ETV Bharat / bharat

বিহারে রাজ্যসভার উপনির্বাচনে সুশীল কুমার মোদির নাম মনোনয়ন BJP-র - LJP

বিহারে রাজ্যসভার একটিমাত্র আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ 3 ডিসেম্বর । নির্বাচন হবে 14 ডিসেম্বর ।

Sushil Kumar Modi
সুশীল কুমার মোদি
author img

By

Published : Nov 28, 2020, 2:25 PM IST

দিল্লি , 28 নভেম্বর : বিহারে রাজ্যসভার আসনের উপনির্বাচনে সুশীল কুমার মোদির নাম মনোনীত করল BJP । BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, বিহারের রাজ্যসভার উপনির্বাচনের জন্য দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সুশীল কুমার মোদির নাম চূড়ান্ত করেছে।

বিহারে রাজ্যসভার একটিমাত্র আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ 3 ডিসেম্বর । নির্বাচন হবে 14 ডিসেম্বর ।

LJP-র প্রতিষ্ঠাতা রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর পরে রাজ্যসভার আসনটি শূন্য হয়ে পড়ে । সুশীল কুমার মোদিকে সম্প্রতি শেষ হওয়া নির্বাচনের পরে নতুন রাজ্য মন্ত্রিসভায় কোনও আসন দেওয়া হয়নি ।

দিল্লি , 28 নভেম্বর : বিহারে রাজ্যসভার আসনের উপনির্বাচনে সুশীল কুমার মোদির নাম মনোনীত করল BJP । BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, বিহারের রাজ্যসভার উপনির্বাচনের জন্য দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সুশীল কুমার মোদির নাম চূড়ান্ত করেছে।

বিহারে রাজ্যসভার একটিমাত্র আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ 3 ডিসেম্বর । নির্বাচন হবে 14 ডিসেম্বর ।

LJP-র প্রতিষ্ঠাতা রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর পরে রাজ্যসভার আসনটি শূন্য হয়ে পড়ে । সুশীল কুমার মোদিকে সম্প্রতি শেষ হওয়া নির্বাচনের পরে নতুন রাজ্য মন্ত্রিসভায় কোনও আসন দেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.