ETV Bharat / bharat

General Consent for CBI সিবিআইকে ঠেকাতে সাধারণ সম্মতি প্রত্যাহারের পথে নীতীশরা - বিহার রাজনীতি

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) অর্থাৎ সিবিআই (CBI)কে ঠেকাতে কোমর বাঁধছে বিহারের (Bihar) মহাগঠবন্ধন (Mahagathbandhan) সরকার ৷ প্রত্য়াহার করা হতে পারে সিবিআই-কে দেওয়া সাধারণ সম্মতি (General Consent for CBI) ৷

Bihar Mahagathbandhan Government going to withdraw general consent for CBI
General Consent for CBI সিবিআইকে ঠেকাতে সাধারণ সহমত প্রত্যাহারের পথে বিহার সরকার
author img

By

Published : Aug 28, 2022, 8:09 PM IST

Updated : Aug 28, 2022, 9:09 PM IST

পটনা, 28 অগস্ট: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) অর্থাৎ সিবিআই (CBI)-এর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ করতে পারে বিহারের (Bihar) সদ্য গঠিত 'মহাগঠবন্ধন' (Mahagathbandhan) সরকার ৷ রবিবার সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির নেতৃত্বের পক্ষে স্থির করা হয়, সিবিআই-কে এতদিন যে সাধারণ সম্মতি (General Consent for CBI) দেওয়া হত, এবার তা প্রত্য়াহার করে নেওয়া হবে ৷ কারণ, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই সংস্থাকে এক রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে ৷

প্রসঙ্গত, সিবিআই কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও ইচ্ছা মতো কোনও রাজ্য়ে ঢুকে তদন্তের কাজ করতে পারে না ৷ তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হয় ৷ 1946 সালের দিল্লি বিশেষ পুলিশ প্রতিষ্ঠা আইন (Delhi Special Police Establishment) বা ডিএসপিই (DSPE) অনুসারে সিবিআই-কে এই নিয়ম মেনে চলতে হয় ৷ এই অবস্থায় বিহার সরকার সিবিআই-কে এভাবে 'বয়কট' করলে অনেক তদন্তের কাজ স্তব্ধ হয়ে যাবে ৷ বাড়বে জটিলতা ৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের ৷

আরও পড়ুন: বিহারের সরকারি আধিকারিকের বাড়িতে মিলল 1 কোটি টাকা

তবে, বিহারের এই পদক্ষেপ নতুন কিছু নয় ৷ এর আগে পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, রাজস্থান, পঞ্জাব এবং মেঘালয়ও একই পথে হেঁটেছে ৷ তাদেরও অভিযোগ একই ছিল ৷ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি (Shivanand Tiwari) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিজেপি যেভাবে তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সিবিআই-কে ব্যবহার করছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না ৷ এই কারণেই মহাগঠবন্ধনের সরকারের যত দ্রুত সম্ভব সিবিআই-কে দেওয়া সাধারণ সম্মতি প্রত্য়াহার করে নেওয়া উচিত ৷

এই প্রসঙ্গে শিবানন্দ বলেন, শুধুমাত্র এখানেই থামলে হবে না ৷ কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর বিকল্পও খোঁজার চেষ্টা করতে হবে ৷ এর জন্য বিচার বিভাগের দ্বারস্থ হওয়ার পাশাপাশি অন্য়ান্য কী উপায় রয়েছে, তাও খতিয়ে দেখা দরকার ৷ শিবানন্দের অভিযোগ, এনডিএ জমানায় কেন্দ্রীয় সংস্থাগুলি সম্পূর্ণ রূপে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে সিপিআইএমএল (লিবারেশন)-এর বিধায়ক মেহবুব আলমের (Mehboob Alam) গলাতেও ৷ তিনি বলেন, কেন্দ্রের এনডিএ সরকার যে সরকারি সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে, তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই ৷

পটনা, 28 অগস্ট: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) অর্থাৎ সিবিআই (CBI)-এর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ করতে পারে বিহারের (Bihar) সদ্য গঠিত 'মহাগঠবন্ধন' (Mahagathbandhan) সরকার ৷ রবিবার সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির নেতৃত্বের পক্ষে স্থির করা হয়, সিবিআই-কে এতদিন যে সাধারণ সম্মতি (General Consent for CBI) দেওয়া হত, এবার তা প্রত্য়াহার করে নেওয়া হবে ৷ কারণ, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই সংস্থাকে এক রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে ৷

প্রসঙ্গত, সিবিআই কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও ইচ্ছা মতো কোনও রাজ্য়ে ঢুকে তদন্তের কাজ করতে পারে না ৷ তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হয় ৷ 1946 সালের দিল্লি বিশেষ পুলিশ প্রতিষ্ঠা আইন (Delhi Special Police Establishment) বা ডিএসপিই (DSPE) অনুসারে সিবিআই-কে এই নিয়ম মেনে চলতে হয় ৷ এই অবস্থায় বিহার সরকার সিবিআই-কে এভাবে 'বয়কট' করলে অনেক তদন্তের কাজ স্তব্ধ হয়ে যাবে ৷ বাড়বে জটিলতা ৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের ৷

আরও পড়ুন: বিহারের সরকারি আধিকারিকের বাড়িতে মিলল 1 কোটি টাকা

তবে, বিহারের এই পদক্ষেপ নতুন কিছু নয় ৷ এর আগে পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, রাজস্থান, পঞ্জাব এবং মেঘালয়ও একই পথে হেঁটেছে ৷ তাদেরও অভিযোগ একই ছিল ৷ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি (Shivanand Tiwari) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিজেপি যেভাবে তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সিবিআই-কে ব্যবহার করছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না ৷ এই কারণেই মহাগঠবন্ধনের সরকারের যত দ্রুত সম্ভব সিবিআই-কে দেওয়া সাধারণ সম্মতি প্রত্য়াহার করে নেওয়া উচিত ৷

এই প্রসঙ্গে শিবানন্দ বলেন, শুধুমাত্র এখানেই থামলে হবে না ৷ কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর বিকল্পও খোঁজার চেষ্টা করতে হবে ৷ এর জন্য বিচার বিভাগের দ্বারস্থ হওয়ার পাশাপাশি অন্য়ান্য কী উপায় রয়েছে, তাও খতিয়ে দেখা দরকার ৷ শিবানন্দের অভিযোগ, এনডিএ জমানায় কেন্দ্রীয় সংস্থাগুলি সম্পূর্ণ রূপে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে সিপিআইএমএল (লিবারেশন)-এর বিধায়ক মেহবুব আলমের (Mehboob Alam) গলাতেও ৷ তিনি বলেন, কেন্দ্রের এনডিএ সরকার যে সরকারি সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে, তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই ৷

Last Updated : Aug 28, 2022, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.