ETV Bharat / bharat

Maharashtra Assembly : দলের 12 বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে বিধানসভার বাইরে সমান্তরাল অধিবেশন বিজেপির - বিজেপি বিধায়ক কালীদাস কোলাম্বকর

অধিবেশন চলাকালীন গন্ডগোল করার অভিযোগে 12 জন বিজেপি বিধায়ককে এক বছরের জন্য মহারাষ্ট্র বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে ৷ তারই প্রতিবাদে মঙ্গলবার সমান্তরাল অধিবেশন করে বিজেপি ৷ বিধানসভার বাইরেই এই কর্মসূচিতে সামিল হন বিজেপি বিধায়করা ৷

BJP starts parallel session outside Maharashtra Assembly in protest against  MLA suspension
Maharashtra Assembly : দলের 12 বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে বিধানসভার বাইরে সমান্তরাল অধিবেশন বিজেপির
author img

By

Published : Jul 6, 2021, 5:01 PM IST

মুম্বই, 6 জুলাই : 12 জন বিজেপি বিধায়ককে এক বছরের জন্য মহারাষ্ট্র বিধানসভা থেকে বহিষ্কৃত করার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন দলের বাকি বিধায়করা ৷ মঙ্গলবার বিধানসভার বাইরেই একটি সমান্তরাল অধিবেশন চালান তাঁরা ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা (Leader of Opposition in Maharashtra Legislative Council) প্রবীণ দারেকর (Praveen Darekar) ঘোষণা করেন, তাঁদের এই অধিবেশনে স্পিকারের দায়িত্বে থাকবেন বিজেপি বিধায়ক কালীদাস কোলাম্বকর (Kalidas Kolambkar) ৷

আরও পড়ুন : BJP-Shiv Sena relation : বিজেপি-শিবসেনার সম্পর্ককে আমির-কিরণের বন্ধুত্বের সঙ্গে তুলনা সঞ্জয় রাউতের

বিধানসভার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশও (Devendra Fadnavis) এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৷ তারও আগে একই ইস্যুকে সামনে রেখে বিধানসভার ভিতরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ সেই বিক্ষোভে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়টিও তুলে ধরা হয় ৷ মুম্বইয়ের এইসব কর্মসূচির পাশাপাশি নাগপুরেও এদিন বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা ৷ সেখানে রাজ্য়ের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Chief Minister Uddhav Thackeray) কুশপুতুল পোড়ানো হয় ৷

প্রসঙ্গত, সোমবারই বিজেপির 12 জন বিধায়ককে এক বছরের জন্য মহারাষ্ট্র বিনধানসভা থেকে বহিষ্কৃত করা হয় ৷ স্পিকারের চেয়ারে থাকা ভাস্কর যাদবের (Speaker in-chair Bhaskar Jadhav) অভিযোগ, ওই দিন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ-সহ বিজেপি বিধায়করা তাঁকে মারধর করতে তেড়ে আসেন ৷ পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাস্কর বলেন, ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ যার জবাব দেন মন্ত্রী ছগন ভুজবল ৷ তাঁর বক্তব্যের স্বপক্ষে প্রমাণও পেশ করেন মন্ত্রী ৷ ভাস্করের অভিযোগ, এরপরই ঝামেলা শুরু করেন বিজেপি বিধায়করা ৷ আর, তার জেরেই 12 জনকে বহিষ্কার করতে হয় ৷ ইতিমধ্যেই বহিষ্কৃত এই 12 জন বিধায়ক রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির (Governor Bhagat Singh Koshyari) সঙ্গে দেখা করেছেন ৷ সোমবারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : মতের অমিল থাকলেও শত্রু নয় শিবসেনা, ফড়নবিশের মন্তব্যে বাড়ল জল্পনা

প্রসঙ্গত, সোমবারের গন্ডগোলের পরই সংশ্লিষ্ট 12 জনকে বহিষ্কার করার জন্য প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী অনিল পরব (Anil Parab) ৷ সংখ্যাগরিষ্ঠ ভোটে সেই প্রস্তাব পাসও হয়ে যায় ৷ আর, তারপর থেকেই প্রতিবাদে সোচ্চার হয় বিজেপি ৷ মঙ্গলবারের সমান্তরাল অধিবেশন সেই প্রতিবাদেরই অংশ বলে জানিয়েছেন বিজেপি বিধায়করা ৷

মুম্বই, 6 জুলাই : 12 জন বিজেপি বিধায়ককে এক বছরের জন্য মহারাষ্ট্র বিধানসভা থেকে বহিষ্কৃত করার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন দলের বাকি বিধায়করা ৷ মঙ্গলবার বিধানসভার বাইরেই একটি সমান্তরাল অধিবেশন চালান তাঁরা ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা (Leader of Opposition in Maharashtra Legislative Council) প্রবীণ দারেকর (Praveen Darekar) ঘোষণা করেন, তাঁদের এই অধিবেশনে স্পিকারের দায়িত্বে থাকবেন বিজেপি বিধায়ক কালীদাস কোলাম্বকর (Kalidas Kolambkar) ৷

আরও পড়ুন : BJP-Shiv Sena relation : বিজেপি-শিবসেনার সম্পর্ককে আমির-কিরণের বন্ধুত্বের সঙ্গে তুলনা সঞ্জয় রাউতের

বিধানসভার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশও (Devendra Fadnavis) এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৷ তারও আগে একই ইস্যুকে সামনে রেখে বিধানসভার ভিতরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ সেই বিক্ষোভে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়টিও তুলে ধরা হয় ৷ মুম্বইয়ের এইসব কর্মসূচির পাশাপাশি নাগপুরেও এদিন বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা ৷ সেখানে রাজ্য়ের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Chief Minister Uddhav Thackeray) কুশপুতুল পোড়ানো হয় ৷

প্রসঙ্গত, সোমবারই বিজেপির 12 জন বিধায়ককে এক বছরের জন্য মহারাষ্ট্র বিনধানসভা থেকে বহিষ্কৃত করা হয় ৷ স্পিকারের চেয়ারে থাকা ভাস্কর যাদবের (Speaker in-chair Bhaskar Jadhav) অভিযোগ, ওই দিন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ-সহ বিজেপি বিধায়করা তাঁকে মারধর করতে তেড়ে আসেন ৷ পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাস্কর বলেন, ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ যার জবাব দেন মন্ত্রী ছগন ভুজবল ৷ তাঁর বক্তব্যের স্বপক্ষে প্রমাণও পেশ করেন মন্ত্রী ৷ ভাস্করের অভিযোগ, এরপরই ঝামেলা শুরু করেন বিজেপি বিধায়করা ৷ আর, তার জেরেই 12 জনকে বহিষ্কার করতে হয় ৷ ইতিমধ্যেই বহিষ্কৃত এই 12 জন বিধায়ক রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির (Governor Bhagat Singh Koshyari) সঙ্গে দেখা করেছেন ৷ সোমবারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : মতের অমিল থাকলেও শত্রু নয় শিবসেনা, ফড়নবিশের মন্তব্যে বাড়ল জল্পনা

প্রসঙ্গত, সোমবারের গন্ডগোলের পরই সংশ্লিষ্ট 12 জনকে বহিষ্কার করার জন্য প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী অনিল পরব (Anil Parab) ৷ সংখ্যাগরিষ্ঠ ভোটে সেই প্রস্তাব পাসও হয়ে যায় ৷ আর, তারপর থেকেই প্রতিবাদে সোচ্চার হয় বিজেপি ৷ মঙ্গলবারের সমান্তরাল অধিবেশন সেই প্রতিবাদেরই অংশ বলে জানিয়েছেন বিজেপি বিধায়করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.