ETV Bharat / bharat

Municipal Election : রাজ্য-পুলিশে ভরসা নেই, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাইলেন বিজেপির রাজ্য সভাপতি - BJP state president demanded a central force

রাজ্য প্রশাসনের পুলিশ দিয়ে স্বচ্ছ ভোট হবে না। কেন্দ্রীয় বাহিনী চাইব। এই পুলিশ নিরপেক্ষ নয়। প্রয়োজনে আদালতে যাব। আজ রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

By Election
রাজ্য-পুলিশে ভরসা নেই, উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চাইলেন বিজেপির রাজ্য সভাপতি
author img

By

Published : Oct 20, 2021, 10:18 PM IST

কলকাতা, 20 অক্টোবর : 30 অক্টোবর রাজ্যের চার কেন্দ্র- দিনহাটা, গোসাবা, খড়দহ ও শান্তিপুরে উপনির্বাচন । নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্য়ে মোতায়েন করা হয়েছে মোট 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । এবার পুরভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "রাজ্য প্রশাসনের পুলিশ দিয়ে স্বচ্ছ ভোট হবে না । কেন্দ্রীয় বাহিনী চাইব । এই পুলিশ নিরপেক্ষ নয় । প্রয়োজনে আদালতে যাব ।"

আরও পড়ুন : Ayodhya : ভুয়ো মার্কশিটে কলেজে ভর্তি, 28 বছর আগের মামলায় কারাদণ্ড বিজেপি বিধায়কের

বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে থেকেই আমরা পুরভোট চাইছি । রাজ্য সরকার চায়নি । তৃণমূল স্পন্সরড হিংসা চলার পর ভোট করার ইচ্ছা ছিল হয়ত । আমরা বেশ কিছু পুরসভায় ভাল অবস্থায় আছি । আমরা জয়ের ব্যাপারেও আশাবাদী । আমরা হয়ত প্রথমবার প্রচুর পুরসভায় একসঙ্গে ক্ষমতায় আসব ।"

আরও পড়ুন : দেশের লুটেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির

আর জি কর হসপিটালে অসুস্থ চিকিৎসক ইস্যুতে সুকান্ত মজুমদার বলেন, "একজন অসুস্থ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি । স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল পাঠানো উচিত ছিল । আমরা ওদের দাবির পাশে আছি ৷ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নাক গলাব না । তবে পড়ুয়ারা চাইলে আমরা দলগতভাবে ওদের পাশে থাকব ।"

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বিজেপির ষড়যন্ত্র ? সৌগত রায়ের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ষড়যন্ত্র আছে কিনা জানি না । বাঙালি হিসেবে আমরা বাংলাদেশে আক্রান্তদের পাশে থাকব । বাঙালি হিসেবে তৃণমূল নাকি আমাদের থেকে বেশি বাঙালি । তাদের তো আগে সরব হওয়া উচিত ছিল ।" হিন্দুদের উপর আক্রমণ নিয়ে অপর্ণা সেনও টুইট করেছেন । সুকান্ত মজুমদার বলেন, "আমরা আশা করেছিলাম, অপর্ণা সেন ও অন্যান্যরা আরও আগে প্রতিক্রিয়া দেবেন । কিন্তু পরে হলেও করেছেন ৷ স্বাগত । 18 মাসে বছর হয় না । "

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : 40 শতাংশ আসনে মহিলা প্রার্থী, যোগীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার অস্ত্র নারীশক্তি


অন্যদিকে উত্তরবঙ্গে ধসে অনেকে আটকে গিয়েছেন। এই বিষয়ে পদ্মশিবিরের রাজ্য সভাপতি বলেন, "মালদহের একজন মারা গিয়েছেন । বিজেপির সিকিম ইউনিটের কোষাধ্যক্ষ ওদের পাশে আছেন । আমাদের বিধায়কদের সচেতন থাকতে বলেছি । সরকার ও প্রশাসনের ভূমিকা ভাল নয় । কেন্দ্রীয় সরকারকে ম্যাচিং গ্রান্ট দিতে পারেনি রাজ্য । বিভিন্ন এলাকায় বন্যাতে ভয়াবহ পরিস্থতি । অবিলম্বে রাস্তা-ব্রিজের কাজ শুরু হোক ।"

কলকাতা, 20 অক্টোবর : 30 অক্টোবর রাজ্যের চার কেন্দ্র- দিনহাটা, গোসাবা, খড়দহ ও শান্তিপুরে উপনির্বাচন । নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্য়ে মোতায়েন করা হয়েছে মোট 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । এবার পুরভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "রাজ্য প্রশাসনের পুলিশ দিয়ে স্বচ্ছ ভোট হবে না । কেন্দ্রীয় বাহিনী চাইব । এই পুলিশ নিরপেক্ষ নয় । প্রয়োজনে আদালতে যাব ।"

আরও পড়ুন : Ayodhya : ভুয়ো মার্কশিটে কলেজে ভর্তি, 28 বছর আগের মামলায় কারাদণ্ড বিজেপি বিধায়কের

বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে থেকেই আমরা পুরভোট চাইছি । রাজ্য সরকার চায়নি । তৃণমূল স্পন্সরড হিংসা চলার পর ভোট করার ইচ্ছা ছিল হয়ত । আমরা বেশ কিছু পুরসভায় ভাল অবস্থায় আছি । আমরা জয়ের ব্যাপারেও আশাবাদী । আমরা হয়ত প্রথমবার প্রচুর পুরসভায় একসঙ্গে ক্ষমতায় আসব ।"

আরও পড়ুন : দেশের লুটেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির

আর জি কর হসপিটালে অসুস্থ চিকিৎসক ইস্যুতে সুকান্ত মজুমদার বলেন, "একজন অসুস্থ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি । স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল পাঠানো উচিত ছিল । আমরা ওদের দাবির পাশে আছি ৷ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নাক গলাব না । তবে পড়ুয়ারা চাইলে আমরা দলগতভাবে ওদের পাশে থাকব ।"

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বিজেপির ষড়যন্ত্র ? সৌগত রায়ের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ষড়যন্ত্র আছে কিনা জানি না । বাঙালি হিসেবে আমরা বাংলাদেশে আক্রান্তদের পাশে থাকব । বাঙালি হিসেবে তৃণমূল নাকি আমাদের থেকে বেশি বাঙালি । তাদের তো আগে সরব হওয়া উচিত ছিল ।" হিন্দুদের উপর আক্রমণ নিয়ে অপর্ণা সেনও টুইট করেছেন । সুকান্ত মজুমদার বলেন, "আমরা আশা করেছিলাম, অপর্ণা সেন ও অন্যান্যরা আরও আগে প্রতিক্রিয়া দেবেন । কিন্তু পরে হলেও করেছেন ৷ স্বাগত । 18 মাসে বছর হয় না । "

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : 40 শতাংশ আসনে মহিলা প্রার্থী, যোগীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার অস্ত্র নারীশক্তি


অন্যদিকে উত্তরবঙ্গে ধসে অনেকে আটকে গিয়েছেন। এই বিষয়ে পদ্মশিবিরের রাজ্য সভাপতি বলেন, "মালদহের একজন মারা গিয়েছেন । বিজেপির সিকিম ইউনিটের কোষাধ্যক্ষ ওদের পাশে আছেন । আমাদের বিধায়কদের সচেতন থাকতে বলেছি । সরকার ও প্রশাসনের ভূমিকা ভাল নয় । কেন্দ্রীয় সরকারকে ম্যাচিং গ্রান্ট দিতে পারেনি রাজ্য । বিভিন্ন এলাকায় বন্যাতে ভয়াবহ পরিস্থতি । অবিলম্বে রাস্তা-ব্রিজের কাজ শুরু হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.