ETV Bharat / bharat

Varun Gandhi : বরুণ দলের নীতি মেনে মন্তব্য করুক, চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব - বিজেপি

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পিলভিটের সাংসদ বিজেপির বরুণ গান্ধি ৷ কিন্তু এই বিতর্ক যাতে না বাড়ে, তাই বিজেপির তরফে বার্তা দেওয়া হয়েছে যে বরুণ-মানেকার বিরুদ্ধে কেউ যেন মুখ না খোলে ৷ তার সঙ্গে বিজেপি চায়, আগামী দিনে বরুণ দলের নীতি মেনেই কোনও প্রতিক্রিয়া দেন ৷

varun-gandhi-looking-for-discipilanary-action-against-him
Varun Gandhi : বরুণ দলের নীতি মেনে মন্তব্য করুক, চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব
author img

By

Published : Oct 12, 2021, 7:48 AM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর : উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri clash) ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পিলভিটের সাংসদ বিজেপির বরুণ গান্ধি (Varun Gandhi) ৷ এমনকী, তাঁর মা মানেকা গান্ধিও এই ঘটনার সমালোচনা করেছেন ৷ এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপির (BJP) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, দলের নীতি মেনেই চলুন বরুণ, এমনটাই চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ পাশাপাশি দলের নেতাদেরও বরুণ-মানেকার মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিতেও নিষেধ করা হয়েছে বলে ওই সূত্রের দাবি ৷

আরও পড়ুন : Aryan Khan : ‘খান’ পদবির জন্যই নিশানায় আরিয়ান, মেহবুবার মন্তব্যে কড়া জবাব বিজেপির

প্রসঙ্গত, কয়েকদিন আগে আন্দোলনকারী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ এই ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি বিরোধী দলগুলি ৷ আর তার মধ্যেই সঞ্জয় গান্ধির ছেলে বরুণ এই ঘটনার রাজনীতিকরণ না করার অনুরোধ জানিয়ে টুইট করেন ৷

সঙ্গে সঙ্গে সেই টুইট বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির হাতিয়ার হয়ে যায় ৷ শিবসেনা তাদের মুখপত্র সামনায় বরুণের প্রতি সমর্থন প্রকাশ করে ৷ বরুণ গান্ধিকে ধন্যবাদ দেওয়ার জন্য কৃষকদের বিশেষ উদ্যোগী হওয়ার পরামর্শও দেয় উদ্ধব ঠাকরের দল ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীপুত্রের তিনদিনের পুলিশ হেফাজত

একদিকে যখন এই সব বিতর্ক চলছে, সেই সময় প্রকাশিত হয় বিজেপির জাতীয় কর্মসমিতির তালিকা ৷ সেই তালিকা সামনে আসতে দেখা যায় মানেকা গান্ধি ও বরুণ গান্ধিকে ওই কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে ৷ স্বাভাবিকভাবেই জল্পনা ছড়ায় যে লখিমপুরের ঘটনার প্রতিবাদ করাতেই ‘শাস্তি’ পেতে হল মা-ছেলেকে ৷

কিন্তু এই বিতর্ক যাতে না বাড়ে, সেই দিকেও বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক জাতীয় নেতা জানিয়েছেন, দলের তরফে বার্তা দেওয়া হয়েছে যে বরুণ-মানেকার বিরুদ্ধে কেউ যেন মুখ না খোলে ৷ কারণ, তাঁরা এখনও বিজেপিতে সম্মানিত নেতা ৷ তার সঙ্গে দল চায় আগামিদিনে বরুণ যে দলের নীতি মেনেই কোনও প্রতিক্রিয়া দেন ৷ এমন কিছু না করেন, যেখানে দলকেই অস্বস্তিতে পড়তে হয় ৷

আরও পড়ুন : Rajouri : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে গিয়ে রাজৌরিতে শহিদ 5 সেনা জওয়ান

যদিও প্রশ্ন উঠছে যে লখিমপুরের ঘটনা নিয়ে দলের মতের বাইরে গিয়েও মন্তব্য করার পরও কেন বরুণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা দল নেবে না ? গেরুয়া শিবিরের সূত্রের খবর, এই নিয়ে বরুণের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনিই জনপ্রিয়তা পেয়ে যাবেন ৷ তাঁর দিকে সহানুভূতির ঝড় উঠতে পারে ৷ উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে যা একেবারেই সুখকর হবে না বিজেপির পক্ষে ৷

নয়াদিল্লি, 12 অক্টোবর : উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri clash) ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পিলভিটের সাংসদ বিজেপির বরুণ গান্ধি (Varun Gandhi) ৷ এমনকী, তাঁর মা মানেকা গান্ধিও এই ঘটনার সমালোচনা করেছেন ৷ এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপির (BJP) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, দলের নীতি মেনেই চলুন বরুণ, এমনটাই চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ পাশাপাশি দলের নেতাদেরও বরুণ-মানেকার মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিতেও নিষেধ করা হয়েছে বলে ওই সূত্রের দাবি ৷

আরও পড়ুন : Aryan Khan : ‘খান’ পদবির জন্যই নিশানায় আরিয়ান, মেহবুবার মন্তব্যে কড়া জবাব বিজেপির

প্রসঙ্গত, কয়েকদিন আগে আন্দোলনকারী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ এই ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি বিরোধী দলগুলি ৷ আর তার মধ্যেই সঞ্জয় গান্ধির ছেলে বরুণ এই ঘটনার রাজনীতিকরণ না করার অনুরোধ জানিয়ে টুইট করেন ৷

সঙ্গে সঙ্গে সেই টুইট বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির হাতিয়ার হয়ে যায় ৷ শিবসেনা তাদের মুখপত্র সামনায় বরুণের প্রতি সমর্থন প্রকাশ করে ৷ বরুণ গান্ধিকে ধন্যবাদ দেওয়ার জন্য কৃষকদের বিশেষ উদ্যোগী হওয়ার পরামর্শও দেয় উদ্ধব ঠাকরের দল ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীপুত্রের তিনদিনের পুলিশ হেফাজত

একদিকে যখন এই সব বিতর্ক চলছে, সেই সময় প্রকাশিত হয় বিজেপির জাতীয় কর্মসমিতির তালিকা ৷ সেই তালিকা সামনে আসতে দেখা যায় মানেকা গান্ধি ও বরুণ গান্ধিকে ওই কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে ৷ স্বাভাবিকভাবেই জল্পনা ছড়ায় যে লখিমপুরের ঘটনার প্রতিবাদ করাতেই ‘শাস্তি’ পেতে হল মা-ছেলেকে ৷

কিন্তু এই বিতর্ক যাতে না বাড়ে, সেই দিকেও বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক জাতীয় নেতা জানিয়েছেন, দলের তরফে বার্তা দেওয়া হয়েছে যে বরুণ-মানেকার বিরুদ্ধে কেউ যেন মুখ না খোলে ৷ কারণ, তাঁরা এখনও বিজেপিতে সম্মানিত নেতা ৷ তার সঙ্গে দল চায় আগামিদিনে বরুণ যে দলের নীতি মেনেই কোনও প্রতিক্রিয়া দেন ৷ এমন কিছু না করেন, যেখানে দলকেই অস্বস্তিতে পড়তে হয় ৷

আরও পড়ুন : Rajouri : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে গিয়ে রাজৌরিতে শহিদ 5 সেনা জওয়ান

যদিও প্রশ্ন উঠছে যে লখিমপুরের ঘটনা নিয়ে দলের মতের বাইরে গিয়েও মন্তব্য করার পরও কেন বরুণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা দল নেবে না ? গেরুয়া শিবিরের সূত্রের খবর, এই নিয়ে বরুণের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনিই জনপ্রিয়তা পেয়ে যাবেন ৷ তাঁর দিকে সহানুভূতির ঝড় উঠতে পারে ৷ উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে যা একেবারেই সুখকর হবে না বিজেপির পক্ষে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.