ETV Bharat / bharat

Bypolls 2023: ছয় রাজ্যের সাত বিধানসভা আসনের উপ-নির্বাচন ‘ইন্ডিয়া’ জোটের অ্যাসিড টেস্ট - সিপিএম

Acid Test for INDIA Bloc: মঙ্গলবার দেশের ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপ-নির্বাচন হচ্ছে ৷ বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট গঠন হওয়ার পর এটাই প্রথম নির্বাচন ৷ তাই এই ভোট কার্যত বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অ্যাসিড টেস্ট ৷

Bypolls 2023
Bypolls 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 1:51 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অ্যাসিড টেস্ট ৷ মঙ্গলবার, 5 সেপ্টেম্বরের দিনটিকে এই ভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ কারণ, বিজেপিকে হারাতে এই জোট তৈরি হওয়ার পর প্রথম কোনও নির্বাচন হচ্ছে দেশে ৷ প্রথম পরীক্ষায় গেরুয়া শিবিরকে কতটা টক্কর দিতে পারল ‘ইন্ডিয়া’ জোট, সেই উত্তরই এ দিন বন্দি হচ্ছে ইভিএম-এ ৷

যদিও উপ-নির্বাচন ৷ ছ’টি রাজ্যের সাতটি আসনে এই ভোট হচ্ছে ৷ তার পরও এই আসনগুলি ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন ভাগে ৷ তাই একেক জায়গায় একেকরকম রাজনৈতিক অঙ্কে ভোট চলছে ৷ সেই কারণে ফলাফল আগামিদিনে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

মঙ্গলবার যে সাতটি আসনের উপ-নির্বাচন হচ্ছে, সেগুলি হল - ঝাড়খণ্ডের ডুমরি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোষি, কেরালার পুতুপল্লি এবং পশ্চিমবঙ্গের ধূপগুড়ি৷ এই আসনগুলির কোথায় ইন্ডিয়া জোটের কোনও একটি শরিকের সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে বিজেপির ৷ আবার কোথায় সম্মুখসমরে রয়েছে বিরোধী জোটের দুই শরিক ৷ কোথাও আবার বিজেপির বিরুদ্ধে আলাদাভাবে লড়াই হচ্ছে জোট শরিকদের ৷

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি এক হলে বিজেপির জয় অসম্ভব, দাবি রাহুল গান্ধির

ঠিক যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনে ৷ 2021 সালে ওই আসনে জেতে বিজেপি ৷ জয়ী বিধায়ক বিষ্ণুপদ রায় সম্প্রতি প্রয়াত হয়েছেন ৷ সেই কারণে এই উপ-নির্বাচন ৷ এখানে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই তৃণমূলের ৷ কিন্তু ময়দানে রয়েছে কংগ্রেস ও সিপিএম ৷ তারা অবশ্য জোট করে লড়ছে ৷ ফলে এখানে ‘ইন্ডিয়া’ জোট কার্যত অস্তিত্বহীন ৷ বরং প্রচারে তৃণমূলের বিরুদ্ধে বারবার তোপ দাগতে দেখা গিয়েছে সিপিএম ও কংগ্রেসকে ৷

উত্তরপ্রদেশের ঘোষি আসনের ছবিটা অবশ্য ভিন্ন৷ সেখানে আবার মুখোমুখি লড়াই হচ্ছে বিজেপি ও ‘ইন্ডিয়া’ জোটের ৷ ওই আসনে 2022 সালে জিতেছিলেন সমাজবাদী পার্টির দারা সিং চৌহান ৷ তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসন থেকে পদত্যাগ করেন ৷ তাই সেখানে উপ-নির্বাচন হচ্ছে ৷ এই ভোটে বিজেপি দারা সিং চৌহানকেই প্রার্থী করেছে ৷ তাঁর বিরুদ্ধে রয়েছে সমাজবাদী পার্টির সুধাকর সিং ৷ বিজেপিকে যেমন এনডিএ-র শরিক দলগুলি সমর্থন করেছে ৷ তেমনই সপার পাশে রয়েছে কংগ্রেস, সিপিএম-সহ ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শরিক ৷

উত্তরাখণ্ডে বিজেপি সরকারের মন্ত্রী চন্দন রাম দাসের প্রয়াণে ফাঁকা হয়ে যায় বাগেশ্বর আসনটি ৷ ওই আসনে উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে চন্দন রাম দাসের বিধবা স্ত্রী পার্বতীকে ৷ এই আসনের পরিস্থিতি আবার অনেকটা পশ্চিমবঙ্গের মতো ৷ এখানে ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে ৷ তবে মূল লড়াই কংগ্রেসের বিরুদ্ধেই হচ্ছে বিজেপির ৷

ঝাড়খণ্ডের ডুমরি আসনে বিজেপি বা কংগ্রেস লড়াইয়ে নেই ৷ তবে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোট আছে ৷ এনডিএ-র তরফে প্রার্থী আজসু-র যশোদা দেবী প্রার্থী হয়েছেন ৷ আর ‘ইন্ডিয়া’র তরফে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেবি দেবী ৷ ওই আসনে 2004 সাল থেকে জিততেন জগরনাথ মাহাতো ৷ তিনি হেমন্ত সোরেনের সরকারে মন্ত্রীও ছিলেন ৷ তাঁর প্রয়াণেই এই আসনে উপ-নির্বাচন হচ্ছে ৷ জেএমএম-এর প্রার্থী বেবি দেবী প্রয়াত জগরনাথের স্ত্রী ৷

আরও পড়ুন: নেহরু-জিন্নাহ প্রধানমন্ত্রী হতে চাওয়ায় দেশ ভাগ হয়েছিল, এবার 26 ভাগ হবে; 'ইন্ডিয়া'কে কটাক্ষ শুভেন্দুর

কেরালার পুতুপল্লি আসনে সম্মুখসমরে ‘ইন্ডিয়া’ জোট ৷ এখানে মুখোমুখি লড়াই হচ্ছে সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে ৷ এই আসনটি কংগ্রেসের শক্তিঘাঁটি হিসেবে পরিচিত ৷ এখানে গত পাঁচদশক ধরে জিতেছেন ওমেন চান্ডি ৷ এই আসন থেকে জিতেই তিনি কেরালার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীও হন ৷ সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন৷ তাই এই উপ-নির্বাচন ৷ কংগ্রেস ওই আসনে প্রার্থী করেছে ওমেন চান্ডির পুত্র চান্ডি ওমেন-কে ৷ সিপিএম প্রার্থী করেছে ডিওয়াইএফআই নেতা জ্যাক সি টমাসকে ৷

ত্রিপুরায় চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচন হয় ৷ সেখানকার ধনপুর আসনে জেতেন বিজেপির প্রতিমা ভৌমিক ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী ৷ ফলে সাংসদপদ রাখতে তিনি ইস্তফা দেন বিধায়ক পদ থেকে ৷ তার পর ফাঁকা হয়ে যাওয়া আসনে উপ-নির্বাচন হচ্ছে আজ ৷ বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিকের ভাই বিন্দু দেবনাথ ৷ অন্যদিকে বক্সানগর আসনে জিতেছিল সিপিএম৷ জয়ী প্রার্থীর প্রয়াণে ওই কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে ৷ দুই আসনেই সিপিএম ও বিজেপি মুখোমুখি লড়াই হচ্ছে ৷ প্রার্থী দেয়নি কংগ্রেস ও ত্রিপা মোথা ৷ ফলে এখানেও ‘ইন্ডিয়া’ ও এনডিএ-র মধ্যে মুখোমুখি লড়াই হচ্ছে ৷

এই সাত আসনের ফলাফলে কোনও রাজ্যেই সরকারে কোনও বড় হেরফের হবে না ৷ তবে ফলাফলে রাজনৈতিক বার্তা দেওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, এই সাত আসনের চারটি রয়েছে বিজেপির দখলে ৷ বাকি তিনটি ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন শরিকের কাছে ৷ ফলে চারটির মধ্যে কয়েকটিতে বিজেপিকে হারাতে পারলে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পাবে ‘ইন্ডিয়া’ জোট ৷ অন্যদিকে চার আসন ধরে রেখে যদি বিজেপি একটি বা দু‘টি আসন বৃদ্ধি করতে পারে, তাহলে শুরুতেই ধাক্কা খেতে হবে ‘ইন্ডিয়া’ জোটকে ৷

আগামী শুক্রবার, 8 সেপ্টেম্বর এই সাত আসনে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৷ সকাল 8টা থেকে শুরু গণনা ৷ তার পর সময় যত এগোবে, ততই স্পষ্ট হবে এই অ্যাসিড টেস্টে ‘ইন্ডিয়া’ জোট কতটা সাফল্য পেল !

(পিটিআই-এর তথ্য-সহ)

আরও পড়ুন: ভোপালে পরবর্তী বৈঠকে যৌথ জনসভার পরিকল্পনা 'ইন্ডিয়া' জোটের !

কলকাতা, 5 সেপ্টেম্বর: বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অ্যাসিড টেস্ট ৷ মঙ্গলবার, 5 সেপ্টেম্বরের দিনটিকে এই ভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ কারণ, বিজেপিকে হারাতে এই জোট তৈরি হওয়ার পর প্রথম কোনও নির্বাচন হচ্ছে দেশে ৷ প্রথম পরীক্ষায় গেরুয়া শিবিরকে কতটা টক্কর দিতে পারল ‘ইন্ডিয়া’ জোট, সেই উত্তরই এ দিন বন্দি হচ্ছে ইভিএম-এ ৷

যদিও উপ-নির্বাচন ৷ ছ’টি রাজ্যের সাতটি আসনে এই ভোট হচ্ছে ৷ তার পরও এই আসনগুলি ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন ভাগে ৷ তাই একেক জায়গায় একেকরকম রাজনৈতিক অঙ্কে ভোট চলছে ৷ সেই কারণে ফলাফল আগামিদিনে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

মঙ্গলবার যে সাতটি আসনের উপ-নির্বাচন হচ্ছে, সেগুলি হল - ঝাড়খণ্ডের ডুমরি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোষি, কেরালার পুতুপল্লি এবং পশ্চিমবঙ্গের ধূপগুড়ি৷ এই আসনগুলির কোথায় ইন্ডিয়া জোটের কোনও একটি শরিকের সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে বিজেপির ৷ আবার কোথায় সম্মুখসমরে রয়েছে বিরোধী জোটের দুই শরিক ৷ কোথাও আবার বিজেপির বিরুদ্ধে আলাদাভাবে লড়াই হচ্ছে জোট শরিকদের ৷

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি এক হলে বিজেপির জয় অসম্ভব, দাবি রাহুল গান্ধির

ঠিক যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনে ৷ 2021 সালে ওই আসনে জেতে বিজেপি ৷ জয়ী বিধায়ক বিষ্ণুপদ রায় সম্প্রতি প্রয়াত হয়েছেন ৷ সেই কারণে এই উপ-নির্বাচন ৷ এখানে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই তৃণমূলের ৷ কিন্তু ময়দানে রয়েছে কংগ্রেস ও সিপিএম ৷ তারা অবশ্য জোট করে লড়ছে ৷ ফলে এখানে ‘ইন্ডিয়া’ জোট কার্যত অস্তিত্বহীন ৷ বরং প্রচারে তৃণমূলের বিরুদ্ধে বারবার তোপ দাগতে দেখা গিয়েছে সিপিএম ও কংগ্রেসকে ৷

উত্তরপ্রদেশের ঘোষি আসনের ছবিটা অবশ্য ভিন্ন৷ সেখানে আবার মুখোমুখি লড়াই হচ্ছে বিজেপি ও ‘ইন্ডিয়া’ জোটের ৷ ওই আসনে 2022 সালে জিতেছিলেন সমাজবাদী পার্টির দারা সিং চৌহান ৷ তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসন থেকে পদত্যাগ করেন ৷ তাই সেখানে উপ-নির্বাচন হচ্ছে ৷ এই ভোটে বিজেপি দারা সিং চৌহানকেই প্রার্থী করেছে ৷ তাঁর বিরুদ্ধে রয়েছে সমাজবাদী পার্টির সুধাকর সিং ৷ বিজেপিকে যেমন এনডিএ-র শরিক দলগুলি সমর্থন করেছে ৷ তেমনই সপার পাশে রয়েছে কংগ্রেস, সিপিএম-সহ ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শরিক ৷

উত্তরাখণ্ডে বিজেপি সরকারের মন্ত্রী চন্দন রাম দাসের প্রয়াণে ফাঁকা হয়ে যায় বাগেশ্বর আসনটি ৷ ওই আসনে উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে চন্দন রাম দাসের বিধবা স্ত্রী পার্বতীকে ৷ এই আসনের পরিস্থিতি আবার অনেকটা পশ্চিমবঙ্গের মতো ৷ এখানে ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে ৷ তবে মূল লড়াই কংগ্রেসের বিরুদ্ধেই হচ্ছে বিজেপির ৷

ঝাড়খণ্ডের ডুমরি আসনে বিজেপি বা কংগ্রেস লড়াইয়ে নেই ৷ তবে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোট আছে ৷ এনডিএ-র তরফে প্রার্থী আজসু-র যশোদা দেবী প্রার্থী হয়েছেন ৷ আর ‘ইন্ডিয়া’র তরফে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেবি দেবী ৷ ওই আসনে 2004 সাল থেকে জিততেন জগরনাথ মাহাতো ৷ তিনি হেমন্ত সোরেনের সরকারে মন্ত্রীও ছিলেন ৷ তাঁর প্রয়াণেই এই আসনে উপ-নির্বাচন হচ্ছে ৷ জেএমএম-এর প্রার্থী বেবি দেবী প্রয়াত জগরনাথের স্ত্রী ৷

আরও পড়ুন: নেহরু-জিন্নাহ প্রধানমন্ত্রী হতে চাওয়ায় দেশ ভাগ হয়েছিল, এবার 26 ভাগ হবে; 'ইন্ডিয়া'কে কটাক্ষ শুভেন্দুর

কেরালার পুতুপল্লি আসনে সম্মুখসমরে ‘ইন্ডিয়া’ জোট ৷ এখানে মুখোমুখি লড়াই হচ্ছে সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে ৷ এই আসনটি কংগ্রেসের শক্তিঘাঁটি হিসেবে পরিচিত ৷ এখানে গত পাঁচদশক ধরে জিতেছেন ওমেন চান্ডি ৷ এই আসন থেকে জিতেই তিনি কেরালার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীও হন ৷ সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন৷ তাই এই উপ-নির্বাচন ৷ কংগ্রেস ওই আসনে প্রার্থী করেছে ওমেন চান্ডির পুত্র চান্ডি ওমেন-কে ৷ সিপিএম প্রার্থী করেছে ডিওয়াইএফআই নেতা জ্যাক সি টমাসকে ৷

ত্রিপুরায় চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচন হয় ৷ সেখানকার ধনপুর আসনে জেতেন বিজেপির প্রতিমা ভৌমিক ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী ৷ ফলে সাংসদপদ রাখতে তিনি ইস্তফা দেন বিধায়ক পদ থেকে ৷ তার পর ফাঁকা হয়ে যাওয়া আসনে উপ-নির্বাচন হচ্ছে আজ ৷ বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিকের ভাই বিন্দু দেবনাথ ৷ অন্যদিকে বক্সানগর আসনে জিতেছিল সিপিএম৷ জয়ী প্রার্থীর প্রয়াণে ওই কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে ৷ দুই আসনেই সিপিএম ও বিজেপি মুখোমুখি লড়াই হচ্ছে ৷ প্রার্থী দেয়নি কংগ্রেস ও ত্রিপা মোথা ৷ ফলে এখানেও ‘ইন্ডিয়া’ ও এনডিএ-র মধ্যে মুখোমুখি লড়াই হচ্ছে ৷

এই সাত আসনের ফলাফলে কোনও রাজ্যেই সরকারে কোনও বড় হেরফের হবে না ৷ তবে ফলাফলে রাজনৈতিক বার্তা দেওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, এই সাত আসনের চারটি রয়েছে বিজেপির দখলে ৷ বাকি তিনটি ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন শরিকের কাছে ৷ ফলে চারটির মধ্যে কয়েকটিতে বিজেপিকে হারাতে পারলে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পাবে ‘ইন্ডিয়া’ জোট ৷ অন্যদিকে চার আসন ধরে রেখে যদি বিজেপি একটি বা দু‘টি আসন বৃদ্ধি করতে পারে, তাহলে শুরুতেই ধাক্কা খেতে হবে ‘ইন্ডিয়া’ জোটকে ৷

আগামী শুক্রবার, 8 সেপ্টেম্বর এই সাত আসনে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৷ সকাল 8টা থেকে শুরু গণনা ৷ তার পর সময় যত এগোবে, ততই স্পষ্ট হবে এই অ্যাসিড টেস্টে ‘ইন্ডিয়া’ জোট কতটা সাফল্য পেল !

(পিটিআই-এর তথ্য-সহ)

আরও পড়ুন: ভোপালে পরবর্তী বৈঠকে যৌথ জনসভার পরিকল্পনা 'ইন্ডিয়া' জোটের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.