নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: ভুল বিমানে উঠে বিপাকে যাত্রী । সমস্য়ায় বিমান সংস্থাও ৷ যে বিমানে যাত্রীর ওঠার কথা ছিল, তাতে না-উঠে অন্য একটি বিমানে সফর করলেন তিনি ৷ শুধু তাই নয়, গন্তব্যস্থলের থেকে হাজারেরও বেশি কিলোমিটার আগে নেমে পড়তে হল যাত্রীকে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার, 30 জানুয়ারি ৷ এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান কর্তৃপক্ষ ডিজিসিএ (The Director General of Civil Aviation, DGCA) ৷
জানা গিয়েছে, ওই যাত্রীর নাম আফসার হুসেন ৷ তাঁর ইন্ডিগোর বিমানের দিল্লি থেকে পটনা যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি তুলনায় কম দামের উদয়পুরের একটি বিমানে ওঠেন ৷ উদয়পুর তাঁর গন্তব্য পটনা থেকে 1 হাজার 400 কিমি দূরে ৷ সেখান থেকে তাঁকে দিল্লি ফিরিয়ে আনা হয়। পরদিন পটনায় যান ৷ অসামরিক বিমান কর্তৃপক্ষের এক উচ্চাধিকারিক বলেন, "আফসার হুসেন ইন্ডিগো ফ্লাইটে পটনা যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটেছিলেন ৷ তিনি নির্দিষ্ট বিমানে যাত্রার জন্য 30 জানুয়ারি দিল্লি পৌঁছন ৷ তিনি ভুল করে ইন্ডিগোর উদয়পুরগামী বিমানে উঠে পড়েন ৷ তবে উদয়পুরে নামার পরই তিনি এই ভুলটি বুঝতে পারেন ৷"
আরও পড়ুন: মাঝ আকাশে জামা খুলে অর্ধনগ্ন, ক্রুদের হেনস্থা ! গ্রেফতার ইতালীয় মহিলাযাত্রী
উদয়পুরে নেমে তিনি উদয়পুর বিমান কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ তারপর বিমান কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয় ৷ ইন্ডিগো বিমান তাঁকে দিল্লি এবং তার পরের দিন 31 জানুয়ারি পটনায় পৌঁছে দেয় ৷ ডিজিসিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে ৷ ডিজিসিএ ইতিমধ্যে ইন্ডিগো এয়ারলায়ন্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছে, ওই যাত্রী যখন বিমান উঠবার জন্য যাচ্ছিলেন তখন তাঁর বোর্ডিং পাস কেন স্ক্যান করা তার কারণ খুঁজে বের করতে বলা হয়েছে ৷ বোর্ডিং পাস চেকের দ্বিতীয় পর্বে বিমানে উঠবার আগেও বিভ্রাটের বিষয়টি কেন কারও দৃষ্টিগোচর হল না কেন, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে । শুক্রবার ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, "দিল্লি-উদয়পুর ফ্লাইটে এক যাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা আমরা জানতে পেরেছি ৷ আমরা কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলছি ৷ ওই যাত্রীর কোনও অসুবিধে হয়ে থাকলে, তার জন্য আমরা দুঃখিত ৷"