ETV Bharat / bharat

India-Canada: শিখ জঙ্গি হত্যার তদন্ত চলবে, তবে ভারতের সঙ্গে সম্পর্কও গুরুত্বপূর্ণ: কানাডার প্রতিরক্ষামন্ত্রী - জাস্টিন ট্রুডো

India-Canada Relationship: শিখ জঙ্গি হত্যার তদন্ত চলবে বলে জানালেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার ৷ তবে তাঁর দেশের সঙ্গে ভারতের সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে জানালেন তিনি ৷

India-Canada
ভারত-কানাডা সম্পর্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 1:15 PM IST

টরন্টো, 25 সেপ্টেম্বর: কূটনৈতিক জটিলতার আবহে ভারতের সঙ্গে সম্পর্ককে 'গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করলেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার ৷ যদিও শিখ জঙ্গির হত্যার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়ে রবিবার তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক কৌশলের মতো অংশীদারিত্ব চালিয়ে যাবে তাঁর দেশ ।

দ্য ওয়েস্ট ব্লকে রবিবার প্রচারিত একটি সাক্ষাত্কারে কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার বলেন যে, কানাডা এই অংশীদারিত্বগুলি চালিয়ে যাবে, এবং অভিযোগের তদন্ত অব্যাহত থাকবে ৷ তবে ভারতের সঙ্গে তাঁদের সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি ৷

তাঁকে উদ্ধৃত করে গ্লোবাল নিউজ বলেছে, "আমরা বুঝতে পারি যে, এটি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং সমস্যা হতে পারে এবং তা প্রমাণিত হয়েছে ৷ কিন্তু একইসঙ্গে আমাদের আইন রক্ষা করার, আমাদের নাগরিকদের রক্ষা করার এবং একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং সত্যের কাছে পৌঁছনো নিশ্চিত করার দায়িত্ব রয়েছে আমাদের ।"

অভিযোগ সত্যি প্রমাণিত হলে কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার ঘটনায় দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় বলেও জানিয়েছেন ব্লেয়ার ৷

আরও পড়ুন: ফাইভ আইসের গোয়েন্দা তথ্য পেয়েই ভারতকে নিশানা ট্রুডোর, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ব্রিটিশ কলম্বিয়ায় 18 জুন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন যে, তাঁর দেশের মাটিতে 45 বছরের খালিস্তানি চরমপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাঁর এই বিস্ফোরক অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে ছড়িয়ে পড়ে কূটনৈতিক উত্তেজনা । ভারত 2020 সালে নিজ্জরকে জঙ্গি তকমা দিয়েছিল ৷

ভারত অভিযোগগুলিকে 'অযৌক্তিক' এবং 'মোটিভেটেড' বলে উড়িয়ে দিয়েছে ৷ এই ঘটনার পর একজন ভারতীয় আধিকারিককে ওটাওয়া থেকে বহিষ্কার করার পর পালটা জবাব হিসেবে কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে দিল্লি । যদিও শনিবারই কানাডায় মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছেন যে, আমেরিকার নেতৃত্বে পাঁচ দেশের গোয়েন্দা জোট ফাইভ আইসের দেওয়া তথ্যের পরই ওই হত্যাকাণ্ডের ভারতের জড়িত থাকার অভিযোগ করেন জাস্টিন ট্রুডো ৷

টরন্টো, 25 সেপ্টেম্বর: কূটনৈতিক জটিলতার আবহে ভারতের সঙ্গে সম্পর্ককে 'গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করলেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার ৷ যদিও শিখ জঙ্গির হত্যার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়ে রবিবার তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক কৌশলের মতো অংশীদারিত্ব চালিয়ে যাবে তাঁর দেশ ।

দ্য ওয়েস্ট ব্লকে রবিবার প্রচারিত একটি সাক্ষাত্কারে কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার বলেন যে, কানাডা এই অংশীদারিত্বগুলি চালিয়ে যাবে, এবং অভিযোগের তদন্ত অব্যাহত থাকবে ৷ তবে ভারতের সঙ্গে তাঁদের সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি ৷

তাঁকে উদ্ধৃত করে গ্লোবাল নিউজ বলেছে, "আমরা বুঝতে পারি যে, এটি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং সমস্যা হতে পারে এবং তা প্রমাণিত হয়েছে ৷ কিন্তু একইসঙ্গে আমাদের আইন রক্ষা করার, আমাদের নাগরিকদের রক্ষা করার এবং একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং সত্যের কাছে পৌঁছনো নিশ্চিত করার দায়িত্ব রয়েছে আমাদের ।"

অভিযোগ সত্যি প্রমাণিত হলে কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার ঘটনায় দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় বলেও জানিয়েছেন ব্লেয়ার ৷

আরও পড়ুন: ফাইভ আইসের গোয়েন্দা তথ্য পেয়েই ভারতকে নিশানা ট্রুডোর, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ব্রিটিশ কলম্বিয়ায় 18 জুন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন যে, তাঁর দেশের মাটিতে 45 বছরের খালিস্তানি চরমপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাঁর এই বিস্ফোরক অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে ছড়িয়ে পড়ে কূটনৈতিক উত্তেজনা । ভারত 2020 সালে নিজ্জরকে জঙ্গি তকমা দিয়েছিল ৷

ভারত অভিযোগগুলিকে 'অযৌক্তিক' এবং 'মোটিভেটেড' বলে উড়িয়ে দিয়েছে ৷ এই ঘটনার পর একজন ভারতীয় আধিকারিককে ওটাওয়া থেকে বহিষ্কার করার পর পালটা জবাব হিসেবে কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে দিল্লি । যদিও শনিবারই কানাডায় মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছেন যে, আমেরিকার নেতৃত্বে পাঁচ দেশের গোয়েন্দা জোট ফাইভ আইসের দেওয়া তথ্যের পরই ওই হত্যাকাণ্ডের ভারতের জড়িত থাকার অভিযোগ করেন জাস্টিন ট্রুডো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.