ETV Bharat / bharat

জম্মুতে 150 মিটার লম্বা সুড়ঙ্গের খোঁজ

আজ বিএসএফের তরফে সীমান্তে গোপন সুড়ঙ্গ খোঁজার অভিযানে নামা হয় ৷ সেই অভিযানের সময়ই পাকিস্তান থেকে জম্মুর পানসারের হীরানগর সেক্টরের কাছে এই সুড়ঙ্গটির হদিস মেলে ৷দশদিন এটি দ্বিতীয় সুড়ঙ্গ হলেও ছ’মাসের মধ্য়ে এ নিয়ে মোট 4 টি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সেনা ৷ যা পাকিস্তান থেকে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর জন্য় ব্য়বহার করা হত বলেই ধারণা সেনার ৷

bsf-detects-another-tunnel-in-the-area-of-pansar-jammu-today
জম্মুতে 150 মিটার লম্বা সুড়ঙ্গের খোঁজ পেল বিএসএফ, 10 দিন দ্বিতীয়
author img

By

Published : Jan 23, 2021, 5:26 PM IST

কাশ্মীর, 23 জানুয়ারি : পাকিস্তান থেকে ভারতে প্রায় 150 মিটার লম্বা সুড়ঙ্গের হদিস পেল বিএসএফ ৷ জম্মুর পানসারে এই সুড়ঙ্গ খুঁজে পেয়েছে জওয়ানরা ৷ সুড়ঙ্গটি 150 মিটার লম্বা এবং 30 ফুট গভীর ৷ গত দশদিনের মধ্য়ে এই নিয়ে মোট দু’টি সুড়ঙ্গের হদিস পেল বিএসএফ ৷ এর আগের সুড়ঙ্গটি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় পাওয়া গিয়েছিল ৷

আজ বিএসএফের তরফে সীমান্তে গোপন সুড়ঙ্গ খোঁজার অভিযানে নামা হয় ৷ সেই অভিযানের সময়ই পাকিস্তান থেকে জম্মুর পানসারের হীরানগর সেক্টরের কাছে সুড়ঙ্গটির হদিস মেলে ৷ গত দশদিন এটি দ্বিতীয় সুড়ঙ্গ হলেও ছ’মাসের মধ্য়ে এ নিয়ে মোট 4 টি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সেনা ৷ যা পাকিস্তান থেকে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর জন্য় ব্য়বহার করা হত বলেই ধারণা সেনার ৷ এর আগের 150 মিটার লম্বা সুড়ঙ্গটি 13 জানুয়ারি হীরানগর সেক্টরের বোবিয়ান গ্রামে পাওয়া গিয়েছিল ৷ তবে, গত একদশকে মোট এমন 10টি সুড়ঙ্গের খোঁজ বিএসএফের জওয়ানরা পেয়েছেন ৷

আরও পড়ুন : পুলওয়ামায় খতম 3 জইশ জঙ্গি, এলাকায় বন্ধ ইন্টারনেট

বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, আজকের খোঁজ পাওয়া সুড়ঙ্গটি পাকিস্তানের দিক থেকে মাটির প্রায় 30 ফুট নিচ দিয়ে এসেছে ৷ যার ভিতরটি 3 মিটার চওড়া বলে প্রাথমিকভাবে মনে করছে বিএসএফ ৷

কাশ্মীর, 23 জানুয়ারি : পাকিস্তান থেকে ভারতে প্রায় 150 মিটার লম্বা সুড়ঙ্গের হদিস পেল বিএসএফ ৷ জম্মুর পানসারে এই সুড়ঙ্গ খুঁজে পেয়েছে জওয়ানরা ৷ সুড়ঙ্গটি 150 মিটার লম্বা এবং 30 ফুট গভীর ৷ গত দশদিনের মধ্য়ে এই নিয়ে মোট দু’টি সুড়ঙ্গের হদিস পেল বিএসএফ ৷ এর আগের সুড়ঙ্গটি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় পাওয়া গিয়েছিল ৷

আজ বিএসএফের তরফে সীমান্তে গোপন সুড়ঙ্গ খোঁজার অভিযানে নামা হয় ৷ সেই অভিযানের সময়ই পাকিস্তান থেকে জম্মুর পানসারের হীরানগর সেক্টরের কাছে সুড়ঙ্গটির হদিস মেলে ৷ গত দশদিন এটি দ্বিতীয় সুড়ঙ্গ হলেও ছ’মাসের মধ্য়ে এ নিয়ে মোট 4 টি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সেনা ৷ যা পাকিস্তান থেকে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর জন্য় ব্য়বহার করা হত বলেই ধারণা সেনার ৷ এর আগের 150 মিটার লম্বা সুড়ঙ্গটি 13 জানুয়ারি হীরানগর সেক্টরের বোবিয়ান গ্রামে পাওয়া গিয়েছিল ৷ তবে, গত একদশকে মোট এমন 10টি সুড়ঙ্গের খোঁজ বিএসএফের জওয়ানরা পেয়েছেন ৷

আরও পড়ুন : পুলওয়ামায় খতম 3 জইশ জঙ্গি, এলাকায় বন্ধ ইন্টারনেট

বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, আজকের খোঁজ পাওয়া সুড়ঙ্গটি পাকিস্তানের দিক থেকে মাটির প্রায় 30 ফুট নিচ দিয়ে এসেছে ৷ যার ভিতরটি 3 মিটার চওড়া বলে প্রাথমিকভাবে মনে করছে বিএসএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.