ETV Bharat / bharat

কাশ্মীর সীমান্তে সুড়ঙ্গের হদিস, এই পথেই ঢুকছিল জঙ্গিরা ?

কিছুদিন আগে নাগরোটায় বান টোল প্লাজ়ার কাছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হাতে যে চার জঙ্গি নিকেশ হয়েছিল, তারাও সাম্বা সেক্টর দিয়েই পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ।

কাশ্মীর সীমান্তে সুরঙ্গের হদিস
কাশ্মীর সীমান্তে সুরঙ্গের হদিস
author img

By

Published : Nov 22, 2020, 10:29 PM IST

Updated : Nov 22, 2020, 11:14 PM IST

শ্রীনগর, 22 নভেম্বর : কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় সুড়ঙ্গের হদিস পেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । আজ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় টহল দেওয়ার সময় সুরঙ্গটি সন্ধান পান । বাহিনীর আধিকারিক সূত্রে খবর, পাকিস্তান থেকে ভারতে চোরাপথে অনুপ্রবেশের জন্য সুরঙ্গটি ব্যবহার করছিল জইশ-ই-মহম্মদের জঙ্গিরা ।

কিছুদিন আগে নাগরোটায় বান টোল প্লাজ়ার কাছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হাতে যে চার জঙ্গি নিকেশ হয়েছিল, তারাও সাম্বা সেক্টর দিয়েই পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ।

কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় মিলল সুড়ঙ্গের হদিস

শ্রীনগর- জম্মু জাতীয় সড়কের কাছে বান টোল প্লাজ়ায় কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছিল একটি গাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা । যথাযথ জবাব দিয়েছিলেন জওয়ানরাও । জওয়ানদের গুলিতে নিকেশ হয়েছিল চার জঙ্গিই । জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছিল 11 টি AK-47 রাইফেল, 3 টি পিস্তল, 29 টি গ্রেনেড । নভেম্বরের 28 তারিখ থেকে শুরু হচ্ছে স্থানীয় জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচন । আট দফায় হবে নির্বাচন প্রক্রিয়া । জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এই নির্বাচনকে বানচাল করার জন্য বড়সড় নাশকতার ছক করেছিল জঙ্গিরা ।

ওই দিনের ঘটনার পরই সন্দেহ দানা বাঁধে বাহিনীর আধিকারিকদের মধ্যে । অনুমান করা হয়, জঙ্গিরা ভারতে ঢোকার জন্য কোনও সুড়ঙ্গপথ ব্যবহার করছে । সূত্রের খবর, শুক্রবার থেকে এই ধরনের সুড়ঙ্গগুলিকে খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছিলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ।

শ্রীনগর, 22 নভেম্বর : কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় সুড়ঙ্গের হদিস পেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । আজ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় টহল দেওয়ার সময় সুরঙ্গটি সন্ধান পান । বাহিনীর আধিকারিক সূত্রে খবর, পাকিস্তান থেকে ভারতে চোরাপথে অনুপ্রবেশের জন্য সুরঙ্গটি ব্যবহার করছিল জইশ-ই-মহম্মদের জঙ্গিরা ।

কিছুদিন আগে নাগরোটায় বান টোল প্লাজ়ার কাছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হাতে যে চার জঙ্গি নিকেশ হয়েছিল, তারাও সাম্বা সেক্টর দিয়েই পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ।

কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় মিলল সুড়ঙ্গের হদিস

শ্রীনগর- জম্মু জাতীয় সড়কের কাছে বান টোল প্লাজ়ায় কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছিল একটি গাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা । যথাযথ জবাব দিয়েছিলেন জওয়ানরাও । জওয়ানদের গুলিতে নিকেশ হয়েছিল চার জঙ্গিই । জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছিল 11 টি AK-47 রাইফেল, 3 টি পিস্তল, 29 টি গ্রেনেড । নভেম্বরের 28 তারিখ থেকে শুরু হচ্ছে স্থানীয় জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচন । আট দফায় হবে নির্বাচন প্রক্রিয়া । জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এই নির্বাচনকে বানচাল করার জন্য বড়সড় নাশকতার ছক করেছিল জঙ্গিরা ।

ওই দিনের ঘটনার পরই সন্দেহ দানা বাঁধে বাহিনীর আধিকারিকদের মধ্যে । অনুমান করা হয়, জঙ্গিরা ভারতে ঢোকার জন্য কোনও সুড়ঙ্গপথ ব্যবহার করছে । সূত্রের খবর, শুক্রবার থেকে এই ধরনের সুড়ঙ্গগুলিকে খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছিলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ।

Last Updated : Nov 22, 2020, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.