ETV Bharat / bharat

Shraddha Murder Case: ফরিদাবাদের জঙ্গলে উদ্ধার সুটকেসবন্দি দেহখণ্ড কি শ্রদ্ধার ? উত্তর খুঁজছে পুলিশ

শ্রদ্ধা হত্যাকাণ্ডের (Shraddha Murder Case) তদন্তে কি নতুন কোনও প্রমাণ হাতে এল পুলিশের ? হরিয়ানার (Haryana) ফরিদাবাদের (Faridabad) জঙ্গলে উদ্ধার সুটকেসবন্দি দেহখণ্ডে (Body Parts Recovered in Suitcase) বাড়ছে রহস্য ৷

Body Parts Recovered in Suitcase at Faridabad Jungle may have connection with Shraddha Murder Case
Shraddha Murder Case: ফরিদাবাদের জঙ্গলে উদ্ধার সুটকেসবন্দি দেহখণ্ড কি শ্রদ্ধার ? উত্তর খুঁজছে পুলিশ
author img

By

Published : Nov 25, 2022, 4:03 PM IST

ফরিদাবাদ, 25 নভেম্বর: জঙ্গলে কুড়িয়ে পাওয়া সুটকেসের ভিতর মিলল দেহখণ্ড (Body Parts Recovered in Suitcase) ! বৃহস্পতিবার সন্ধেবেলার এই কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার (Haryana) ফরিদাবাদে (Faridabad) ৷ পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের (Shraddha Murder Case) সম্পর্ক থাকতে পারে ৷

ফরিদাবাদ পুলিশ (Faridabad Police) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি পুলিশকে (Delhi Police) এই ঘটনার কথা বিস্তারিতভাবে জানিয়েছে তারা ৷ ফরিদাবাদের সুরজকুণ্ড (Surajkund) এলাকার একটি জঙ্গল থেকে ওই সুটকেসটি উদ্ধার করা হয়েছে ৷ পুলিশের দাবি, সুটকেসের ভিতর প্লাস্টিকের ব্যাগ এবং বস্তায় মুড়ে রাখা হয়েছিল দেহখণ্ড ৷ শুধু তাই নয়, ঠিক যে জায়গায় এই সুটকেসটি উদ্ধার করা হয়, তার কাছেই মেলে বেশ কিছু পোশাক এবং বেল্ট ৷ পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ব্যক্তিকে অন্যত্র খুন করে এই জায়গায় তাঁর দেহখণ্ড ফেলে যাওয়া হয়েছে ৷ নিহতের পরিচয় লোকাতেই এই কাজ করা হয়েছে বলে মনে করছে পুলিশ ৷ তাদের তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতেও একই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ করেনি পুলিশ ? জানতে চেয়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

ফরিদাবাদ পুলিশের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান দিল্লি পুলিশের প্রতিনিধিরা ৷ সূত্রের খবর, দক্ষিণ দিল্লির মেহরাউলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ৷ উল্লেখ্য, শ্রদ্ধা হত্যাকাণ্ডের তদন্তও তারাই করছে ৷ দিল্লি পুলিশও এই ঘটনার সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের যোগসূত্র থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না ৷

সূত্রের দাবি, উদ্ধার হওয়া দেহখণ্ডের মধ্যে ধরের অংশও রয়েছে ৷ সেগুলি অন্তত কয়েক মাস পুরনো ৷ তবে, এই দেহখণ্ড কোনও পুরুষের, নাকি মহিলার, সেটা এখনও স্পষ্ট নয় ৷ যদিও ইতিমধ্যেই এই দেহখণ্ডগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট হাতে এলেই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷ দিল্লি পুলিশের একটি সূত্র এই প্রসঙ্গে জানিয়েছে, উদ্ধার হওয়া দেহখণ্ডের নমুনা ফরিদাবাদ পুলিশও সংরক্ষণ করে রাখছে ৷ যদি দিল্লি পুলিশ এই দেহাংশের ডিএনএ পরীক্ষা (DNA Test) না করায়, তাহলে তারাই তা করবে ৷

ফরিদাবাদ, 25 নভেম্বর: জঙ্গলে কুড়িয়ে পাওয়া সুটকেসের ভিতর মিলল দেহখণ্ড (Body Parts Recovered in Suitcase) ! বৃহস্পতিবার সন্ধেবেলার এই কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার (Haryana) ফরিদাবাদে (Faridabad) ৷ পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের (Shraddha Murder Case) সম্পর্ক থাকতে পারে ৷

ফরিদাবাদ পুলিশ (Faridabad Police) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি পুলিশকে (Delhi Police) এই ঘটনার কথা বিস্তারিতভাবে জানিয়েছে তারা ৷ ফরিদাবাদের সুরজকুণ্ড (Surajkund) এলাকার একটি জঙ্গল থেকে ওই সুটকেসটি উদ্ধার করা হয়েছে ৷ পুলিশের দাবি, সুটকেসের ভিতর প্লাস্টিকের ব্যাগ এবং বস্তায় মুড়ে রাখা হয়েছিল দেহখণ্ড ৷ শুধু তাই নয়, ঠিক যে জায়গায় এই সুটকেসটি উদ্ধার করা হয়, তার কাছেই মেলে বেশ কিছু পোশাক এবং বেল্ট ৷ পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ব্যক্তিকে অন্যত্র খুন করে এই জায়গায় তাঁর দেহখণ্ড ফেলে যাওয়া হয়েছে ৷ নিহতের পরিচয় লোকাতেই এই কাজ করা হয়েছে বলে মনে করছে পুলিশ ৷ তাদের তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতেও একই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ করেনি পুলিশ ? জানতে চেয়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

ফরিদাবাদ পুলিশের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান দিল্লি পুলিশের প্রতিনিধিরা ৷ সূত্রের খবর, দক্ষিণ দিল্লির মেহরাউলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ৷ উল্লেখ্য, শ্রদ্ধা হত্যাকাণ্ডের তদন্তও তারাই করছে ৷ দিল্লি পুলিশও এই ঘটনার সঙ্গে শ্রদ্ধা হত্যাকাণ্ডের যোগসূত্র থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না ৷

সূত্রের দাবি, উদ্ধার হওয়া দেহখণ্ডের মধ্যে ধরের অংশও রয়েছে ৷ সেগুলি অন্তত কয়েক মাস পুরনো ৷ তবে, এই দেহখণ্ড কোনও পুরুষের, নাকি মহিলার, সেটা এখনও স্পষ্ট নয় ৷ যদিও ইতিমধ্যেই এই দেহখণ্ডগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট হাতে এলেই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷ দিল্লি পুলিশের একটি সূত্র এই প্রসঙ্গে জানিয়েছে, উদ্ধার হওয়া দেহখণ্ডের নমুনা ফরিদাবাদ পুলিশও সংরক্ষণ করে রাখছে ৷ যদি দিল্লি পুলিশ এই দেহাংশের ডিএনএ পরীক্ষা (DNA Test) না করায়, তাহলে তারাই তা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.