ETV Bharat / bharat

BJP Received Highest Electoral Bonds: 2021-22 অর্থবর্ষে 1 হাজার 33 কোটির ইলেক্ট্রোরাল বন্ড পেয়েছে বিজেপি - ইলেক্ট্রোরাল বন্ড

শুধুমাত্র ইলেক্ট্রোরাল বন্ডের মাধ্যমেই 2021-22 আর্থিক বছরে বিজেপির আয় হয়েছে 1 হাজার 33 কোটি টাকা (BJP Received Over Rs 1 Crore as Electoral Bonds) ! ওই বছর দলের মোট আয় কত হয় ?

BJP Received highest Electoral Bonds of over Rs 1 Crore in 2021 2022 financial year
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 18, 2023, 6:56 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: 2021-22 অর্থবর্ষে কেন্দ্রের শাসকদলের ভাঁড়ারে কত টাকা এসেছে জানেন ? পরিমাণটা জানলে যে কারও চোখ কপালে উঠবে ! তথ্য বলছে, ওই আর্থিক বছর বিজেপির ঝুলিতে পড়েছে মোট 1 হাজার 917 কোটি টাকা ৷ যার অর্ধেকেরও বেশি তারা পেয়েছে ইলেক্ট্রোরাল বন্ড থেকে ৷ তার পরিমাণ হল, 1 হাজার 33 কোটি টাকা (BJP Received Over Rs 1 Crore as Electoral Bonds) ! এই বিপুল অর্থের মধ্যে সংশ্লিষ্ট অর্থবর্ষে বিজেপির খরচ হয়েছে 854.46 কোটি টাকা ৷

দলের ভাঁড়ার ভরার তালিকায় দু'নম্বরে রয়েছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ৷ জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য দেখে তেমনটাই জানা যাচ্ছে ৷ তবে, তালিকায় দু'নম্বরে থাকলেও তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ বিজেপির থেকে অনেকটাই কম ৷ 2021-22 আর্থিক বছরে কংগ্রেস পেয়েছে মোট 541.27 কোটি টাকা ৷ এর মধ্যে তারা খরচ করেছে 400.41 কোটি টাকা ৷

আরও পড়ুন: খাম্মামে ভারত রাষ্ট্র সমিতির জনসভা, আমন্ত্রিত কেজরিওয়াল-অখিলেশ-বিজয়ন-মান-রাজা

এই দুই দলের নিরিখে সিপিআইয়ের প্রাপ্তিকে নস্যি বললেও বোধ হয় বেশি বলা হয় ! 2021-22 আর্থিক বছরে তারা জোগাড় করতে পেরেছিল মেরেকেটে 2 কোটি 87 লক্ষ টাকা ৷ যার মধ্যে খরচ করা হয়েছে 1 কোটি 18 লক্ষ টাকা ৷ মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভারতের রাজনৈতিক দলগুলির আয় সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতেই এইসব পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ৷

ইলেক্ট্রোরাল বন্ড কী ?

ইলেক্ট্রোরাল বন্ড হল এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে যে কোনও ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান পরিচয় গোপন রেখে যেকোনও রাজনৈতিক দলকে আর্থিক অনুদান দিতে পারে ৷ বিশেষজ্ঞদের একটা বড় অংশই চিরকাল ইলেক্ট্রোরাল বন্ডের সমালোচনা করে এসেছেন ৷ তাঁদের বক্তব্য, এর মাধ্যমে অসাধু ব্যক্তিরা ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলিকে টাকা দিয়ে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে ! এমনকী, এর জেরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াও ব্যাহত হয় বলে মনে করে সংশ্লিষ্ট বিভিন্ন মহল ৷

ইলেক্ট্রোরাল বন্ডের বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজসেবীদের পাশাপাশি সিপিএমের মতো বামপন্থী রাজনৈতিক দলও এর বিরোধিতা করে মামলা রুজু করেছে ৷ তাদের বক্তব্য, রাজনৈতিক দলগুলিকে কে বা কারা, কোন উৎস থেকে অর্জিত অর্থ রাজনৈতিক দলগুলিকে অনুদান হিসাবে দিচ্ছে, তা দেশবাসীর বিস্তারিতভাবে জানার অধিকার রয়েছে ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে নির্বাচন কমিশনের গলাতেও ৷ এমনকী, শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েও তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি: 2021-22 অর্থবর্ষে কেন্দ্রের শাসকদলের ভাঁড়ারে কত টাকা এসেছে জানেন ? পরিমাণটা জানলে যে কারও চোখ কপালে উঠবে ! তথ্য বলছে, ওই আর্থিক বছর বিজেপির ঝুলিতে পড়েছে মোট 1 হাজার 917 কোটি টাকা ৷ যার অর্ধেকেরও বেশি তারা পেয়েছে ইলেক্ট্রোরাল বন্ড থেকে ৷ তার পরিমাণ হল, 1 হাজার 33 কোটি টাকা (BJP Received Over Rs 1 Crore as Electoral Bonds) ! এই বিপুল অর্থের মধ্যে সংশ্লিষ্ট অর্থবর্ষে বিজেপির খরচ হয়েছে 854.46 কোটি টাকা ৷

দলের ভাঁড়ার ভরার তালিকায় দু'নম্বরে রয়েছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ৷ জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য দেখে তেমনটাই জানা যাচ্ছে ৷ তবে, তালিকায় দু'নম্বরে থাকলেও তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ বিজেপির থেকে অনেকটাই কম ৷ 2021-22 আর্থিক বছরে কংগ্রেস পেয়েছে মোট 541.27 কোটি টাকা ৷ এর মধ্যে তারা খরচ করেছে 400.41 কোটি টাকা ৷

আরও পড়ুন: খাম্মামে ভারত রাষ্ট্র সমিতির জনসভা, আমন্ত্রিত কেজরিওয়াল-অখিলেশ-বিজয়ন-মান-রাজা

এই দুই দলের নিরিখে সিপিআইয়ের প্রাপ্তিকে নস্যি বললেও বোধ হয় বেশি বলা হয় ! 2021-22 আর্থিক বছরে তারা জোগাড় করতে পেরেছিল মেরেকেটে 2 কোটি 87 লক্ষ টাকা ৷ যার মধ্যে খরচ করা হয়েছে 1 কোটি 18 লক্ষ টাকা ৷ মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভারতের রাজনৈতিক দলগুলির আয় সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতেই এইসব পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ৷

ইলেক্ট্রোরাল বন্ড কী ?

ইলেক্ট্রোরাল বন্ড হল এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে যে কোনও ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান পরিচয় গোপন রেখে যেকোনও রাজনৈতিক দলকে আর্থিক অনুদান দিতে পারে ৷ বিশেষজ্ঞদের একটা বড় অংশই চিরকাল ইলেক্ট্রোরাল বন্ডের সমালোচনা করে এসেছেন ৷ তাঁদের বক্তব্য, এর মাধ্যমে অসাধু ব্যক্তিরা ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলিকে টাকা দিয়ে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে ! এমনকী, এর জেরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াও ব্যাহত হয় বলে মনে করে সংশ্লিষ্ট বিভিন্ন মহল ৷

ইলেক্ট্রোরাল বন্ডের বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজসেবীদের পাশাপাশি সিপিএমের মতো বামপন্থী রাজনৈতিক দলও এর বিরোধিতা করে মামলা রুজু করেছে ৷ তাদের বক্তব্য, রাজনৈতিক দলগুলিকে কে বা কারা, কোন উৎস থেকে অর্জিত অর্থ রাজনৈতিক দলগুলিকে অনুদান হিসাবে দিচ্ছে, তা দেশবাসীর বিস্তারিতভাবে জানার অধিকার রয়েছে ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে নির্বাচন কমিশনের গলাতেও ৷ এমনকী, শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েও তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.