ETV Bharat / bharat

Kerala Boat Accident Update: কেরলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় গ্রেফতার আত্মগোপন করে থাকা মাঝি

কেরলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় গ্রেফতার হলেন আত্মগোপন করে থাকা মাঝি ৷ দুর্ঘটনার পর থেকে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ ৷

Kerala Boat Accident Update
Kerala Boat Accident Update
author img

By

Published : May 10, 2023, 4:58 PM IST

মালাপ্পুরম, 10 মে: কেরলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নৌকার মাঝিকে গ্রেফতার করল পুলিশ ৷ মালাপ্পুরম জেলার তানুরের সেই ঘটনায় মৃত্যু হয়েছিল 22 জনকে ৷ নৌকার মাঝি দীনেসানকে তানুরের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ । দুর্ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন । সন্দেহভাজন ব্যক্তির খোঁজে জোরদার তল্লাশি অভিযান চলছিল দুর্ঘটনার পর থেকেই ৷ সেই অভিযানেই গ্রেফতার করা হয় মাঝিকে ।

গত রবিবার (07.25.23) তানুরে একটি পর্যটক বোঝাই নৌকা উলটে যায় ৷ সেই ঘটনায় 22 জনের মৃত্যু হয় । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও শিশুরা । দুর্ঘটনায় আহত হয়েছেন 10 জন । সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন পাঁচজন । দুর্ঘটনায় আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তানুরের বাসিন্দা নাসেরের মালিকানাধীন আটলান্টিক নামক নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ নৌকার মালিক ও নাবিকদের অবহেলার কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে ।

জানা গিয়েছে, সেটি ছিল মাছ ধরার নৌকা ৷ তবে সেটিকে পর্যটকবাহী নৌকায় রূপান্তরিত করা হয় এবং তার বহনক্ষমতার থেকে অনেক বেশি লোক তোলা হয় ৷ সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে । সন্ধ্যা 6টা পর্যন্ত নৌকা চলার কথা থাকলেও, সেই নিয়ম লঙ্ঘন করে নৌকা চালানো হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ কারণ দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা 7টায় ৷ এরপর পুলিশ নৌকার মালিক নাসেরকে গ্রেফতার করা হয় । নাসেরকে আত্মগোপনে সহায়তাকারী তিনজনকেও পুলিশ গ্রেফতার করে । ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়েছে ।

দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । পুলিশের একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেছে । মাঝি ও সন্দেহভাজন ব্যক্তিদের খোঁজে চলছিল তল্লাশি ৷ সেই তল্লাশি অভিযানেই বুধবার পুলিশের হাতে ধরা পড়েন আত্মগোপন করে থাকা মাঝি দীনেসান ৷

আরও পড়ুন: ছুটির সন্ধ্যায় বিষাদ নামল নৌকাডুবিতে, কেরলে আজ ঘোষিত সরকারি শোক

মালাপ্পুরম, 10 মে: কেরলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নৌকার মাঝিকে গ্রেফতার করল পুলিশ ৷ মালাপ্পুরম জেলার তানুরের সেই ঘটনায় মৃত্যু হয়েছিল 22 জনকে ৷ নৌকার মাঝি দীনেসানকে তানুরের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ । দুর্ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন । সন্দেহভাজন ব্যক্তির খোঁজে জোরদার তল্লাশি অভিযান চলছিল দুর্ঘটনার পর থেকেই ৷ সেই অভিযানেই গ্রেফতার করা হয় মাঝিকে ।

গত রবিবার (07.25.23) তানুরে একটি পর্যটক বোঝাই নৌকা উলটে যায় ৷ সেই ঘটনায় 22 জনের মৃত্যু হয় । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও শিশুরা । দুর্ঘটনায় আহত হয়েছেন 10 জন । সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন পাঁচজন । দুর্ঘটনায় আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তানুরের বাসিন্দা নাসেরের মালিকানাধীন আটলান্টিক নামক নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ নৌকার মালিক ও নাবিকদের অবহেলার কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে ।

জানা গিয়েছে, সেটি ছিল মাছ ধরার নৌকা ৷ তবে সেটিকে পর্যটকবাহী নৌকায় রূপান্তরিত করা হয় এবং তার বহনক্ষমতার থেকে অনেক বেশি লোক তোলা হয় ৷ সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে । সন্ধ্যা 6টা পর্যন্ত নৌকা চলার কথা থাকলেও, সেই নিয়ম লঙ্ঘন করে নৌকা চালানো হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ কারণ দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা 7টায় ৷ এরপর পুলিশ নৌকার মালিক নাসেরকে গ্রেফতার করা হয় । নাসেরকে আত্মগোপনে সহায়তাকারী তিনজনকেও পুলিশ গ্রেফতার করে । ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়েছে ।

দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । পুলিশের একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেছে । মাঝি ও সন্দেহভাজন ব্যক্তিদের খোঁজে চলছিল তল্লাশি ৷ সেই তল্লাশি অভিযানেই বুধবার পুলিশের হাতে ধরা পড়েন আত্মগোপন করে থাকা মাঝি দীনেসান ৷

আরও পড়ুন: ছুটির সন্ধ্যায় বিষাদ নামল নৌকাডুবিতে, কেরলে আজ ঘোষিত সরকারি শোক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.