ETV Bharat / bharat

booster dose of Covid-19 vaccine begins: দেশজুড়ে শুরু বুস্টার ডোজ অভিযান, কারা পাচ্ছেন ? কীভাবে ?

দেশজুড়ে শুরু হল কোভিড টিকার বুস্টার ডোজ (booster dose of Covid-19 vaccine begins) অভিযান ৷ প্রবীণ নাগরিক (booster dose to seniors), স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের প্রিকশনারি ডোজ (precautionary dose) দেওয়া শুরু হয়েছে ৷

booster or "precautionary dose" of Covid-19 vaccine to seniors, health and frontline workers begins
দেশজুড়ে শুরু বুস্টার ডোজ অভিযান, কারা পাচ্ছেন ? কীভাবে ?
author img

By

Published : Jan 10, 2022, 10:52 AM IST

Updated : Jan 10, 2022, 11:17 AM IST

নয়াদিল্লি, 10 জানুয়ারি: আজ থেকে দেশজুড়ে শুরু হল কোভিড 19-এর বিরুদ্ধে নয়া লড়াই ৷ কোভিড টিকার আগাম সতর্কতামূলক ডোজ (precautionary dose) অর্থাৎ বুস্টার ডোজ (booster dose of Covid-19 vaccine begins) দেওয়া শুরু হয়েছে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী ও ষাটোর্ধ্বদের (booster dose to seniors)৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, 1.05 কোটি স্বাস্থ্যকর্মী (booster dose to health workers), 1.09 কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ষাট বছরের ঊর্ধ্বে 2.75 কোটি মানুষ প্রথমে এই বুস্টার ডোজ নেবেন ৷ ষাটোর্ধ্ব যাঁদের কো-মর্বিডিটিজ রয়েছে, অর্থাৎ যে প্রবীণ নাগরিকরা ডায়বিটিস, হাইপারটেনশন ও অন্যান্য ক্রনিক রোগে আক্রান্ত, তাঁদের ডাক্তারের পরামর্শ নিয়ে তৃতীয় ডোজ নিতে বলা হয়েছে ৷ তবে এই ডোজ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করার কোনও প্রয়োজন নেই ৷ যোগ্য ব্যক্তিরা সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে প্রিকশনারি ডোজ নিতে পারবেন ৷

আরও পড়ুন: Corona Update in India : আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার

কোভিডের দ্বিতীয় টিকা ও বুস্টার ডোজের মধ্যে অন্তত 9 মাসের তফাৎ থাকতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ যাঁরা প্রথম দুটি ক্ষেত্রে যে টিকা নিয়েছেন, তৃতীয় ডোজেও তাঁদের সেই টিকাই দেওয়া হবে ৷ যেমন যাঁরা প্রথম দুটি ক্ষেত্রে কোভ্যাকসিনের ডোজ পেয়েছেন, তাঁরা তৃতীয় ডোজেও কোভ্যাকসিনই পাবেন এবং যাঁরা প্রথম দুটি ডোজ কোভিশিল্ডের নিয়েছেন, তাঁরা পাবেন কোভিশিল্ডের তৃতীয় ডোজ ৷ টিকা মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে না ৷ টিকাপ্রাপ্তদের কো-উইন অ্যাকাউন্ট অনুযায়ীই তৃতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রক ৷

আরও পড়ুন : Third Wave In Delhi : দিল্লিতে করোনার কবলে তিন শতাধিক পুলিশকর্মী

ওমিক্রন আতঙ্ক দেশে মাথাচাড়া দেওয়ার পর গত মাসে বুস্টার অর্থাৎ প্রিকশনারি ডোজ অভিযানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্রিটেনের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ওমিক্রনে আক্রান্ত হলে 88 শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া থেকে সুরক্ষা দিতে পারে কোভিডের তৃতীয় টিকা ৷

নয়াদিল্লি, 10 জানুয়ারি: আজ থেকে দেশজুড়ে শুরু হল কোভিড 19-এর বিরুদ্ধে নয়া লড়াই ৷ কোভিড টিকার আগাম সতর্কতামূলক ডোজ (precautionary dose) অর্থাৎ বুস্টার ডোজ (booster dose of Covid-19 vaccine begins) দেওয়া শুরু হয়েছে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী ও ষাটোর্ধ্বদের (booster dose to seniors)৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, 1.05 কোটি স্বাস্থ্যকর্মী (booster dose to health workers), 1.09 কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ষাট বছরের ঊর্ধ্বে 2.75 কোটি মানুষ প্রথমে এই বুস্টার ডোজ নেবেন ৷ ষাটোর্ধ্ব যাঁদের কো-মর্বিডিটিজ রয়েছে, অর্থাৎ যে প্রবীণ নাগরিকরা ডায়বিটিস, হাইপারটেনশন ও অন্যান্য ক্রনিক রোগে আক্রান্ত, তাঁদের ডাক্তারের পরামর্শ নিয়ে তৃতীয় ডোজ নিতে বলা হয়েছে ৷ তবে এই ডোজ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করার কোনও প্রয়োজন নেই ৷ যোগ্য ব্যক্তিরা সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে প্রিকশনারি ডোজ নিতে পারবেন ৷

আরও পড়ুন: Corona Update in India : আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার

কোভিডের দ্বিতীয় টিকা ও বুস্টার ডোজের মধ্যে অন্তত 9 মাসের তফাৎ থাকতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ যাঁরা প্রথম দুটি ক্ষেত্রে যে টিকা নিয়েছেন, তৃতীয় ডোজেও তাঁদের সেই টিকাই দেওয়া হবে ৷ যেমন যাঁরা প্রথম দুটি ক্ষেত্রে কোভ্যাকসিনের ডোজ পেয়েছেন, তাঁরা তৃতীয় ডোজেও কোভ্যাকসিনই পাবেন এবং যাঁরা প্রথম দুটি ডোজ কোভিশিল্ডের নিয়েছেন, তাঁরা পাবেন কোভিশিল্ডের তৃতীয় ডোজ ৷ টিকা মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে না ৷ টিকাপ্রাপ্তদের কো-উইন অ্যাকাউন্ট অনুযায়ীই তৃতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রক ৷

আরও পড়ুন : Third Wave In Delhi : দিল্লিতে করোনার কবলে তিন শতাধিক পুলিশকর্মী

ওমিক্রন আতঙ্ক দেশে মাথাচাড়া দেওয়ার পর গত মাসে বুস্টার অর্থাৎ প্রিকশনারি ডোজ অভিযানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্রিটেনের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ওমিক্রনে আক্রান্ত হলে 88 শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া থেকে সুরক্ষা দিতে পারে কোভিডের তৃতীয় টিকা ৷

Last Updated : Jan 10, 2022, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.