সিওয়ান(বিহার), 6 জুলাই: সুদানে নিহত ভারতীয় শ্রমিক ৷ তাঁকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ৷ মৃতের নাম অরবিন্দ কুমার ৷ তিনি সিওয়ান জেলার দারোন্ডা থানা এলাকার কাউথুয়া সারাং গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর জানার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷ জানা গিয়েছে, অরবিন্দ চাকরির সন্ধানে বন্ধুদের সঙ্গে সুদানে গিয়েছিলেন ।
কয়েক মাস সবকিছু ঠিকঠাক চলছিল । সম্প্রতি সুদানের এক নাগরিকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে তাঁর তর্কাতর্কি হয় । অরবিন্দের আত্মীয়দের দাবি, তর্কাতর্কির স্থানীয় ওই ব্যক্তি অরবিন্দকে গুলি করে হত্যা করে । গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । ওই যুবকের বন্ধুরা ঘটনাটি পরিবারকে জানায়। ভিডিয়ো কলের মাধ্যমে দেহ সনাক্ত করে পরিবার।
6 মাস আগে সুদানে গিয়েছিলেন অরবিন্দ: পরিবারের তরফে খবর, কাজের সূত্রে 6 মাস আগেই সুদানে গিয়েছিলেন অরবিন্দ কুমার । তাঁর সঙ্গে কয়েকজন বন্ধুও সেখানে গিয়েছিলেন । গত 6 মাস যাবত সবকিছু ঠিকঠাক চলছিল তাঁদের। হঠাৎ করে 5 জুলাই অর্থাৎ বুধবার তাঁর বন্ধুরা ফোন করে জানায় তাঁকে খুন করা হয়েছে ।
অরবিন্দের ভাই প্রদীপকুমার সাহ বলেন, "6 মাস আগে অরবিন্দ তাঁর বন্ধুদের সঙ্গে এক এজেন্টের মাধ্যমে কাজের জন্য সুদানে গিয়েছিল । গত 6 মাস যাবৎ তাঁদের সবকিছু ঠিকঠাক চলছিল । 5 তারিখ সন্ধ্যায় তাঁর বন্ধুরা আমার দাদার খুনের কথা জানায় । আমরা ভিডিয়ো কলে তাঁর মৃতদেহ সনাক্ত করি।"
আরও পড়ুন: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম দুই পরিযায়ী শ্রমিক
ডিএম বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন: পরিবার যুবকের খুনের সঠিক বিচার পেতে এবং দেহ সিওয়ানে আনার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছে । অন্যদিকে, এই গোটা বিষয়ে সিওয়ান জেলাশাসক মুকুলকুমার গুপ্তা জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছ থেকে শ্রমিকের খুনের খবর পেয়েছেন । এ বিষয়ে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন ।