ছাপড়া (বিহার), 10 ডিসেম্বর: বিহারের ছাপড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । জানা গিয়েছে, ঘটনাটি যৌতুক সংক্রান্ত । নিহতের বাবা জানিয়েছে, এক সপ্তাহ আগে যৌতুকের জন্য মেয়ের হাত কেটে ফেলা হয় । এমনকি হাত কাটার ভিডিয়োও তৈরি করে পাঠানো হয়েছে । তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কাজল দেবী । পরে গ্রামের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার হয় । ঘটনাটি মাঝি থানার অন্তর্গত তাজপুর গ্রামের (Murder Of Bride For Dowry In Chhapra )।
জানা গিয়েছে, 8 মাস আগে তাজপুর সালেমপুরের বাসিন্দা পঙ্কজ মাহাতোর সঙ্গে কাজল দেবীর বিয়ে হয় । বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর উপর অত্যাচার করা হচ্ছিল । প্রায় এক সপ্তাহ আগে নিহতের বাবা ও মামা একটি ভিডিয়ো পান । যেখানে মৃত কাজল দেবীর হাত কেটে ফেলার বীভৎস দৃশ্য ছিল (Murder of Bride in Chhapra) ।
তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি । শ্বশুরবাড়ি থেকে অভিযোগ করা হয়, টাকা নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন । দিনদু'য়েক পর তাজপুর গ্রামের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন গ্রামবাসীরা । পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । মাঝি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । নিহতের স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ
সদর ডিএসপি এমপি সিং বলেন, "আমরা ঘটনাটি তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলাম । পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে । তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"