ETV Bharat / bharat

অর্ণব গোস্বামীর জামিনের আবেদন খারিজ

বোম্বে হাইকোর্ট জানিয়েছে, অর্ণব গোস্বামী চাইলে অন্তবর্তীকালীন জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করতে পারেন ।

অর্ণব গোস্বামী
অর্ণব গোস্বামী
author img

By

Published : Nov 9, 2020, 3:20 PM IST

Updated : Nov 9, 2020, 4:21 PM IST

মুম্বই, 9 নভেম্বর : অর্ণব গোস্বামীর জামিনের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট । হাইকোর্ট জানিয়েছে, অর্ণব গোস্বামী চাইলে অন্তবর্তীকালীন জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করতে পারেন । এর আগে হাইকোর্টে অর্ণব গোস্বামী জানিয়েছিলেন, দুই বছর পুরানো মামলাকে পুনরায় খোলা এবং তাঁকে গ্রেপ্তার করা "বেআইনি" ।

বোম্বে হাইকোর্টে আজকের শুনানির আগে অর্ণব গোস্বামী নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন । শুক্রবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে নিম্ন আদালত ।

গত সপ্তাহে 4 নভেম্বর অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ । 2018 সালে আলিবাগে 53 বছর বয়সি ইন্টিরিয়র ডিজ়াইনার আনভে নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েক আত্মহত্যা করেন । সুইসাইড নোটে আনভে লিখেছিলেন, অর্ণব গোস্বামী ও আরও দু'জন তাঁর পাওনা 5.40 কোটি টাকা দেননি, যার জেরে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় তাঁদের ।

2020 সালের মে মাসে আনভে নায়েকের মেয়ে আদন্যা নায়েক অভিযোগ করেছিলেন, আলিবাগ পুলিশ এই মামলার তদন্ত করেনি । এরপরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই মামলায় CID তদন্তের ঘোষণা করেন । অনিল দেশমুখ এরপর বলেছিলেন, "অদন্যা অভিযোগ করেছিলেন, আলিবাগ পুলিশ অর্ণব গোস্বামীর চ্যানেল থেকে বকেয়া পাওনা পরিশোধের অভিযোগের তদন্ত করেনি ।"

নতুন করে মামলা শুরুর পর 4 নভেম্বর (বুধবার) অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ ৷

মুম্বই, 9 নভেম্বর : অর্ণব গোস্বামীর জামিনের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট । হাইকোর্ট জানিয়েছে, অর্ণব গোস্বামী চাইলে অন্তবর্তীকালীন জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করতে পারেন । এর আগে হাইকোর্টে অর্ণব গোস্বামী জানিয়েছিলেন, দুই বছর পুরানো মামলাকে পুনরায় খোলা এবং তাঁকে গ্রেপ্তার করা "বেআইনি" ।

বোম্বে হাইকোর্টে আজকের শুনানির আগে অর্ণব গোস্বামী নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন । শুক্রবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে নিম্ন আদালত ।

গত সপ্তাহে 4 নভেম্বর অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ । 2018 সালে আলিবাগে 53 বছর বয়সি ইন্টিরিয়র ডিজ়াইনার আনভে নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েক আত্মহত্যা করেন । সুইসাইড নোটে আনভে লিখেছিলেন, অর্ণব গোস্বামী ও আরও দু'জন তাঁর পাওনা 5.40 কোটি টাকা দেননি, যার জেরে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় তাঁদের ।

2020 সালের মে মাসে আনভে নায়েকের মেয়ে আদন্যা নায়েক অভিযোগ করেছিলেন, আলিবাগ পুলিশ এই মামলার তদন্ত করেনি । এরপরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই মামলায় CID তদন্তের ঘোষণা করেন । অনিল দেশমুখ এরপর বলেছিলেন, "অদন্যা অভিযোগ করেছিলেন, আলিবাগ পুলিশ অর্ণব গোস্বামীর চ্যানেল থেকে বকেয়া পাওনা পরিশোধের অভিযোগের তদন্ত করেনি ।"

নতুন করে মামলা শুরুর পর 4 নভেম্বর (বুধবার) অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ ৷

Last Updated : Nov 9, 2020, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.