নয়াদিল্লি, 11 মার্চ: আবগারি দুর্নীতিতে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ইডি তাঁকে তলব করেছিল ৷ শনিবার সকালে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা রাজধানীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে হাজিরা দিলেন ৷ দিল্লির আবগারি দুর্নীতি বিষয়ে জেরা করে তাঁর বয়ান রেকর্ড করবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এর আগে তাঁর এক পরিচিতকে গ্রেফতার করেছে ইডি ৷ তাই কে কবিতা ও তাঁর পরিচিতকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে (BRS leader K Kavitha deposed before the Enforcement Directorate, ED) ৷
বিআরএস নেত্রী কবিতা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে ৷ কেসিআর দেশের মধ্যে অন্যতম বিজেপি-বিরোধী নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন ৷ আজ সকাল 11টা নাগাদ তুঘলক রোডে বাবার বাড়ি থেকে তদন্তকারী সংস্থার প্রধান কার্যালয় এপিজে আবদুল কালাম রোডে পৌঁছন কবিতা ৷ এর প্রতিবাদে এপিজে আবদুল কালাম রোডে বিক্ষোভ দেখাতে শুরু করে বিআরএস-এর কর্মীরা ৷ এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর নিরাপত্তারক্ষীরা ৷
-
#WATCH | Delhi: BRS MLC K Kavitha left from the residence of her father, Telangana CM K Chandrashekar Rao, for the ED office amid a gathering of party supporters.
— ANI (@ANI) March 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Source: K Kavitha office) pic.twitter.com/rgBt0rNwIu
">#WATCH | Delhi: BRS MLC K Kavitha left from the residence of her father, Telangana CM K Chandrashekar Rao, for the ED office amid a gathering of party supporters.
— ANI (@ANI) March 11, 2023
(Source: K Kavitha office) pic.twitter.com/rgBt0rNwIu#WATCH | Delhi: BRS MLC K Kavitha left from the residence of her father, Telangana CM K Chandrashekar Rao, for the ED office amid a gathering of party supporters.
— ANI (@ANI) March 11, 2023
(Source: K Kavitha office) pic.twitter.com/rgBt0rNwIu
তেলেঙ্গানায় বিধান পরিষদের সদস্য কে কবিতাকে ইডি 9 মার্চ হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ৷ কিন্তু শুক্রবার তাঁর সারাদিনব্যাপী অনশন করার কথা ছিল ৷ সংসদীয় বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলটি (Women's Reservation Bill) পাশ না-হওয়ার প্রতিবাদে তিনি এই অনশন করেন ৷ তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে অন্য তারিখে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছিলেন কবিতা ৷ ইডি এ সপ্তাহে হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকে গ্রেফতার করে ৷ তাঁর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁকে সমন পাঠিয়েছিল ৷ আর্থিক নয়ছয়ের অভিযোগে কে কবিতার বক্তব্য রেকর্ড করা হবে ৷
এই আবগারি দুর্নীতিতে ইডি এখনও পর্যন্ত দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 12জনকে গ্রেফতার করেছে ৷ কবিতার পরিচিত হিসাবরক্ষক বুচি বাবুর বয়ানও রেকর্ড করেছে এজেন্সি ৷ ইডি সূত্রে খবর, বুচি বাবু জানিয়েছেন, কে কবিতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার মধ্য়ে একটা রাজনৈতিক সমঝোতা চলছিল ৷ এইভাবে 2021 সালের 19-20 মার্চ কে কবিতার সঙ্গে বিজয় নায়ারের যোগাযোগ হয় ৷ আর বিজয় নায়ার কেজরিওয়াল ও সিসোদিয়ার হয়ে কাজ করছিল বলে অভিযোগ ৷
আরও পড়ুন: সিসোদিয়াকে চাপ দিয়ে ভুল নথি সই করাতে চাইছে সিবিআই, অভিযোগ আপের