ETV Bharat / bharat

Blast at Civil Court: পটনার আদালতে বিস্ফোরণ, আহত 1 পুলিশ অফিসার - বিহারের রাজধনী পটনায় বিস্ফোরণ

বিহারের রাজধানী পটনার সিভিল কোর্টে বিস্ফোরণ(Blast at Civil Court)৷ ঘটনায় আহত এক পুলিশ অফিসার ৷ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত ৷

patna civil court
পটনার আদালতে বিস্ফোরণ
author img

By

Published : Jul 1, 2022, 2:56 PM IST

Updated : Jul 1, 2022, 3:16 PM IST

পটনা, 1 জুলাই: পটনার দেওয়ানি আদালতে বিস্ফোরণ (blast in patna civil court)৷ টেবিলে রাখা গান পাউডার থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আগমকুয়ান থানার এক অফিসার আহত হন ৷ খবর পেয়ে স্থানীয় পীরবাহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ আহত পুলিশ অফিসারকে উদ্ধার করে চিকিৎসার জন্য পিএমসিএইচে পাঠানো হয়েছে ৷

জানা গিয়েছে, দেওয়ানি আদালতে সাক্ষ্য হিসেবে কদমকুয়ান থানার পুলিশ অফিসাররা একটি বোমা এনেছিলেন ৷ সম্প্রতি প্যাটেল হস্টেলে পাওয়া বিস্ফোরকের ক্ষেত্রে এই বোমাটিই ছিল প্রমাণ ৷ যেটি আদালতে নিয়ে আসেন পুলিশ অফিসার ৷ বোমাটি টেবিলের উপর রাখা ছিল ৷ হঠাৎ সেই বোমাটি ফেটে বিস্ফোরণ ঘটে ৷ আর তাতেই আহত হন কদমকুয়ান থানার পরিদর্শক অফিসার ৷ সুধীর কুমার নামে ওই আহত অফিসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এই বিস্ফোরণের জেরে আদালত চত্বরে বিশৃঙ্খলা দেখা দেয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : 'দেশজুড়ে অস্থিরতার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা', ক্ষমা চাইতে নির্দেশ সুপ্রিম কোর্টের

পটনা, 1 জুলাই: পটনার দেওয়ানি আদালতে বিস্ফোরণ (blast in patna civil court)৷ টেবিলে রাখা গান পাউডার থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আগমকুয়ান থানার এক অফিসার আহত হন ৷ খবর পেয়ে স্থানীয় পীরবাহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ আহত পুলিশ অফিসারকে উদ্ধার করে চিকিৎসার জন্য পিএমসিএইচে পাঠানো হয়েছে ৷

জানা গিয়েছে, দেওয়ানি আদালতে সাক্ষ্য হিসেবে কদমকুয়ান থানার পুলিশ অফিসাররা একটি বোমা এনেছিলেন ৷ সম্প্রতি প্যাটেল হস্টেলে পাওয়া বিস্ফোরকের ক্ষেত্রে এই বোমাটিই ছিল প্রমাণ ৷ যেটি আদালতে নিয়ে আসেন পুলিশ অফিসার ৷ বোমাটি টেবিলের উপর রাখা ছিল ৷ হঠাৎ সেই বোমাটি ফেটে বিস্ফোরণ ঘটে ৷ আর তাতেই আহত হন কদমকুয়ান থানার পরিদর্শক অফিসার ৷ সুধীর কুমার নামে ওই আহত অফিসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এই বিস্ফোরণের জেরে আদালত চত্বরে বিশৃঙ্খলা দেখা দেয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : 'দেশজুড়ে অস্থিরতার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা', ক্ষমা চাইতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated : Jul 1, 2022, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.