কলকাতা, 20 অক্টোবর : 30 অক্টোবর রাজ্যের চার কেন্দ্র- দিনহাটা, গোসাবা, খড়দহ ও শান্তিপুরে উপনির্বাচন । নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্য়ে মোতায়েন করা হয়েছে মোট 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । এবার পুরভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "রাজ্য প্রশাসনের পুলিশ দিয়ে স্বচ্ছ ভোট হবে না । কেন্দ্রীয় বাহিনী চাইব । এই পুলিশ নিরপেক্ষ নয় । প্রয়োজনে আদালতে যাব ।"
আরও পড়ুন : Ayodhya : ভুয়ো মার্কশিটে কলেজে ভর্তি, 28 বছর আগের মামলায় কারাদণ্ড বিজেপি বিধায়কের
বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে থেকেই আমরা পুরভোট চাইছি । রাজ্য সরকার চায়নি । তৃণমূল স্পন্সরড হিংসা চলার পর ভোট করার ইচ্ছা ছিল হয়ত । আমরা বেশ কিছু পুরসভায় ভাল অবস্থায় আছি । আমরা জয়ের ব্যাপারেও আশাবাদী । আমরা হয়ত প্রথমবার প্রচুর পুরসভায় একসঙ্গে ক্ষমতায় আসব ।"
আরও পড়ুন : দেশের লুটেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির
আর জি কর হসপিটালে অসুস্থ চিকিৎসক ইস্যুতে সুকান্ত মজুমদার বলেন, "একজন অসুস্থ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি । স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল পাঠানো উচিত ছিল । আমরা ওদের দাবির পাশে আছি ৷ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নাক গলাব না । তবে পড়ুয়ারা চাইলে আমরা দলগতভাবে ওদের পাশে থাকব ।"
বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বিজেপির ষড়যন্ত্র ? সৌগত রায়ের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ষড়যন্ত্র আছে কিনা জানি না । বাঙালি হিসেবে আমরা বাংলাদেশে আক্রান্তদের পাশে থাকব । বাঙালি হিসেবে তৃণমূল নাকি আমাদের থেকে বেশি বাঙালি । তাদের তো আগে সরব হওয়া উচিত ছিল ।" হিন্দুদের উপর আক্রমণ নিয়ে অপর্ণা সেনও টুইট করেছেন । সুকান্ত মজুমদার বলেন, "আমরা আশা করেছিলাম, অপর্ণা সেন ও অন্যান্যরা আরও আগে প্রতিক্রিয়া দেবেন । কিন্তু পরে হলেও করেছেন ৷ স্বাগত । 18 মাসে বছর হয় না । "
আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : 40 শতাংশ আসনে মহিলা প্রার্থী, যোগীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার অস্ত্র নারীশক্তি
অন্যদিকে উত্তরবঙ্গে ধসে অনেকে আটকে গিয়েছেন। এই বিষয়ে পদ্মশিবিরের রাজ্য সভাপতি বলেন, "মালদহের একজন মারা গিয়েছেন । বিজেপির সিকিম ইউনিটের কোষাধ্যক্ষ ওদের পাশে আছেন । আমাদের বিধায়কদের সচেতন থাকতে বলেছি । সরকার ও প্রশাসনের ভূমিকা ভাল নয় । কেন্দ্রীয় সরকারকে ম্যাচিং গ্রান্ট দিতে পারেনি রাজ্য । বিভিন্ন এলাকায় বন্যাতে ভয়াবহ পরিস্থতি । অবিলম্বে রাস্তা-ব্রিজের কাজ শুরু হোক ।"