ETV Bharat / bharat

Ankita Bhandari Case: উত্তরাখণ্ডে নিখোঁজ অঙ্কিতার দেহ উদ্ধার হতেই অভিযুক্তের বাবা-দাদাকে সাসপেন্ড করল বিজেপি - অঙ্কিতা ভান্ডারির দেহ উদ্ধার

বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর শনিবার উত্তরাখণ্ডের তরুণী অঙ্কিতা ভান্ডারির মৃতদেহ উদ্ধার হয় (Ankita Bhandari Body Found) ৷ এই ঘটনা নিয়ে গত কয়েকদিন উত্তাল ছিল উত্তর ভারতের ওই রাজ্য ৷ দেহ উদ্ধার হতেই তড়িঘড়ি মূল অভিযুক্তের বাবা ও দাদাকে সাসপেন্ড করল বিজেপি (BJP Suspends Two Leader in Uttarakhand) ৷

BJP suspends father and brother of accused in Ankita Bhandari Case
Ankita Bhandari Case: উত্তরাখণ্ডে নিখোঁজ অঙ্কিতার দেহ উদ্ধার হতেই অভিযুক্তের বাবা-দাদাকে সাসপেন্ড করল বিজেপি
author img

By

Published : Sep 24, 2022, 4:06 PM IST

Updated : Sep 24, 2022, 4:36 PM IST

দেরাদুন, 24 সেপ্টেম্বর : অঙ্কিতা ভান্ডারির দেহ উদ্ধার (Ankita Bhandari Body Found) হতেই উত্তরাখণ্ডের দু’জন নেতাকে সাসপেন্ড করল বিজেপি (BJP) ৷ বছর ঊনিশের তরুণী অঙ্কিতার হত্যায় অভিযুক্ত পুলকিত ৷ তাঁর বাবা বিনোদ আর্য উত্তরাখণ্ডে বিজেপির নেতা ও ওবিসি মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ৷ তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি ৷ একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে বিনোদের আরেক ছেলে অঙ্কিতকেও ৷ অঙ্কিত উত্তরাখণ্ডের বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷

জানা গিয়েছে যে অঙ্কিতা একটি রিসর্টের কর্মী ছিলেন ৷ তাঁর বাড়ি শ্রীকোটের দোভে এলাকায় ৷ আর রিসর্টটি উত্তরাখণ্ডের পারুই গারওয়ালে অবস্থিত ৷ রিসর্টের মালিক বিনোদ আর্যর ছেলে পুলকিত ৷ গত 18 সেপ্টেম্বর অঙ্কিতা নিখোঁজ হয়ে যান ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই এই ইস্য়ুতে উত্তপ্ত হয়েছে উত্তরাখণ্ডের ওই এলাকা ৷ বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে ৷

এর মধ্যে শনিবার সকালে চিল্লা ক্যানাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার হয় ৷ এই নিয়ে টুইটারে দুঃখপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ তবে আগেই এই ঘটনায় তিনি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছেন ৷ সেই সিটের মাথায় রয়েছেন ওই রাজ্যের ডিআইজি পদমর্যাদার আধিকারিক পি রেনুকা দেবী ৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভেঙে ফেলা হয়েছে ওই রিসর্টটিও ৷

পুলিশের বিরুদ্ধেও এই ঘটনায় অসহযোগিতার অভিযোগ উঠেছে ৷ 21 তারিখ প্রশাসনের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে তবে অঙ্কিতার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয় বলে দাবি তাঁর পরিবারের ৷ তার পর পুলিশ সক্রিয় হয় বলে অভিযোগ ৷

তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে ৷ তারাই অঙ্কিতাকে খুনের বিষয়টি জেরায় স্বীকার করে বলে পুলিশের দাবি ৷ তাদের দেওয়া তথ্য থেকেই শনিবার অঙ্কিতার দেহ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন : অঙ্কিতা ভাণ্ডারি খুনে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হল ঋষিকেশের রিসর্ট

দেরাদুন, 24 সেপ্টেম্বর : অঙ্কিতা ভান্ডারির দেহ উদ্ধার (Ankita Bhandari Body Found) হতেই উত্তরাখণ্ডের দু’জন নেতাকে সাসপেন্ড করল বিজেপি (BJP) ৷ বছর ঊনিশের তরুণী অঙ্কিতার হত্যায় অভিযুক্ত পুলকিত ৷ তাঁর বাবা বিনোদ আর্য উত্তরাখণ্ডে বিজেপির নেতা ও ওবিসি মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ৷ তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি ৷ একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে বিনোদের আরেক ছেলে অঙ্কিতকেও ৷ অঙ্কিত উত্তরাখণ্ডের বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷

জানা গিয়েছে যে অঙ্কিতা একটি রিসর্টের কর্মী ছিলেন ৷ তাঁর বাড়ি শ্রীকোটের দোভে এলাকায় ৷ আর রিসর্টটি উত্তরাখণ্ডের পারুই গারওয়ালে অবস্থিত ৷ রিসর্টের মালিক বিনোদ আর্যর ছেলে পুলকিত ৷ গত 18 সেপ্টেম্বর অঙ্কিতা নিখোঁজ হয়ে যান ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই এই ইস্য়ুতে উত্তপ্ত হয়েছে উত্তরাখণ্ডের ওই এলাকা ৷ বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে ৷

এর মধ্যে শনিবার সকালে চিল্লা ক্যানাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার হয় ৷ এই নিয়ে টুইটারে দুঃখপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ তবে আগেই এই ঘটনায় তিনি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছেন ৷ সেই সিটের মাথায় রয়েছেন ওই রাজ্যের ডিআইজি পদমর্যাদার আধিকারিক পি রেনুকা দেবী ৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভেঙে ফেলা হয়েছে ওই রিসর্টটিও ৷

পুলিশের বিরুদ্ধেও এই ঘটনায় অসহযোগিতার অভিযোগ উঠেছে ৷ 21 তারিখ প্রশাসনের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে তবে অঙ্কিতার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয় বলে দাবি তাঁর পরিবারের ৷ তার পর পুলিশ সক্রিয় হয় বলে অভিযোগ ৷

তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে ৷ তারাই অঙ্কিতাকে খুনের বিষয়টি জেরায় স্বীকার করে বলে পুলিশের দাবি ৷ তাদের দেওয়া তথ্য থেকেই শনিবার অঙ্কিতার দেহ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন : অঙ্কিতা ভাণ্ডারি খুনে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হল ঋষিকেশের রিসর্ট

Last Updated : Sep 24, 2022, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.