ETV Bharat / bharat

দুর্ঘটনায় মৃত্যু কেন্দ্রীয়মন্ত্রীর স্ত্রীর, আহত মন্ত্রী - Shripad Naik met with acciden, wife died

মন্ত্রী শ্রীপদ নায়েক ও তাঁর স্ত্রী গোকর্ণর দিকে যাচ্ছিলেন । সেইসময় নিউকাম্বি এলাকায় তাঁদের গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে । ঘটনাস্থানেই মৃত্যু হয় মন্ত্রীর স্ত্রীর ।

Shripad Naik met with acciden, wife died
শ্রীপদ নায়েকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, মৃত স্ত্রী
author img

By

Published : Jan 11, 2021, 10:27 PM IST

উত্তর কন্নড়, 11 জানুয়ারি : দুর্ঘটনার কবলে আয়ূষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের গাড়ি। কর্নাটকে উত্তর কন্নড় জেলায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে । ঘটনায় মন্ত্রীর স্ত্রী বিজয়া নায়েকের মৃত্যু হয়েছে ।

মন্ত্রী ও তাঁর স্ত্রী গোকর্ণর দিকে যাচ্ছিলেন । নিউকাম্বি এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে শ্রীপদ নায়েকের গাড়ির সংঘর্ষ হয় । রাষ্ট্রমন্ত্রীর গাড়িতে চারজন ছিলেন ।

আরও পড়ুন : কেরল থেকে পোলট্রি আনায় নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

ঘটনাস্থানেই তাঁর স্ত্রী বিজয়া নায়েকের মৃত্যু হয় । গুরুতর আহত অবস্থায় মন্ত্রী ও বাকি তিনজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

উত্তর কন্নড়, 11 জানুয়ারি : দুর্ঘটনার কবলে আয়ূষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের গাড়ি। কর্নাটকে উত্তর কন্নড় জেলায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে । ঘটনায় মন্ত্রীর স্ত্রী বিজয়া নায়েকের মৃত্যু হয়েছে ।

মন্ত্রী ও তাঁর স্ত্রী গোকর্ণর দিকে যাচ্ছিলেন । নিউকাম্বি এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে শ্রীপদ নায়েকের গাড়ির সংঘর্ষ হয় । রাষ্ট্রমন্ত্রীর গাড়িতে চারজন ছিলেন ।

আরও পড়ুন : কেরল থেকে পোলট্রি আনায় নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

ঘটনাস্থানেই তাঁর স্ত্রী বিজয়া নায়েকের মৃত্যু হয় । গুরুতর আহত অবস্থায় মন্ত্রী ও বাকি তিনজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.