ETV Bharat / bharat

JP Nadda Infected With COVID : করোনা আক্রান্ত জেপি নাড্ডা, টুইটে জানালেন নিজেই

author img

By

Published : Jan 10, 2022, 10:09 PM IST

Updated : Jan 10, 2022, 10:24 PM IST

করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (BJP Cheif JP Nadda tests positive for COVID) ৷ সোমবার টুইট করে তিনি নিজেই জানালেন ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ে প্রবেশ করেছে দেশ ৷ গত 24 ঘণ্টায় দেশে ভাইরাসে আক্রান্ত প্রায় 1 লক্ষ 80 হাজার মানুষ ৷

JP Nadda Infected With COVID
করোনা আক্রান্ত জেপি নাড্ডা, টুইটে জানালেন নিজেই

নয়াদিল্লি, 10 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (BJP Cheif JP Nadda tests positive for COVID) ৷ সোমবার টুইট করে তিনি নিজেই জানালেন ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ে প্রবেশ করেছে দেশ ৷ গত 24 ঘণ্টায় দেশে ভাইরাসে আক্রান্ত প্রায় 1 লক্ষ 80 হাজার মানুষ ৷ বিকেলে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ৷ কয়েকঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ আপাতত রয়েছেন আইসোলেশনে ৷

এদিন টুইটে জেপি নাড্ডা লেখেন, "লক্ষণ দেখা দেওয়ার আমি কোভিড পরীক্ষা করিয়েছি ৷ যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এখন যদিও সুস্থবোধ করছি ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি ৷" একইসঙ্গে গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷

  • शुरुआती लक्षण दिखने पर मैंने अपना कोविड टेस्ट करवाया।मेरी रिपोर्ट पॉज़िटिव आई है।अभी मैं स्वस्थ महसूस कर रहा हूँ। डॉक्टर्स की सलाह पर मैंने खुद को आइसोलेट कर लिया है।

    पिछले कुछ दिनों में जो लोग भी मेरे संपर्क में आए हैं, उनसे अनुरोध है कि अपनी जाँच करवा लें।

    — Jagat Prakash Nadda (@JPNadda) January 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Nitish Kumar And Basavaraj Bommai COVID Positive : করোনা আক্রান্ত নীতিশ কুমার, ভাইরাসে কাবু কর্নাটকের মুখ্যমন্ত্রীও

সোমবারই করোনা আক্রান্ত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Bihar CM Nitish Kumar tests COVID positive) ৷ ভাইরাসে আক্রান্ত মুখ্যমন্ত্রী চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলে নীতিশ কুমারের দফতর সূত্রে খবর ৷ করোনায় কাবু মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে যথাযথ কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর ৷ মৃদু উপসর্গ নিয়ে ভাইরাসে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও (Karnataka CM Basavaraj Bommai also tested positive for COVID) ৷

নয়াদিল্লি, 10 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (BJP Cheif JP Nadda tests positive for COVID) ৷ সোমবার টুইট করে তিনি নিজেই জানালেন ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ে প্রবেশ করেছে দেশ ৷ গত 24 ঘণ্টায় দেশে ভাইরাসে আক্রান্ত প্রায় 1 লক্ষ 80 হাজার মানুষ ৷ বিকেলে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ৷ কয়েকঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ আপাতত রয়েছেন আইসোলেশনে ৷

এদিন টুইটে জেপি নাড্ডা লেখেন, "লক্ষণ দেখা দেওয়ার আমি কোভিড পরীক্ষা করিয়েছি ৷ যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এখন যদিও সুস্থবোধ করছি ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি ৷" একইসঙ্গে গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷

  • शुरुआती लक्षण दिखने पर मैंने अपना कोविड टेस्ट करवाया।मेरी रिपोर्ट पॉज़िटिव आई है।अभी मैं स्वस्थ महसूस कर रहा हूँ। डॉक्टर्स की सलाह पर मैंने खुद को आइसोलेट कर लिया है।

    पिछले कुछ दिनों में जो लोग भी मेरे संपर्क में आए हैं, उनसे अनुरोध है कि अपनी जाँच करवा लें।

    — Jagat Prakash Nadda (@JPNadda) January 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Nitish Kumar And Basavaraj Bommai COVID Positive : করোনা আক্রান্ত নীতিশ কুমার, ভাইরাসে কাবু কর্নাটকের মুখ্যমন্ত্রীও

সোমবারই করোনা আক্রান্ত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Bihar CM Nitish Kumar tests COVID positive) ৷ ভাইরাসে আক্রান্ত মুখ্যমন্ত্রী চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলে নীতিশ কুমারের দফতর সূত্রে খবর ৷ করোনায় কাবু মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে যথাযথ কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর ৷ মৃদু উপসর্গ নিয়ে ভাইরাসে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও (Karnataka CM Basavaraj Bommai also tested positive for COVID) ৷

Last Updated : Jan 10, 2022, 10:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.