ETV Bharat / bharat

BJP Mocks Rahul Gandhi Again : ফের ভাইরাল ভিডিয়ো নিয়ে রাহুলকে খোঁচা মালব্যর - BJP Mocks Rahul Gandhi Again

শুক্রবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে কৃষকদের সমর্থনে একটি মিছিল এবং জনসভায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধি ৷ যে সভা থেকে রাজ্যে কৃষক দুর্দশার জন্য কে চন্দ্রশেখর রাওয়ের সরকারকে তীব্র আক্রমণ করেন ওয়েনাডের সাংসদ ৷ পরদিনই রাহুলকে পালটা দিলেন বিজেপি আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য (BJP Mocks Rahul Gandhi Over Theme Kya Hai Remark before Telangana rally) ৷

BJP Mocks Rahul Gandhi Again
"থিম কিয়া হ্যায়?" ভাইরাল ভিডিয়ো নিয়ে রাহুল গান্ধীকে খোঁচা মালব্যর
author img

By

Published : May 7, 2022, 8:04 PM IST

Updated : May 7, 2022, 8:15 PM IST

নয়াদিল্লি, 7 মে : দিনকয়েক আগে কাঠমাণ্ডুর নৈশক্লাবে রাহুল গান্ধির ভাইরাল ভিডিয়ো তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছিল দেশীয় রাজনীতিতে ৷ যা নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বিঁধতে ছাড়েনি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেই রেশ ফিকে হতে না-হতে ফের গেরুয়া শিবিরের বিদ্রূপের শিকার সনিয়া-পুত্র (BJP Mocks Rahul Gandhi Over Theme Kya Hai Remark before Telangana rally) ৷

শুক্রবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে কৃষকদের সমর্থনে একটি মিছিল এবং জনসভায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধি ৷ যে সভা থেকে রাজ্যে কৃষক দুর্দশার জন্য কে চন্দ্রশেখর রাওয়ের সরকারকে তীব্র আক্রমণ করেন ওয়েনাডের সাংসদ ৷ পরদিনই রাহুলকে পালটা দিলেন বিজেপি আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য ৷ যিনি নৈশক্লাবের ভিডিয়ো নিয়েও সর্বপ্রথম সুর চড়িয়েছিলেন ৷

শনিবার 17 সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে ওয়ারাঙ্গলের মিছিল এবং জনসভার আগে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করছেন রাহুল গান্ধি ৷ সেখানে কংগ্রেস সাংসদ দলের কর্মীদের প্রশ্ন করছেন, "আজকের থিম কী ? আমাকে কী নিয়ে বলতে হবে ?" ভিডিয়োটি যিনি করছিলেন তাঁকে ধমকের সুরে রাহুল বলেন, "দয়া করে ভিডিয়োটা বন্ধ করুন ৷"

  • Yesterday, Rahul Gandhi before his rally in Telangana, supposedly in solidarity with farmers, asks what is the theme, क्या बोलना है! 🤦‍♂️

    This is what happens when you do politics in between personal foreign trips and nightclubbing…

    Such exaggerated sense of entitlement. pic.twitter.com/NdRBDlGNK3

    — Amit Malviya (@amitmalviya) May 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও সেই ভিডিয়ো বিজেপির আইটি সেলের কাছে পৌঁছতে সময় লাগেনি ৷ শনিবার সেই ভিডিয়ো পোস্ট করে বিজেপি আইটি সেলের জাতীয় আহ্বায়ক সোশ্যাল মিডিয়ায় লেখেন, "গতকাল তেলেঙ্গানায় কৃষকদের সমর্থনে মিছিলে যোগ দেওয়ার আগে ৷ রাহুল গান্ধি জিজ্ঞেস করছেন থিমের বিষয়ে ৷ বিদেশভ্রমণ এবং নৈশক্লাবে যাওয়ার মাঝে মাঝে রাজনীতি করলে এমনটাই হয় ৷" যদিও এ ব্যাপারে দলের নেতাদের পাশে পেয়েছেন রাহুল ৷

আরও পড়ুন : করোনায় মৃত্যুর পরিসংখ্যান বিতর্ক, প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে বিঁধলেন রাহুল

পালটা মালব্যকে বিঁধে বর্ষীয়ান কংগ্রেস নেতা পবন খেরা লিখেছেন, "কী আর বলব ৷ অমিত মালব্য অপরিণতবোধের পরিচয় দিয়েছেন ৷ উনি ভাবছেন রাষ্ট্র কিছু বুঝছে না ৷ উনি স্বীকার করুন যে, কেসিআর-কে ঢাল করতেই এসব করছেন তিনি ৷"

নয়াদিল্লি, 7 মে : দিনকয়েক আগে কাঠমাণ্ডুর নৈশক্লাবে রাহুল গান্ধির ভাইরাল ভিডিয়ো তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছিল দেশীয় রাজনীতিতে ৷ যা নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বিঁধতে ছাড়েনি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেই রেশ ফিকে হতে না-হতে ফের গেরুয়া শিবিরের বিদ্রূপের শিকার সনিয়া-পুত্র (BJP Mocks Rahul Gandhi Over Theme Kya Hai Remark before Telangana rally) ৷

শুক্রবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে কৃষকদের সমর্থনে একটি মিছিল এবং জনসভায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধি ৷ যে সভা থেকে রাজ্যে কৃষক দুর্দশার জন্য কে চন্দ্রশেখর রাওয়ের সরকারকে তীব্র আক্রমণ করেন ওয়েনাডের সাংসদ ৷ পরদিনই রাহুলকে পালটা দিলেন বিজেপি আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য ৷ যিনি নৈশক্লাবের ভিডিয়ো নিয়েও সর্বপ্রথম সুর চড়িয়েছিলেন ৷

শনিবার 17 সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে ওয়ারাঙ্গলের মিছিল এবং জনসভার আগে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করছেন রাহুল গান্ধি ৷ সেখানে কংগ্রেস সাংসদ দলের কর্মীদের প্রশ্ন করছেন, "আজকের থিম কী ? আমাকে কী নিয়ে বলতে হবে ?" ভিডিয়োটি যিনি করছিলেন তাঁকে ধমকের সুরে রাহুল বলেন, "দয়া করে ভিডিয়োটা বন্ধ করুন ৷"

  • Yesterday, Rahul Gandhi before his rally in Telangana, supposedly in solidarity with farmers, asks what is the theme, क्या बोलना है! 🤦‍♂️

    This is what happens when you do politics in between personal foreign trips and nightclubbing…

    Such exaggerated sense of entitlement. pic.twitter.com/NdRBDlGNK3

    — Amit Malviya (@amitmalviya) May 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও সেই ভিডিয়ো বিজেপির আইটি সেলের কাছে পৌঁছতে সময় লাগেনি ৷ শনিবার সেই ভিডিয়ো পোস্ট করে বিজেপি আইটি সেলের জাতীয় আহ্বায়ক সোশ্যাল মিডিয়ায় লেখেন, "গতকাল তেলেঙ্গানায় কৃষকদের সমর্থনে মিছিলে যোগ দেওয়ার আগে ৷ রাহুল গান্ধি জিজ্ঞেস করছেন থিমের বিষয়ে ৷ বিদেশভ্রমণ এবং নৈশক্লাবে যাওয়ার মাঝে মাঝে রাজনীতি করলে এমনটাই হয় ৷" যদিও এ ব্যাপারে দলের নেতাদের পাশে পেয়েছেন রাহুল ৷

আরও পড়ুন : করোনায় মৃত্যুর পরিসংখ্যান বিতর্ক, প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে বিঁধলেন রাহুল

পালটা মালব্যকে বিঁধে বর্ষীয়ান কংগ্রেস নেতা পবন খেরা লিখেছেন, "কী আর বলব ৷ অমিত মালব্য অপরিণতবোধের পরিচয় দিয়েছেন ৷ উনি ভাবছেন রাষ্ট্র কিছু বুঝছে না ৷ উনি স্বীকার করুন যে, কেসিআর-কে ঢাল করতেই এসব করছেন তিনি ৷"

Last Updated : May 7, 2022, 8:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.