ETV Bharat / bharat

Manipur Violence: হামলায় আশংকাজনক অবস্থা বিজেপি বিধায়কের, মণিপুরে জারি 355 ধারা - মণিপুরে 355 ধারা জারি

মণিপুরে হিংসার মধ্যেই হামলায় গুরুতর জখম হলেন বিজেপি বিধায়কের ৷ তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ মণিপুরে 355 ধারা জারি করেছে কেন্দ্র ৷

Manipur Violence ETV Bharat
মণিপুরে জারি 355 ধারা
author img

By

Published : May 5, 2023, 2:46 PM IST

তেজপুর, (অসম), 5 মে: মণিপুরে 355 ধারা জারি করল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যে জনজাতিদের বিক্ষোভের আগুন এখনও অব্যাহত থাকায় বৃহস্পতিবার রাতে মণিপুরে 355 ধারা জারি করা হয় ৷ এ দিকে, হামলা চালানো হয়েছে বিজেপি বিধায়কের উপর ৷ তাঁর অবস্থা আশংকাজনক ৷

একটি উচ্চ-পর্যায়ের সূত্র জানিয়েছে যে, মণিপুরের পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কুলদীপ সিংকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কুলদীপ সিং হলেন জাতীয় তদন্ত সংস্থা এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের প্রাক্তন ডিআইজি । সংবিধানের 355 অনুচ্ছেদের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র ।

এ দিকে, মণিপুরের ফেরজাউল জেলার থানলানের তিনবারের বিধায়ক ভালতে বৃহস্পতিবার ইম্ফলে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে । বৃহস্পতিবার ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকের পর এই হামলার ঘটনা ঘটে । ভালতে বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তিনি বর্তমানে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (RIMS) চিকিৎসাধীন । ইম্ফলে তাঁর সরকারি বাসভবনে যাওয়ার পথে তাঁর উপর হামলার ঘটনা ঘটে ।

Manipur Violence
মণিপুরে জারি 355 ধারা

ভালটে কুকি সম্প্রদায়ের সদস্য। মায়ানমারের কুকি শরণার্থীদের অনেকেই ইতিমধ্যে মেইতেই জাতিগোষ্ঠীর উপজাতি মর্যাদার দাবিতে অন্যান্য জাতিগোষ্ঠী ও ছাত্র সংগঠনগুলির বিক্ষোভে সামিল হয়েছে ৷ ভালতে গত বিজেপি সরকারে মণিপুরের আদিবাসী বিষয়ক ও পার্বত্য মন্ত্রী ছিলেন । ইটিভি ভারত বিধায়ক ভালতেকে তাঁর ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু তিনি ফোন ধরেননি ।

গুয়াহাটি ঘাঁটির প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াতের মতে, মণিপুরের কিছু সাধারণ এলাকায় হিংসার ঘটনার পর আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । বায়ুসেনা অসমের দুটি বিমানবন্দর থেকে সি-17 গ্লোবমাস্টার এবং এএন 32 বিমান মোতায়েন করেছে এবং গত 4 মে রাত থেকে চিচিপুর ও অন্যান্য সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ চলছে ।

এ দিকে, আজ আবার অসমের গুয়াহাটির মণিপুরী বস্তিতে বিক্ষোভ শুরু হয়েছে । এমনও সম্ভাবনা রয়েছে যে বিক্ষোভটি নাগাল্যান্ডেও ছড়িয়ে পড়তে পারে ৷ কারণ সূত্রের তরফে জানা গিয়েছে যে, অনেক গির্জায় বিক্ষোভকারীরা গুলি চালিয়েছেন ।

আরও পড়ুন: অশান্তি থামাতে মণিপুরে গুলি করার নির্দেশ, বীরেন সিংয়ের সঙ্গে কথা শাহের; উদ্বিগ্ন মমতাও

তেজপুর, (অসম), 5 মে: মণিপুরে 355 ধারা জারি করল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যে জনজাতিদের বিক্ষোভের আগুন এখনও অব্যাহত থাকায় বৃহস্পতিবার রাতে মণিপুরে 355 ধারা জারি করা হয় ৷ এ দিকে, হামলা চালানো হয়েছে বিজেপি বিধায়কের উপর ৷ তাঁর অবস্থা আশংকাজনক ৷

একটি উচ্চ-পর্যায়ের সূত্র জানিয়েছে যে, মণিপুরের পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কুলদীপ সিংকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কুলদীপ সিং হলেন জাতীয় তদন্ত সংস্থা এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের প্রাক্তন ডিআইজি । সংবিধানের 355 অনুচ্ছেদের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র ।

এ দিকে, মণিপুরের ফেরজাউল জেলার থানলানের তিনবারের বিধায়ক ভালতে বৃহস্পতিবার ইম্ফলে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে । বৃহস্পতিবার ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকের পর এই হামলার ঘটনা ঘটে । ভালতে বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তিনি বর্তমানে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (RIMS) চিকিৎসাধীন । ইম্ফলে তাঁর সরকারি বাসভবনে যাওয়ার পথে তাঁর উপর হামলার ঘটনা ঘটে ।

Manipur Violence
মণিপুরে জারি 355 ধারা

ভালটে কুকি সম্প্রদায়ের সদস্য। মায়ানমারের কুকি শরণার্থীদের অনেকেই ইতিমধ্যে মেইতেই জাতিগোষ্ঠীর উপজাতি মর্যাদার দাবিতে অন্যান্য জাতিগোষ্ঠী ও ছাত্র সংগঠনগুলির বিক্ষোভে সামিল হয়েছে ৷ ভালতে গত বিজেপি সরকারে মণিপুরের আদিবাসী বিষয়ক ও পার্বত্য মন্ত্রী ছিলেন । ইটিভি ভারত বিধায়ক ভালতেকে তাঁর ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু তিনি ফোন ধরেননি ।

গুয়াহাটি ঘাঁটির প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াতের মতে, মণিপুরের কিছু সাধারণ এলাকায় হিংসার ঘটনার পর আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । বায়ুসেনা অসমের দুটি বিমানবন্দর থেকে সি-17 গ্লোবমাস্টার এবং এএন 32 বিমান মোতায়েন করেছে এবং গত 4 মে রাত থেকে চিচিপুর ও অন্যান্য সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ চলছে ।

এ দিকে, আজ আবার অসমের গুয়াহাটির মণিপুরী বস্তিতে বিক্ষোভ শুরু হয়েছে । এমনও সম্ভাবনা রয়েছে যে বিক্ষোভটি নাগাল্যান্ডেও ছড়িয়ে পড়তে পারে ৷ কারণ সূত্রের তরফে জানা গিয়েছে যে, অনেক গির্জায় বিক্ষোভকারীরা গুলি চালিয়েছেন ।

আরও পড়ুন: অশান্তি থামাতে মণিপুরে গুলি করার নির্দেশ, বীরেন সিংয়ের সঙ্গে কথা শাহের; উদ্বিগ্ন মমতাও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.