আরা (বিহার), 2 ডিসেম্বর: স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল হোমগার্ড জওয়ানের বিরুদ্ধে (Bihar Home guard jawan allegedly kills wife)৷ মর্মান্তিক এই ঘটনা বিহারের আরাতে (Home guard jawan wife suspicious death in Arrah) ঘটেছে ৷ ওই জওয়ান স্ত্রীকে খুন করে ঘরে তালা দিয়ে পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তাঁর সন্তান ও মৃতার বাবা-মা (Home Guard Jawan Kills Wife)৷
আরার বারহারা ব্লকের মৌজমপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতার নাম রূপা দেবী, তাঁর বয়স 35 বছর ৷ তাঁর স্বামী অমর সিং পেশায় হোমগার্ড জওয়ান (Bihar Murder)৷ রূপা দেবীর মৃত্যুর খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ৷ দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷
জানা গিয়েছে, 2006 সালে বাখোরাপুর গ্রামের বাসিন্দা বিনয় সিংয়ের মেয়ে রূপা দেবীর বিয়ে হয়েছিল মৌজমপুরের বাসিন্দা হোমগার্ড অমর সিংয়ের সঙ্গে । বিয়ের পর থেকেই অমর সিং তাঁর স্ত্রী রূপা দেবীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ । গতকালও স্বামী-স্ত্রীর মধ্যে কোনও একটি বিষয়ে ঝামেলা হয়েছিল ৷ এরপর অমর প্রথমে তাঁর স্ত্রী রূপাকে বেধড়ক মারধর করেন এবং তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে তাঁকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ ।
আরও পড়ুন: নয়ডায় হাড়হিম হত্যাকাণ্ড, প্রেমিকাকে বিয়ে করতে বান্ধবীকে খুন যুবকের !
জানা গিয়েছে, স্ত্রীকে খুন করার পর অমর ঘরের দরজায় তালা দিয়ে নাকি এলাকা ছেড়ে পালিয়ে যান । স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত অমর সিং সাহার থানায় হোমগার্ড জওয়ান হিসেবে কর্মরত । তিনি গতকাল মৌজমপুরে নিজের বাড়িতে গিয়েছিলেন । একইসঙ্গে, গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে নিহতের বাবা-মাকে খবর দেন । অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘরের তালা খোলে । তখনই রূপা দেবীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় ৷
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ নিহতের শিশুসন্তান জানিয়েছে, গতকাল সকালে তার বাবা বাড়িতে এসে মাকে মারধর করে ৷ এরপর আজ সকালে তাঁকে হত্যা করে । নিহতের বৃদ্ধ বাবা দীনেশ সিং-এর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর জামাই মেয়েকে মারধর করতেন ।