ETV Bharat / bharat

Sabyasachi Mukherjee : মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার - সব্যসাচী মুখোপাধ্য়ায়

মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক ৷ সব্যসাচী মুখোপাধ্য়ায়কে নোটিস পাঠালেন বিজেপির আইনি উপদেষ্টা আশুতোষ দুবে ৷ 15 দিনের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহারের আবেদন ৷

BJP legal advisor Ashutosh Dubey issues notice to Sabyasachi Mukherjee for his controversial Mangalsutra advertisement
Sabyasachi Mukherjee : মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার
author img

By

Published : Oct 30, 2021, 2:48 PM IST

মুম্বই, 30 অক্টোবর : মঙ্গলসূত্রের বিজ্ঞাপন করে বিপাকে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায় (Sabyasachi Mukherjee) ৷ তাঁর বিরুদ্ধে ধর্মীর ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠালেন আশুতোষ দুবে (Ashutosh Dubey) ৷ মহারাষ্ট্রের পালঘর জেলা বিজেপির আইনি উপদেষ্টা হলেন এই আশুতোষ ৷ তাঁর বক্তব্য, অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র ঝুলিয়ে যেভাবে বিজ্ঞাপন তৈরি করেছেন সব্যসাচী, তা বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ বিজ্ঞাপনটি তুলে নেওয়ার জন্য সব্যসাচীকে 15 দিন সময় দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Sabyasachi's Mangalsutra Ad: এটা কি অন্তর্বাসের বিজ্ঞাপন ? সব্যসাচীর মঙ্গলসূত্রের প্রচারে রুষ্ট নেটিজেনরা

শনিবার সব্যসাচীকে পাঠানো নোটিসের বয়ান পড়ে শোনান আশুতোষ ৷ তিনি বলেন, ‘‘আমি বলছি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আপনার বিজ্ঞাপনে মডেলকে এককভাবে অথবা অন্য মডেলের সঙ্গে দেখা গিয়েছে ৷ একটি ছবিতে এক মহিলা মডেলকে অন্তর্বাস পরে দেখা গিয়েছে ৷ তাঁর গলায় সব্য়সাচী মঙ্গলসূত্র রয়েছে ৷ তিনি এক পুরুষ মডেলের খোলা বুকে মাথা দিয়ে রয়েছেন ৷ এই ছবি হিন্দু সম্প্রদায় ও হিন্দু বিবাহকে অসম্মান করেছে ৷’’

আশুতোষের যুক্তি, হিন্দু মতে মঙ্গলসূত্র স্বামী-স্ত্রীর মধ্যে আমরণ বন্ধনের প্রতীক ৷ কিন্তু, সব্যসাচী যেভাবে সেটিকে তুলে ধরেছেন, তা অত্যন্ত অশ্লীল ও অবান্তর ৷ আশুতোষ তাঁর পাঠানো আইনি নোটিসে লিখেছেন, ‘‘আমি বলতে চাই, যেভাবে আপনি অর্ধনগ্ন মডেলদের এই বিজ্ঞাপনে ব্যবহার করেছেন, তা মঙ্গলসূত্রের পবিত্রতাকেই নষ্ট করেছে ৷’’

আরও পড়ুন : Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলি তুলে নেওয়ার জন্য সব্যসাচীকে আবেদন জানিয়েছেন আশুতোষ ৷ এর জন্য তাঁকে 15 দিন সময় দিয়েছেন বিজেপির আইনি উপদেষ্টা ৷ একইসঙ্গে, এমন বিজ্ঞাপনের জন্য সব্যসাচীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, বিজ্ঞাপনে ধর্মের খাঁড়ার কোপ এটাই প্রথম নয় ৷ এর আগেও নামী এক গয়না প্রস্তুতকারী সংস্থা এবং জাতীয় স্তরের একটি পণ্য প্রস্তুতকারী সংস্থাকেও ধর্মের ধ্বজাধারীদের রোষানলে পড়ে তাঁদের বিজ্ঞাপন প্রত্যাহার করে নিতে হয়েছিল ৷

মুম্বই, 30 অক্টোবর : মঙ্গলসূত্রের বিজ্ঞাপন করে বিপাকে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায় (Sabyasachi Mukherjee) ৷ তাঁর বিরুদ্ধে ধর্মীর ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠালেন আশুতোষ দুবে (Ashutosh Dubey) ৷ মহারাষ্ট্রের পালঘর জেলা বিজেপির আইনি উপদেষ্টা হলেন এই আশুতোষ ৷ তাঁর বক্তব্য, অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র ঝুলিয়ে যেভাবে বিজ্ঞাপন তৈরি করেছেন সব্যসাচী, তা বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ বিজ্ঞাপনটি তুলে নেওয়ার জন্য সব্যসাচীকে 15 দিন সময় দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Sabyasachi's Mangalsutra Ad: এটা কি অন্তর্বাসের বিজ্ঞাপন ? সব্যসাচীর মঙ্গলসূত্রের প্রচারে রুষ্ট নেটিজেনরা

শনিবার সব্যসাচীকে পাঠানো নোটিসের বয়ান পড়ে শোনান আশুতোষ ৷ তিনি বলেন, ‘‘আমি বলছি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আপনার বিজ্ঞাপনে মডেলকে এককভাবে অথবা অন্য মডেলের সঙ্গে দেখা গিয়েছে ৷ একটি ছবিতে এক মহিলা মডেলকে অন্তর্বাস পরে দেখা গিয়েছে ৷ তাঁর গলায় সব্য়সাচী মঙ্গলসূত্র রয়েছে ৷ তিনি এক পুরুষ মডেলের খোলা বুকে মাথা দিয়ে রয়েছেন ৷ এই ছবি হিন্দু সম্প্রদায় ও হিন্দু বিবাহকে অসম্মান করেছে ৷’’

আশুতোষের যুক্তি, হিন্দু মতে মঙ্গলসূত্র স্বামী-স্ত্রীর মধ্যে আমরণ বন্ধনের প্রতীক ৷ কিন্তু, সব্যসাচী যেভাবে সেটিকে তুলে ধরেছেন, তা অত্যন্ত অশ্লীল ও অবান্তর ৷ আশুতোষ তাঁর পাঠানো আইনি নোটিসে লিখেছেন, ‘‘আমি বলতে চাই, যেভাবে আপনি অর্ধনগ্ন মডেলদের এই বিজ্ঞাপনে ব্যবহার করেছেন, তা মঙ্গলসূত্রের পবিত্রতাকেই নষ্ট করেছে ৷’’

আরও পড়ুন : Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলি তুলে নেওয়ার জন্য সব্যসাচীকে আবেদন জানিয়েছেন আশুতোষ ৷ এর জন্য তাঁকে 15 দিন সময় দিয়েছেন বিজেপির আইনি উপদেষ্টা ৷ একইসঙ্গে, এমন বিজ্ঞাপনের জন্য সব্যসাচীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, বিজ্ঞাপনে ধর্মের খাঁড়ার কোপ এটাই প্রথম নয় ৷ এর আগেও নামী এক গয়না প্রস্তুতকারী সংস্থা এবং জাতীয় স্তরের একটি পণ্য প্রস্তুতকারী সংস্থাকেও ধর্মের ধ্বজাধারীদের রোষানলে পড়ে তাঁদের বিজ্ঞাপন প্রত্যাহার করে নিতে হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.