ETV Bharat / bharat

Paresh Rawal Apologises: বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল - সাংসদ মহুয়া মৈত্র

গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Polls 2022) প্রচারে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতা তথা প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিরুদ্ধে ৷ পরে তিনি এই নিয়ে ক্ষমা চেয়েছেন ৷

BJP MP Paresh Rawal apologises for cook fish for Bengalis remark at Gujarat Assembly Polls 2022 campaign speech
Paresh Rawal Apologises: বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল
author img

By

Published : Dec 2, 2022, 5:46 PM IST

Updated : Dec 2, 2022, 7:47 PM IST

মুম্বই, 2 ডিসেম্বর: বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতা তথা প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিরুদ্ধে ৷ সেই নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন ৷ যদিও তার আগেই এই মন্তব্যের জন্য তাঁকে বিভিন্ন মহলে সমালোচিত হতে হয়েছে ৷

গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Polls 2022) চলছে ৷ গতকাল, বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ৷ দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ আগামী 5 ডিসেম্বর ৷ প্রচারে বিজেপির মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তবে গেরুয়া শিবিরের অন্য হেভিওয়েটরাও প্রচারে ব্যস্ত পশ্চিম ভারতের ওই রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ সেই তালিকায় রয়েছেন পরেশ রাওয়ালও ৷

একটি প্রচার সভায় তিনি বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷ পরে একটি ভিডিয়ো ভাইরাল হয় এই নিয়ে ৷ তা নিয়ে প্রশ্ন ওঠে, কেন তিনি এই মন্তব্য করলেন ? পরেশ রাওয়াল এই মন্তব্য নিয়ে ক্ষমা চান, এই দাবিও ওঠে ৷ টুইট করেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ তাঁর দাবি, এর জন্য পরেশের ক্ষমা চাওয়া উচিত ৷ পাশাপাশি তিনি বাঙালিদের বুদ্ধিমত্তা ও নোবেল প্রাপ্তির প্রসঙ্গ টেনেও তিনি কটাক্ষ করেন ৷

পরে অবশ্য ক্ষমা চান পরেশ রাওয়াল ৷ তিনি টুইটারে লেখেন, মাছ বিষয় ছিল না ৷ কারণ, গুজরাতিরাও মাছ রান্না করে খান ৷ তাঁর আরও দাবি, তিনি আসলে বাঙালি বলতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছেন ৷ কিন্তু এর পরও তাঁর মন্তব্যের জন্য কেউ আঘাত পেলে, তিনি ক্ষমা চাইছেন ৷

আরও পড়ুন: গুজরাতে বিজেপি-এর 'ডাবল ইঞ্জিন' কি লাইনচ্যুত করতে পারবেন বিরোধীরা ?

মুম্বই, 2 ডিসেম্বর: বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতা তথা প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিরুদ্ধে ৷ সেই নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন ৷ যদিও তার আগেই এই মন্তব্যের জন্য তাঁকে বিভিন্ন মহলে সমালোচিত হতে হয়েছে ৷

গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Polls 2022) চলছে ৷ গতকাল, বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ৷ দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ আগামী 5 ডিসেম্বর ৷ প্রচারে বিজেপির মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তবে গেরুয়া শিবিরের অন্য হেভিওয়েটরাও প্রচারে ব্যস্ত পশ্চিম ভারতের ওই রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ সেই তালিকায় রয়েছেন পরেশ রাওয়ালও ৷

একটি প্রচার সভায় তিনি বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷ পরে একটি ভিডিয়ো ভাইরাল হয় এই নিয়ে ৷ তা নিয়ে প্রশ্ন ওঠে, কেন তিনি এই মন্তব্য করলেন ? পরেশ রাওয়াল এই মন্তব্য নিয়ে ক্ষমা চান, এই দাবিও ওঠে ৷ টুইট করেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ তাঁর দাবি, এর জন্য পরেশের ক্ষমা চাওয়া উচিত ৷ পাশাপাশি তিনি বাঙালিদের বুদ্ধিমত্তা ও নোবেল প্রাপ্তির প্রসঙ্গ টেনেও তিনি কটাক্ষ করেন ৷

পরে অবশ্য ক্ষমা চান পরেশ রাওয়াল ৷ তিনি টুইটারে লেখেন, মাছ বিষয় ছিল না ৷ কারণ, গুজরাতিরাও মাছ রান্না করে খান ৷ তাঁর আরও দাবি, তিনি আসলে বাঙালি বলতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছেন ৷ কিন্তু এর পরও তাঁর মন্তব্যের জন্য কেউ আঘাত পেলে, তিনি ক্ষমা চাইছেন ৷

আরও পড়ুন: গুজরাতে বিজেপি-এর 'ডাবল ইঞ্জিন' কি লাইনচ্যুত করতে পারবেন বিরোধীরা ?

Last Updated : Dec 2, 2022, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.