ETV Bharat / bharat

Locket at Lok Sabha: 'নিজেদের ভাবমূর্তি বানাতে মণিপুরকে হাতিয়ার করছে', মমতা-সহ বিরোধীদের তোপ লকেটের - লকেট চট্টোপাধ্য়ায়

BJP MP Locket Chatterjee slams TMC: মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাবের বিতর্কে বলতে উঠে লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন লকেট চট্টোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

Locket at Lok Sabha
লোকসভায় লকেট, ছবি সৌজন্য: সংসদ টিভি
author img

By

Published : Aug 10, 2023, 5:12 PM IST

Updated : Aug 11, 2023, 11:38 AM IST

নয়াদিল্লি, 10 অগস্ট: মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাবে লোকসভায় যখন একের পর এক বিরোধী সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন, তখন শাসকদলের হয়ে ব্যাটন ধরলেন বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় ৷ মণিপুরের প্রসঙ্গ বলতে গিয়ে তিনি টেনে আনলেন পশ্চিমবঙ্গে দুই নারীকে বিবস্ত্র করার ঘটনা ও পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার কথা ৷ বিরোধী দলগুলির জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে লকেট বললেন, মণিপুর নিয়ে কথা বলছে বিরোধীরা, অথচ তারা নীরব রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় নিয়ে ৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিম প্রধান আসদউদ্দিন ওয়াইসি-সহ বিরোধী দলের বিভিন্ন সাংসদ এ দিন ফের লোকসভায় মণিপুর নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁদের পালটা জবাব দিতে এ দিন বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আসরে নামায় বিজেপি ৷ এ দিন বক্তব্যের শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক ৷

এ দিন লকেট বলেন, "পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের পরে যারা নারীদের উপর অত্যাচার করেছে তারা গণতন্ত্রের কথা বলে...এই বছরের পঞ্চায়েত নির্বাচনে 59 জন দলীয় কর্মী মারা গিয়েছেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে নারীদের বিরুদ্ধে নৃশংসতা চলছে । তাদের ভাবমূর্তি তৈরি করতে, তারা মণিপুরকে হাতিয়ার করেছে ৷ ওরা প্রশ্ন করছে যে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী কেন নীরব ? বিরোধীরা রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের ঘটনায় নীরব আর এখন মণিপুর নিয়ে কথা বলছে...৷"

আরও পড়ুন: 'অন্ধ রাজা' মোদি ! মণিপুরে মহিলা-নির্যাতন নিয়ে আক্রমণ অধীরের

  • #WATCH | BJP MP Locket Chatterjee says, "The people who committed atrocities against women after the West Bengal Panchayat polls talk about democracy...59 party workers died in this year's Panchayat polls. Since West Bengal CM Mamata Banerjee has been in power there have been… pic.twitter.com/sBordZS09A

    — ANI (@ANI) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকেটের অভিযোগ, বাংলায় দুর্গাপুজোর বিসর্জন নিয়ে রাজনীতি চলে, সরস্বতী পুজো নিয়ে রাজনীতি চলে ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মণিপুরে 5 জনের দল পাঠান ৷ আর মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে পুলিশের সামনে মারধর করা হয়েছে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ টিম তো দূরস্ত, কোনও পঞ্চায়েত সদস্যকেও তিনি পাঠাননি ৷ তাঁর সো-কলড যে বুদ্ধিজীবীরা আছেন, তাঁরাও মোমবাতি মিছিল করেননি ৷ মৌনব্রত নিয়ে নিয়েছিল ৷"

নয়াদিল্লি, 10 অগস্ট: মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাবে লোকসভায় যখন একের পর এক বিরোধী সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন, তখন শাসকদলের হয়ে ব্যাটন ধরলেন বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় ৷ মণিপুরের প্রসঙ্গ বলতে গিয়ে তিনি টেনে আনলেন পশ্চিমবঙ্গে দুই নারীকে বিবস্ত্র করার ঘটনা ও পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার কথা ৷ বিরোধী দলগুলির জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে লকেট বললেন, মণিপুর নিয়ে কথা বলছে বিরোধীরা, অথচ তারা নীরব রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় নিয়ে ৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিম প্রধান আসদউদ্দিন ওয়াইসি-সহ বিরোধী দলের বিভিন্ন সাংসদ এ দিন ফের লোকসভায় মণিপুর নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁদের পালটা জবাব দিতে এ দিন বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আসরে নামায় বিজেপি ৷ এ দিন বক্তব্যের শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক ৷

এ দিন লকেট বলেন, "পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের পরে যারা নারীদের উপর অত্যাচার করেছে তারা গণতন্ত্রের কথা বলে...এই বছরের পঞ্চায়েত নির্বাচনে 59 জন দলীয় কর্মী মারা গিয়েছেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে নারীদের বিরুদ্ধে নৃশংসতা চলছে । তাদের ভাবমূর্তি তৈরি করতে, তারা মণিপুরকে হাতিয়ার করেছে ৷ ওরা প্রশ্ন করছে যে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী কেন নীরব ? বিরোধীরা রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের ঘটনায় নীরব আর এখন মণিপুর নিয়ে কথা বলছে...৷"

আরও পড়ুন: 'অন্ধ রাজা' মোদি ! মণিপুরে মহিলা-নির্যাতন নিয়ে আক্রমণ অধীরের

  • #WATCH | BJP MP Locket Chatterjee says, "The people who committed atrocities against women after the West Bengal Panchayat polls talk about democracy...59 party workers died in this year's Panchayat polls. Since West Bengal CM Mamata Banerjee has been in power there have been… pic.twitter.com/sBordZS09A

    — ANI (@ANI) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকেটের অভিযোগ, বাংলায় দুর্গাপুজোর বিসর্জন নিয়ে রাজনীতি চলে, সরস্বতী পুজো নিয়ে রাজনীতি চলে ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মণিপুরে 5 জনের দল পাঠান ৷ আর মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে পুলিশের সামনে মারধর করা হয়েছে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ টিম তো দূরস্ত, কোনও পঞ্চায়েত সদস্যকেও তিনি পাঠাননি ৷ তাঁর সো-কলড যে বুদ্ধিজীবীরা আছেন, তাঁরাও মোমবাতি মিছিল করেননি ৷ মৌনব্রত নিয়ে নিয়েছিল ৷"

Last Updated : Aug 11, 2023, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.