ETV Bharat / bharat

শনিবার লোকসভায় উপস্থিত থাকতে সাংসদের জন্য হুইপ জারি বিজেপির

author img

By

Published : Feb 12, 2021, 9:04 PM IST

শনিবার লোকসভায় বাজেট অধিবেশনের শেষদিন৷ সেই দিন লোকসভায় দলের সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করল বিজেপি৷ গুরুত্বপূর্ণ কাজ আছে, এই উল্লেখ করে এই হুইপ জারি করা হয়েছে৷

শনিবার লোকসভায় উপস্থিত থাকতে সাংসদের জন্য হুইপ জারি বিজেপির
শনিবার লোকসভায় উপস্থিত থাকতে সাংসদের জন্য হুইপ জারি বিজেপির

দিল্লি, 12 ফেব্রুয়ারি : লোকসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের শেষ দিনে দলের সব সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দিল ভারতীয় জনতা পার্টি৷ শুক্রবার দলের তরফে এই হুইপ জারি করা হয়েছে৷ তাতে জানানো হয়েছে যে সংসদে গুরুত্বপূর্ণ কাজ থাকায় প্রত্যেককে উপস্থিত থাকতে হবে৷

কোরোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আলাদা ভাবে হচ্ছে৷ লোকসভার অধিবেশন বসছে রোজ বিকেল চারটে থেকে৷ আর সকালে বসছে রাজ্যসভার অধিবেশন৷ শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের শেষ দিন ছিল রাজ্যসভায়৷ অধিবেশন 8 মার্চ পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে৷ তাই শনিবার সকাল 10টাতেই অধিবেশন বসবে বলে সংসদের তরফে জানা গিয়েছে৷

চলতি বাজেট অধিবেশনে বিরোধীরা বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষি আইন নিয়ে সরব হয়েছে৷ এমনকী, দেশের আর্থিক অবস্থা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে৷ এই পরিস্থিতিতে লোকসভায় কী ধরনের গুরুত্বপূর্ণ কাজ হবে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে৷ কারও কারও মতে, শেষ দিন হয়তো কোনও গুরুত্বপূর্ণ বিল পাস করানো হতে পারে৷ কিন্তু কী বিল পাস করানো হতে পারে, তার কোনও ইঙ্গিত মেলেনি৷

আরও পড়ুন : সংসদে দাঁড়িয়ে কি মমতাকে 9 বছর আগের ‘অপমান’ ফেরালেন দীনেশ ত্রিবেদী ?

তবে লোকসভায় বিজেপির মুখ্য সচেতক রাকেশ সিং হুইপে জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাস করানোও হতে পারে৷ তার জন্য সরকারের পাশে থাকতে সংসদে উপস্থিত থাকতে হবে৷

দিল্লি, 12 ফেব্রুয়ারি : লোকসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের শেষ দিনে দলের সব সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দিল ভারতীয় জনতা পার্টি৷ শুক্রবার দলের তরফে এই হুইপ জারি করা হয়েছে৷ তাতে জানানো হয়েছে যে সংসদে গুরুত্বপূর্ণ কাজ থাকায় প্রত্যেককে উপস্থিত থাকতে হবে৷

কোরোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আলাদা ভাবে হচ্ছে৷ লোকসভার অধিবেশন বসছে রোজ বিকেল চারটে থেকে৷ আর সকালে বসছে রাজ্যসভার অধিবেশন৷ শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের শেষ দিন ছিল রাজ্যসভায়৷ অধিবেশন 8 মার্চ পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে৷ তাই শনিবার সকাল 10টাতেই অধিবেশন বসবে বলে সংসদের তরফে জানা গিয়েছে৷

চলতি বাজেট অধিবেশনে বিরোধীরা বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষি আইন নিয়ে সরব হয়েছে৷ এমনকী, দেশের আর্থিক অবস্থা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে৷ এই পরিস্থিতিতে লোকসভায় কী ধরনের গুরুত্বপূর্ণ কাজ হবে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে৷ কারও কারও মতে, শেষ দিন হয়তো কোনও গুরুত্বপূর্ণ বিল পাস করানো হতে পারে৷ কিন্তু কী বিল পাস করানো হতে পারে, তার কোনও ইঙ্গিত মেলেনি৷

আরও পড়ুন : সংসদে দাঁড়িয়ে কি মমতাকে 9 বছর আগের ‘অপমান’ ফেরালেন দীনেশ ত্রিবেদী ?

তবে লোকসভায় বিজেপির মুখ্য সচেতক রাকেশ সিং হুইপে জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাস করানোও হতে পারে৷ তার জন্য সরকারের পাশে থাকতে সংসদে উপস্থিত থাকতে হবে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.