়া

এখানেই থামেননি মুখ্যমন্ত্রী ৷ আরও একটি টুইটে তিনি কেন্দ্রকে নিশানা করেছেন ৷ সেখানে কেজরিওয়াল নাম না করেই আদানিদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন ৷ তিনি লেখেন, "দেশের গরিব পড়ুয়াদের ভালো শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ তৈরি করছেন যিনি তাঁকে যদি জেলে যেতে হয়, আর কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িতরা প্রধানমন্ত্রীর বন্ধু হয় তাহলে সেই দেশ কীভাবে উন্নতি করতে পারে ৷"

উল্লেখ্য, গত রবিবার মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ৷ কিন্তু, দিল্লি বিধানসভায় বাজেট পেশের জন্য তিনি ব্যস্ত ছিলেন ৷ সেই কারণে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় চেয়েছিলেন সিসোদিয়া ৷ তিনি জানিয়েছেন, সিবিআই-এর সঙ্গে তিনি সবরকম সহযোগিতা করবেন ৷ সিবিআই দফতরে যাওয়ার আগে এদিন রাজঘাটে মহাত্মা গান্ধি সমাধিস্থলে যান দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ৷ সেখানে গান্ধিজির সমাধিতে প্রণাম করে সিবিআই দফতরের উদ্দেশ্য রওনা দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.