পটনা, 12 অগস্ট : রাখি বন্ধনের দিন মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল বিহার সরকার ৷ সূত্রের খবর, রাখি পূর্ণিমা উপলক্ষে রাজধানী পটনায় 24 ঘণ্টার জন্য এই পরিষেবা দেওয়া হবে ৷ যার মাধ্যমে বিনামূল্যে বাসে সফর করতে পারবেন মহিলারা ৷ আগামী 22 অগস্ট রাখি ৷ তাই 21 অগস্ট মধ্যরাত থেকে 22 অগস্ট মধ্যরাত পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা সচল থাকবে ৷
আরও পড়ুন : Himachal landslide : হিমাচলে ধসের ঘটনায় মৃত বেড়ে 13
রাজ্য়ের পরিবহণ মন্ত্রী শীলা কুমারী (Sheela Kumari) জানিয়েছেন, মহিলারা যাতে শহরের বাস পরিষেবা আরও বেশি করে ব্যবহার করেন, তার জন্যই বিহার রাষ্ট্রীয় সড়ক পরিবহণ নিগমের (Bihar state road transport corporation) তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাছাড়া, বেশ কিছু সংগঠনের তরফেও রাখি পূর্ণিমার দিন মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছিল ৷
রাজ্য়ের পরিবহণ সচিব সঞ্জয়কুমার আগরওয়াল (Sanjay Kumar Agarwal) জানিয়েছেন, রাজধানী পটনায় বিহার রাষ্ট্রীয় সড়ক পরিবহণ নিগমের মোট 125টি বাস চলে ৷ এর মধ্যে 70টি বাস চলে সিএনজি-তে (CNG) ৷ রয়েছে 14টি ইলেক্ট্রিক বাসও ৷
আরও পড়ুন : স্য়ানিটাইজ়ার রাখি, বোতামে চাপ দিলেই হাত জীবাণুমুক্ত
বিহার রাষ্ট্রীয় সড়ক পরিবহণ নিগমের প্রশাসক শ্য়াম কিশোর (Shyam Kishore) জানিয়েছেন, মহিলারা যাতে আরও নিরাপদভাবে ও সহজে সরকারি বাস পরিষেবার সুবিধা পেতে পারেন, তার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ পটনায় মহিলা বাসযাত্রীদের জন্য একটি মাসিক পাস রয়েছে ৷ তাছাড়া, মূলত মহিলারদের সুরক্ষার কথা মাথায় রেখেই বাসের ভিতর সিসি ক্য়ামেরা বসানো হয়েছে ৷