ETV Bharat / bharat

IndiGo Flight Incident: ইন্ডিগোর বিমানে আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী ! - IndiGo Flight

ইন্ডিগোর বিমানে গত 10 ডিসেম্বর এক যাত্রীর আপৎকালীন দরজা খুলে দেওয়ার ঘটনায় (IndiGo Flight Incident) এবার এক চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে এলো ৷ বিমানে উপস্থিত অন্য এক যাত্রীর দাবি ওই ঘটনাটি ঘটিয়েছিলেন এক বিজেপি সাংসদ ৷

IndiGo Flight Incident ETV BHARAT
IndiGo Flight Incident
author img

By

Published : Jan 18, 2023, 10:42 AM IST

চেন্নাই, 18 জানুয়ারি: মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, 2022 সালের 10 ডিসেম্বর এক যাত্রী বিমানের মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা বা ইমারজেন্সি ডোর খুলে দিয়েছিলেন ৷ এবার সেই যাত্রীর নাম সামনে এসেছে ৷ তিনি অন্য কেউ নন, বিজেপি সাংসদ তথা দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya Allegedly Opened Emergency Exit of IndiGo Flight) ৷ বিমানে উপস্থিত এক যাত্রী দাবি করেছেন, ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে ছিলেন বেঙ্গালুরু দক্ষিণের এই সাংসদ ৷

তবে, ইন্ডিগোর তরফে যে বিবৃতি জারি করা হয়েছিল ৷ সেখানে অভিযুক্ত যাত্রীর নাম প্রকাশ করা হয়নি ৷ কেবল জানানো হয়, 6ই-7339 বিমানে চেন্নাই থেকে তিরুঅনন্তপুরমে যাওয়ার সময় একযাত্রী বিমানের আপৎকালীন দরজা খুলে দিয়েছিলেন (IndiGo Flight Emergency Door Opened By Passenger) ৷ পরে বিমান কর্মী এবং পাইলটের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় ৷ কিন্তু, বিমানে উপস্থিত এক যাত্রী দাবি করেছেন, তেজস্বী সূর্য আপৎকালীন দরজার কাছে বসেছিলেন ৷ বিমান কর্মী আপৎকালীন সময়ে কী কী করণীয়, সেই নিয়ম বোঝানোর পরেই নাকি সাংসদ ইমারজেন্সি ডোরের হাতল টেনে দেন ৷

ওই যাত্রী জানিয়েছেন, বিমানে তেজস্বী সূর্যর সঙ্গে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই ছিলেন ৷ ঘটনার পর তেজস্বীকে ওই আসন থেকে সরিয়ে বিমানের অন্যত্র বসার ব্যবস্থা করা হয় । কিন্তু, তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রকাশিত খবর অনুযায়ী, প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান ডিএমকে মুখপাত্র বি টি আরাসুকুমার ইন্ডিগোর ওই বিমানে ছিলেন ৷ তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি তেজস্বী সূর্য এবং কে আন্নামালাইকে বিমানে দেখেছিলেন ৷ তবে, বিজেপি সাংসদ বিমানের আপৎকালীন দরজা খুলেছিলেন কিনা, তা তিনি জানেন না ৷

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বিপত্তি, মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী

এই ঘটনায় তেজস্বী সূর্যর অফিসে যোগাযোগ করা হলে সংবাদ সংস্থা আইএএনএস-কে জানানো হয়েছে, তারা দ্রুত এনিয়ে একটি বিবৃতি জারি করবেন ৷ তবে, ডিরেক্টর জেনারেল অফ সিলিভল অ্যাভিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ ইন্ডিগোর ঘটনায় সাংসদের যোগ আছে কিনা, জানতে চাওয়া হলে কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাওয়া হয়নি ৷ উল্লেখ্য, মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

চেন্নাই, 18 জানুয়ারি: মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, 2022 সালের 10 ডিসেম্বর এক যাত্রী বিমানের মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা বা ইমারজেন্সি ডোর খুলে দিয়েছিলেন ৷ এবার সেই যাত্রীর নাম সামনে এসেছে ৷ তিনি অন্য কেউ নন, বিজেপি সাংসদ তথা দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya Allegedly Opened Emergency Exit of IndiGo Flight) ৷ বিমানে উপস্থিত এক যাত্রী দাবি করেছেন, ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে ছিলেন বেঙ্গালুরু দক্ষিণের এই সাংসদ ৷

তবে, ইন্ডিগোর তরফে যে বিবৃতি জারি করা হয়েছিল ৷ সেখানে অভিযুক্ত যাত্রীর নাম প্রকাশ করা হয়নি ৷ কেবল জানানো হয়, 6ই-7339 বিমানে চেন্নাই থেকে তিরুঅনন্তপুরমে যাওয়ার সময় একযাত্রী বিমানের আপৎকালীন দরজা খুলে দিয়েছিলেন (IndiGo Flight Emergency Door Opened By Passenger) ৷ পরে বিমান কর্মী এবং পাইলটের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় ৷ কিন্তু, বিমানে উপস্থিত এক যাত্রী দাবি করেছেন, তেজস্বী সূর্য আপৎকালীন দরজার কাছে বসেছিলেন ৷ বিমান কর্মী আপৎকালীন সময়ে কী কী করণীয়, সেই নিয়ম বোঝানোর পরেই নাকি সাংসদ ইমারজেন্সি ডোরের হাতল টেনে দেন ৷

ওই যাত্রী জানিয়েছেন, বিমানে তেজস্বী সূর্যর সঙ্গে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই ছিলেন ৷ ঘটনার পর তেজস্বীকে ওই আসন থেকে সরিয়ে বিমানের অন্যত্র বসার ব্যবস্থা করা হয় । কিন্তু, তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রকাশিত খবর অনুযায়ী, প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান ডিএমকে মুখপাত্র বি টি আরাসুকুমার ইন্ডিগোর ওই বিমানে ছিলেন ৷ তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি তেজস্বী সূর্য এবং কে আন্নামালাইকে বিমানে দেখেছিলেন ৷ তবে, বিজেপি সাংসদ বিমানের আপৎকালীন দরজা খুলেছিলেন কিনা, তা তিনি জানেন না ৷

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বিপত্তি, মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী

এই ঘটনায় তেজস্বী সূর্যর অফিসে যোগাযোগ করা হলে সংবাদ সংস্থা আইএএনএস-কে জানানো হয়েছে, তারা দ্রুত এনিয়ে একটি বিবৃতি জারি করবেন ৷ তবে, ডিরেক্টর জেনারেল অফ সিলিভল অ্যাভিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ ইন্ডিগোর ঘটনায় সাংসদের যোগ আছে কিনা, জানতে চাওয়া হলে কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাওয়া হয়নি ৷ উল্লেখ্য, মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.