ETV Bharat / bharat

BJP candidates in UP Assembly Polls 2022 : উত্তরপ্রদেশের 172 আসনে প্রার্থিতালিকা চূড়ান্ত বিজেপির; লড়ছেন যোগী, উপমুখ্যমন্ত্রীরা - Yogi adityanath and his deputies to contest in UP Poll

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) 172 জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিজেপি (BJP finalises nominees for 172 seats in UP polls) ৷ ভোটে লড়বেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Adityanath is likely to field from Ayodhya) ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মা ৷

UP Assembly Polls 2022
উত্তরপ্রদেশের 172 আসনে প্রার্থিতালিকা চূড়ান্ত বিজেপির; লড়ছেন যোগী, উপমুখ্যমন্ত্রীরা
author img

By

Published : Jan 14, 2022, 10:57 AM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: জল্পনাই হয়তো সত্যি হতে চলেছে ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) অযোধ্যা থেকে লড়ার সম্ভাবনা জোরদার সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷ উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মা লড়বেন লখনউ থেকে (Yogi adityanath and his deputies to contest in UP Poll) ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ভোটের 172 জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিজেপি (BJP finalises nominees for 172 seats in UP polls) ৷ আপনা দল (এস) ও নিশাদ পার্টির সঙ্গে জোট প্রক্রিয়ার আলোচনাও প্রায় শেষ পর্যায়ে (Apna Dal S and Nishad Party to tie up with BJP) ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (UP Assembly Polls 2022) সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন অযোধ্যা থেকে লড়বেন যোগী আদিত্যনাথ ৷ গোরক্ষপুর থেকে পাঁচবারের বিজয়ী লোকসভার প্রাক্তন সাংসদ যোগী বর্তমানে উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য ৷ মৌর্য লড়বেন সিরাথু বিধানসভা কেন্দ্র থেকে ৷ দীনেশ শর্মা লখনউয়েরই কোনও কেন্দ্র থেকে লড়বেন ৷ শিগগিরই গেরুয়া শিবির তাদের প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করবে বলে দাবি করেছে সূত্র ৷

আরও পড়ুন: Yogi to Contest from Ayodhya : অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বৃহস্পতিবারই দাবি করেছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা ধরে রাখবে শাসক দল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক (BJP Central Election Committee meeting) শেষে তিনি জানান, 172টি আসন নিয়ে আলোচনা হয়েছে ৷ তাঁর আশা, 2022-এর নির্বাচনে 2017-র ফলকেও ছাপিয়ে যাবে বিজেপি ৷ শুক্রবার তাদের প্রথম প্রার্থিতালিকা প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে ৷

আগামী 10 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের 58টি আসনে ও 14 ফেব্রুয়ারি 55টি আসনে ভোট হতে চলেছে ৷ ভোট হবে মোট সাত দফায় ৷ 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড, গোয়া ও পঞ্জাবেও চলবে বিধানসভা নির্বাচন পর্ব ৷ এ বারের ভোটে বর্তমান কয়েকজন বিধায়ককে টিকিট নাও দিতে পারে বিজেপি ৷ আপনা দল (এস)-এর দাবি, তারা 13-14টি আসনে এবং নিশাদ পার্টি 13-17টি আসনে প্রার্থী দেবে ৷ ইটিভি ভারতকে নিশাদ পার্টির সভাপতি সঞ্জয় নিশাদ জানিয়েছেন, জয়ের ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী ৷ বিজেপির সঙ্গে জোট-প্রক্রিয়াও ঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

নয়াদিল্লি, 14 জানুয়ারি: জল্পনাই হয়তো সত্যি হতে চলেছে ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) অযোধ্যা থেকে লড়ার সম্ভাবনা জোরদার সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷ উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মা লড়বেন লখনউ থেকে (Yogi adityanath and his deputies to contest in UP Poll) ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ভোটের 172 জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিজেপি (BJP finalises nominees for 172 seats in UP polls) ৷ আপনা দল (এস) ও নিশাদ পার্টির সঙ্গে জোট প্রক্রিয়ার আলোচনাও প্রায় শেষ পর্যায়ে (Apna Dal S and Nishad Party to tie up with BJP) ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (UP Assembly Polls 2022) সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন অযোধ্যা থেকে লড়বেন যোগী আদিত্যনাথ ৷ গোরক্ষপুর থেকে পাঁচবারের বিজয়ী লোকসভার প্রাক্তন সাংসদ যোগী বর্তমানে উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য ৷ মৌর্য লড়বেন সিরাথু বিধানসভা কেন্দ্র থেকে ৷ দীনেশ শর্মা লখনউয়েরই কোনও কেন্দ্র থেকে লড়বেন ৷ শিগগিরই গেরুয়া শিবির তাদের প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করবে বলে দাবি করেছে সূত্র ৷

আরও পড়ুন: Yogi to Contest from Ayodhya : অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বৃহস্পতিবারই দাবি করেছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা ধরে রাখবে শাসক দল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক (BJP Central Election Committee meeting) শেষে তিনি জানান, 172টি আসন নিয়ে আলোচনা হয়েছে ৷ তাঁর আশা, 2022-এর নির্বাচনে 2017-র ফলকেও ছাপিয়ে যাবে বিজেপি ৷ শুক্রবার তাদের প্রথম প্রার্থিতালিকা প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে ৷

আগামী 10 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের 58টি আসনে ও 14 ফেব্রুয়ারি 55টি আসনে ভোট হতে চলেছে ৷ ভোট হবে মোট সাত দফায় ৷ 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড, গোয়া ও পঞ্জাবেও চলবে বিধানসভা নির্বাচন পর্ব ৷ এ বারের ভোটে বর্তমান কয়েকজন বিধায়ককে টিকিট নাও দিতে পারে বিজেপি ৷ আপনা দল (এস)-এর দাবি, তারা 13-14টি আসনে এবং নিশাদ পার্টি 13-17টি আসনে প্রার্থী দেবে ৷ ইটিভি ভারতকে নিশাদ পার্টির সভাপতি সঞ্জয় নিশাদ জানিয়েছেন, জয়ের ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী ৷ বিজেপির সঙ্গে জোট-প্রক্রিয়াও ঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.