ETV Bharat / bharat

Tripura Municipal Election Result 2021: বিরোধী ভোট ভাগাভাগিতেই ত্রিপুরা পৌর নির্বাচনে পোয়াবারো বিজেপির

ত্রিপুরা পৌর নির্বাচনে (Tripura Municipal Election Result 2021) নিরঙ্কুশ জয় বিজেপির । প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই সেখানে দ্বিতীয় দল হিসেবে উঠে আসছে তৃণমূল (TMC in Tripura) ৷

bjp-encashing-on-division-in-opposition-parties-as-counting-for-tripura-municipal-election-result-2021-going-on
ত্রিপুরায় বিজেপিই সুফল পেল ।
author img

By

Published : Nov 28, 2021, 2:45 PM IST

আগরতলা, 28 নভেম্বর: ত্রিপুরায় বিরোধীদের মধ্যে ভোট ভাগাভাগির সুফল ঘরে তুলল গেরুয়া শিবির । সেখানে পৌর নির্বাচনে (Tripura Municipal Election Result 2021) নিরঙ্কুশ জয় বিজেপির । দুপুর 2টো পর্যন্ত পাওয়া হিসেবে, আগরতলায় 51টি ওয়ার্ডের মধ্যে 36টিতে জয়ী হয়েছে বিজেপি (BJP in Tripura) ৷ 2 নগর পঞ্চায়েত এবং 5 পুরপরিষদে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হয়েছে তারা ৷

রবিবার ত্রিপুরায় 13টি পৌরনিগম এবং 6টি নগর পঞ্চায়েতে ভোটগণনা চলছে ৷ এর মধ্যে আগরতলা পৌরনিগমের 51টি ওয়ার্ডও রয়েছে ৷ সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে বিজেপি ৷ অন্য দিকে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই সেখানে দ্বিতীয় দল হিসেবে উঠে আসছে তৃণমূল (TMC in Tripura) ৷ আগরতলায় 19টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল ৷ 17টিতে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা ।

তবে এমন বেশ কিছু ওয়ার্ড রয়েছে, যেখানে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট বিজেপির থেকে বেশি ৷ অর্থাৎ বিজেপি বিরোধী ভোট তিন শিবিরের মধ্যে ভাগ হয়ে গিয়েছে, যার সুফল পেয়েছে বিজেপি ৷ না হলে বিরোধী শিবির যদি এক জোট হত, সে ক্ষেত্রে বহু ওয়ার্ড হাতছাড়া হতো গেরুয়া শিবিরের ৷ যা বিজেপি বিরোধী শিবিরের পক্ষে শিক্ষণীয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পৌর নিগমের 5 এবং 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট বিজেপি প্রার্থীর তুলনায় অনেক বেশি ৷ 18 থেকে 28 নম্বর ওয়ার্ড, 19, 22, 23, 24, 25 এবং 35 থেকে 51 পর্যন্ত 17টি ওয়ার্ডেও বিজেপি প্রার্থীর চেয়ে বিরোধী শিবিরের মোট প্রাপ্ত ভোট বেশি ৷

গত 25 নভেম্বর হিংসা এবং অশান্তির মধ্যেই ভোটগ্রহণ হয় ত্রিপুরায় (Tripura Municipal Election) ৷ রবিবার ভোটগণনা শুরু হতেই যদিও বিজেপির জয় স্পষ্ট হয়ে যায় ৷ কিন্তু প্রথমবার লড়াইয়ে নেমেই তৃণমূল যে ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তা আগামী দিনে বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ অন্য দিকে, 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে যে টানাপড়েন চলছে, সে ক্ষেত্রে ত্রিপুরা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে বলেও মনে করছেন অনেকে, যাতে বিজেপি বিরোধী শিবিরের ঐক্য ধরে রাখা যায় ৷

আগরতলা, 28 নভেম্বর: ত্রিপুরায় বিরোধীদের মধ্যে ভোট ভাগাভাগির সুফল ঘরে তুলল গেরুয়া শিবির । সেখানে পৌর নির্বাচনে (Tripura Municipal Election Result 2021) নিরঙ্কুশ জয় বিজেপির । দুপুর 2টো পর্যন্ত পাওয়া হিসেবে, আগরতলায় 51টি ওয়ার্ডের মধ্যে 36টিতে জয়ী হয়েছে বিজেপি (BJP in Tripura) ৷ 2 নগর পঞ্চায়েত এবং 5 পুরপরিষদে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হয়েছে তারা ৷

রবিবার ত্রিপুরায় 13টি পৌরনিগম এবং 6টি নগর পঞ্চায়েতে ভোটগণনা চলছে ৷ এর মধ্যে আগরতলা পৌরনিগমের 51টি ওয়ার্ডও রয়েছে ৷ সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে বিজেপি ৷ অন্য দিকে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই সেখানে দ্বিতীয় দল হিসেবে উঠে আসছে তৃণমূল (TMC in Tripura) ৷ আগরতলায় 19টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল ৷ 17টিতে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা ।

তবে এমন বেশ কিছু ওয়ার্ড রয়েছে, যেখানে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট বিজেপির থেকে বেশি ৷ অর্থাৎ বিজেপি বিরোধী ভোট তিন শিবিরের মধ্যে ভাগ হয়ে গিয়েছে, যার সুফল পেয়েছে বিজেপি ৷ না হলে বিরোধী শিবির যদি এক জোট হত, সে ক্ষেত্রে বহু ওয়ার্ড হাতছাড়া হতো গেরুয়া শিবিরের ৷ যা বিজেপি বিরোধী শিবিরের পক্ষে শিক্ষণীয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পৌর নিগমের 5 এবং 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট বিজেপি প্রার্থীর তুলনায় অনেক বেশি ৷ 18 থেকে 28 নম্বর ওয়ার্ড, 19, 22, 23, 24, 25 এবং 35 থেকে 51 পর্যন্ত 17টি ওয়ার্ডেও বিজেপি প্রার্থীর চেয়ে বিরোধী শিবিরের মোট প্রাপ্ত ভোট বেশি ৷

গত 25 নভেম্বর হিংসা এবং অশান্তির মধ্যেই ভোটগ্রহণ হয় ত্রিপুরায় (Tripura Municipal Election) ৷ রবিবার ভোটগণনা শুরু হতেই যদিও বিজেপির জয় স্পষ্ট হয়ে যায় ৷ কিন্তু প্রথমবার লড়াইয়ে নেমেই তৃণমূল যে ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তা আগামী দিনে বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ অন্য দিকে, 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে যে টানাপড়েন চলছে, সে ক্ষেত্রে ত্রিপুরা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে বলেও মনে করছেন অনেকে, যাতে বিজেপি বিরোধী শিবিরের ঐক্য ধরে রাখা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.