নয়াদিল্লি, 11 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধনে আসছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি ৷ বুধবার এমনটাই জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার ৷ এদিন তিনি জানান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতা কৃষ্ণগোপাল এবং তিনি আদবানির সঙ্গে দেখা করে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছেন ৷
এদিন অলোক কুমার বলেন যে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে লালকৃষ্ণ আদবানির সফরের সময় তাঁর প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা ও সুবিধা-সহ অন্যান্য ব্যবস্থা করা হবে । তাঁর যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রাখা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22 জানুয়ারি মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করবেন ৷
19 ডিসেম্বর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছিলেন, বয়স ও স্বাস্থ্যের কথা বিচার করে 96 বছর বয়সি এই প্রবীণ নেতাকে রাম মন্দির উদ্বোধনে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ এবার তাঁকে উপস্থিত থাকার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, লালকৃষ্ণ আদবানি রাম মন্দির আন্দোলনের অগ্রভাগে ছিলেন ৷ 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের যুগান্তকারী রায় যায় হিন্দুদের পক্ষে ৷ নিষ্পত্তি হয় কয়েক দশকের পুরনো বিরোধের ৷
এদিকে, প্রভু রামলালার 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস । কংগ্রেসের সিনিয়র কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি এবং অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেকেই 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন । মন্দিরের কর্মকর্তাদের থেকে জানা গিয়েছে, 16 জানুয়ারি থেকে সাতদিনের জন্য অনুষ্ঠান হবে । প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য বৈদিক আচার অনুষ্ঠান শুরু হবে 16 জানুয়ারি ৷ বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত, 22 জানুয়ারি মূল আচার অনুষ্ঠান পালনের দায়িত্বে রয়েছেন ।
আরও পড়ুন :