ETV Bharat / bharat

Murder of Bride for Dowry: যৌতুকের দাবিতে বধূ খুন, হাত কেটে লাশ জলে ভাসিয়ে দিল শ্বশুরবাড়ির লোকেরা - যৌতুকের দাবিতে বধূ খুন

এক সপ্তাহ আগে যৌতুকের জন্য মেয়ের হাত কেটে ফেলা হয় । তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি । শ্বশুরবাড়ি থেকে অভিযোগ করা হয়, টাকা নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন (Murder of Bride in Chhapra)। দিনদু'য়েক পর তাজপুর গ্রামের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন গ্রামবাসীরা (Murder Of Bride For Dowry In Chhapra ) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 10, 2022, 9:35 PM IST

ছাপড়া (বিহার), 10 ডিসেম্বর: বিহারের ছাপড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । জানা গিয়েছে, ঘটনাটি যৌতুক সংক্রান্ত । নিহতের বাবা জানিয়েছে, এক সপ্তাহ আগে যৌতুকের জন্য মেয়ের হাত কেটে ফেলা হয় । এমনকি হাত কাটার ভিডিয়োও তৈরি করে পাঠানো হয়েছে । তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কাজল দেবী । পরে গ্রামের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার হয় । ঘটনাটি মাঝি থানার অন্তর্গত তাজপুর গ্রামের (Murder Of Bride For Dowry In Chhapra )।

জানা গিয়েছে, 8 মাস আগে তাজপুর সালেমপুরের বাসিন্দা পঙ্কজ মাহাতোর সঙ্গে কাজল দেবীর বিয়ে হয় । বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর উপর অত্যাচার করা হচ্ছিল । প্রায় এক সপ্তাহ আগে নিহতের বাবা ও মামা একটি ভিডিয়ো পান । যেখানে মৃত কাজল দেবীর হাত কেটে ফেলার বীভৎস দৃশ্য ছিল (Murder of Bride in Chhapra) ।

তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি । শ্বশুরবাড়ি থেকে অভিযোগ করা হয়, টাকা নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন । দিনদু'য়েক পর তাজপুর গ্রামের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন গ্রামবাসীরা । পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । মাঝি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । নিহতের স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

সদর ডিএসপি এমপি সিং বলেন, "আমরা ঘটনাটি তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলাম । পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে । তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

ছাপড়া (বিহার), 10 ডিসেম্বর: বিহারের ছাপড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । জানা গিয়েছে, ঘটনাটি যৌতুক সংক্রান্ত । নিহতের বাবা জানিয়েছে, এক সপ্তাহ আগে যৌতুকের জন্য মেয়ের হাত কেটে ফেলা হয় । এমনকি হাত কাটার ভিডিয়োও তৈরি করে পাঠানো হয়েছে । তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কাজল দেবী । পরে গ্রামের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার হয় । ঘটনাটি মাঝি থানার অন্তর্গত তাজপুর গ্রামের (Murder Of Bride For Dowry In Chhapra )।

জানা গিয়েছে, 8 মাস আগে তাজপুর সালেমপুরের বাসিন্দা পঙ্কজ মাহাতোর সঙ্গে কাজল দেবীর বিয়ে হয় । বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর উপর অত্যাচার করা হচ্ছিল । প্রায় এক সপ্তাহ আগে নিহতের বাবা ও মামা একটি ভিডিয়ো পান । যেখানে মৃত কাজল দেবীর হাত কেটে ফেলার বীভৎস দৃশ্য ছিল (Murder of Bride in Chhapra) ।

তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি । শ্বশুরবাড়ি থেকে অভিযোগ করা হয়, টাকা নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন । দিনদু'য়েক পর তাজপুর গ্রামের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন গ্রামবাসীরা । পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । মাঝি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । নিহতের স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

সদর ডিএসপি এমপি সিং বলেন, "আমরা ঘটনাটি তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলাম । পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে । তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.