ETV Bharat / bharat

Cannabis Recovered: হায়দরাবাদে পার্টিতে হানা দিয়ে গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক 33 পড়ুয়া

হায়দরাবাদে একটি রিসোর্টে অভিযান চালাল পুলিশ (police raid) ৷ সেখানে পড়ুয়াদের কাছ থেকে উদ্ধার হয়েছে গাঁজা (Cannabis Recovered) ৷

Cannabis Recovered
Cannabis Recovered
author img

By

Published : Dec 4, 2022, 10:44 AM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: ফের সামনে এল মাদক চক্র ৷ খবর পেয়ে হায়দরাবাদে একটি রিসোর্টে অভিযান চালালো পুলিশ (Police raided a resort in the suburbs of Hyderabad) ৷ ঘটনাটি ঘটেছে রাঙ্গারেড্ডি (Rangareddy) জেলার হায়াত নগর মণ্ডলের পাসুমামুলায় (Pasumamula) ৷ ঘটনারে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷

এক যুবকের জন্মদিনের অনুষ্ঠানে গাঁজা (Cannabis) ব্যবহার করা হচ্ছে বলে খবর পায় পুলিশ ৷ এরপরেই শহরের উপকণ্ঠ পাসুমামুলায় অভিযান চালান পুলিশ আধিকারিকরা । এই হানায় 29 জন যুবক ও চার যুবতীকে আটক করেছে পুলিশ । তাঁরা সকলেই সিবিআইটি ও এমজিআইটি কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে ।

ধৃতদের কাছ থেকে 11টি গাড়ি, একটি বাইক ও 28টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ । এই ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুলিশ পড়ুয়াদের অভিভাবকদের কাউন্সেলিং করে এবং বুধবার তাঁদের সন্তানদের নিয়ে থানায় ফিরে আসার নির্দেশ দেয় । শেষ পাওয়া খবর অনুযায়ী, আটক পড়ুয়াদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে ৷ পুলিশ পার্টিতে গিয়ে হানা দিয়েছে ৷ সেখান থেকে গাঁজা উদ্ধার হয়েছে এবং আটক করেছে অনেক পড়ুয়াকে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার দেহ টুকরো করার আগে গাঁজা টেনেছিলেন আফতাব !

উল্লেখ্য, 2021 সালে অক্টোবর মাস নাগাদ মুম্বই উপকূলে প্রমোদ তরীতে পার্টি চলছিল । এনসিবি-র আধিকারিকরা সাধারণ যাত্রী সেজে নিজেদের জন্য সেখানে টিকিট বুক করেন । ক্রুজে উঠে তাঁরা দেখেন, অনেক যাত্রীই মাদক সেবন করছেন । তখনই পুরো টিম নিয়ে রেইড করে এনসিবি । 2 জন মহিলা-সহ আটক করা হয় ৪ জনকে । যাঁদের মধ্যে ছিলেন আরিয়ান খানও। এরপর ক্রুজটিকে মুম্বইয়ের ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়। ক্রুজে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কোকেন, চরস সহ অন্যান্য মাদক উদ্ধার করেছে এনসিবি । পরে অবশ্য ছাড়া পেয়ে যান শাহরুখ পুত্র ৷ শুধু তাই নয় দীর্ঘ বিচারপর্বের পর তাঁকে সমস্ত অভিযোগ থেকেই মুক্ত করে আদালত ।

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: ফের সামনে এল মাদক চক্র ৷ খবর পেয়ে হায়দরাবাদে একটি রিসোর্টে অভিযান চালালো পুলিশ (Police raided a resort in the suburbs of Hyderabad) ৷ ঘটনাটি ঘটেছে রাঙ্গারেড্ডি (Rangareddy) জেলার হায়াত নগর মণ্ডলের পাসুমামুলায় (Pasumamula) ৷ ঘটনারে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷

এক যুবকের জন্মদিনের অনুষ্ঠানে গাঁজা (Cannabis) ব্যবহার করা হচ্ছে বলে খবর পায় পুলিশ ৷ এরপরেই শহরের উপকণ্ঠ পাসুমামুলায় অভিযান চালান পুলিশ আধিকারিকরা । এই হানায় 29 জন যুবক ও চার যুবতীকে আটক করেছে পুলিশ । তাঁরা সকলেই সিবিআইটি ও এমজিআইটি কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে ।

ধৃতদের কাছ থেকে 11টি গাড়ি, একটি বাইক ও 28টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ । এই ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুলিশ পড়ুয়াদের অভিভাবকদের কাউন্সেলিং করে এবং বুধবার তাঁদের সন্তানদের নিয়ে থানায় ফিরে আসার নির্দেশ দেয় । শেষ পাওয়া খবর অনুযায়ী, আটক পড়ুয়াদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে ৷ পুলিশ পার্টিতে গিয়ে হানা দিয়েছে ৷ সেখান থেকে গাঁজা উদ্ধার হয়েছে এবং আটক করেছে অনেক পড়ুয়াকে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার দেহ টুকরো করার আগে গাঁজা টেনেছিলেন আফতাব !

উল্লেখ্য, 2021 সালে অক্টোবর মাস নাগাদ মুম্বই উপকূলে প্রমোদ তরীতে পার্টি চলছিল । এনসিবি-র আধিকারিকরা সাধারণ যাত্রী সেজে নিজেদের জন্য সেখানে টিকিট বুক করেন । ক্রুজে উঠে তাঁরা দেখেন, অনেক যাত্রীই মাদক সেবন করছেন । তখনই পুরো টিম নিয়ে রেইড করে এনসিবি । 2 জন মহিলা-সহ আটক করা হয় ৪ জনকে । যাঁদের মধ্যে ছিলেন আরিয়ান খানও। এরপর ক্রুজটিকে মুম্বইয়ের ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়। ক্রুজে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কোকেন, চরস সহ অন্যান্য মাদক উদ্ধার করেছে এনসিবি । পরে অবশ্য ছাড়া পেয়ে যান শাহরুখ পুত্র ৷ শুধু তাই নয় দীর্ঘ বিচারপর্বের পর তাঁকে সমস্ত অভিযোগ থেকেই মুক্ত করে আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.