গান্ধিনগর, 8 ডিসেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে ভোটগণনা (Gujarat Election Result 2022) এখনও মাঝপথে ৷ তার মধ্যেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বিজেপি ৷ এর আগে বাংলায় প্রায় সাড়ে তিন দশকের বামশাসন দেখেছিল গোটা দেশ ৷ আর এবার গুজরাতেও তিন দশকের বিজেপি শাসনের পথ পাকা হল ৷ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ্য়ে এনেছে, সেই অনুসারে, ইতিমধ্য়েই মোট ভোটের (যত ভোট পড়েছে, তার নিরিখে) 53.33 শতাংশ গিয়েছে গেরুয়া ঝুলিতে ৷ অথচ, গত বিধানসভা নির্বাচনে এই পরিমাণটা সার্বিকভাবেই ছিল 49.10 শতাংশ ৷ অর্থাৎ, এখনও পর্যন্ত এবারের নির্বাচনে গুজরাতে বিজেপির ভোট শেয়ার বেড়েছে প্রায় 4 শতাংশ ৷ যা বিরাট সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আর এর জন্য অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকেই দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷
সেই প্রসঙ্গে ঢোকার আগে গতবারের (2017) বিধানসভা ভোটের ফল একটু ঝালিয়ে নেওয়া যাক ৷ গতবার মোটের উপর কংগ্রেস ভালো ফল করেছিল ৷ মোট 182টি আসনের মধ্যে তারা জিতেছিল 77টি আসনে ৷ বিজেপি পেয়েছিল 99টি আসন ৷ বিজেপির ভোট শেয়ার অবশ্য সেবারও বেড়েছিল ৷ কিন্তু, কমেছিল আসন সংখ্যা ৷ তবে, লক্ষ্যণীয় বিষয় ছিল, কংগ্রেসের ভোট শেয়ার এবং আসন দু'টিই বেড়েছিল ৷ গতবার বিজেপির ভোট শেয়ার বেড়েছিল 1.20 শতাংশ ৷ সেখানে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছিল তাদের দ্বিগুনেরও বেশি, 2.50 শতাংশ ৷ 2012 সালের গুজরাত বিধানসভা ভোটের নিরিখে বিজেপি সেবার কম পেয়েছিল 16টি আসন ৷ উলটো দিকে, 2012 সালের নির্বাচনের ফলের প্রেক্ষিতে কংগ্রেস 16টি আসন বেশি পেয়েছিল 2017 সালে ৷
আরও পড়ুন: 'বিজেপির সামনে কেউ দাঁড়াতে পারবে না', গুজরাত প্রসঙ্গে দাবি রাজনাথের
অর্থাৎ, হিসাবের খাতা বলছে, মোরবিতে সেতু দুর্ঘটনা, বিলকিস বানুর ধর্ষকদের মুক্তির মতো বিতর্ক থাকা সত্ত্বেও গুজরাতে বিজেপির এবারের সাফল্য রীতিমতো ঈর্ষণীয় ৷ আর এখানেই কেজরিওয়ালের দলকে দুষছে ওয়াকিবহাল মহল ৷ তারা বলছে, বিজেপিবিরোধী ভোটাররা আসলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন ৷ বিজেপির বিরুদ্ধে কাকে ভোট দিয়ে জেতানো সম্ভব, সেটাই বুঝে উঠতে পারেননি তাঁরা ৷ ফলে কংগ্রেস আর আপের মধ্যে ভোট কাটাকাটিতে আখেরে লাভ হয়েছে বিজেপিরই ৷ আর এমনটা যে হতে পারে, তা আগেই আশংকা করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ ৷
এবার আসা যাক এদিনের ঘটনা প্রবাহে ৷ দুপুর 12টা পর্যন্ত কমিশনের প্রকাশ করা তথ্য বলছে, আপ ইতিমধ্যেই 12 শতাংশ ভোট তাদের ঝুলিতে ভরেছে ৷ যা কংগ্রেসের ভাগের ভোট বলেই মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, কংগ্রেসের প্রাপ্ত ভোটের শেয়ার কমে হয়েছে 26.90 শতাংশ (এখনও পর্যন্ত) ৷ অথচ, গতবার তাদের সামগ্রিক প্রাপ্তি ছিল 41.40 শতাংশ ভোট ৷ এখনও পর্যন্ত 150 আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷ কংগ্রেস এগিয়ে আছে 22টি আসনে ৷ আপের ঝুলিতে আসতে পারে ছ'টি আসন ৷ এছাড়াও, সমাজবাদী পার্টি একটিতে এবং নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন তিনটি আসনে ৷