ETV Bharat / bharat

Rajasthan Road Accident:  গাড়িতে ট্রাকের ধাক্কায় মৃত একই পরিবারের 7 জন, আহত আরও 2

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 8:07 AM IST

Updated : Oct 29, 2023, 10:26 AM IST

ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রাজস্থান। দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে গাড়িতে ধাক্কা মারল ট্রাক। তার জেরে কমপক্ষে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন।

Etv Bharat
Etv Bharat

হনুমানগড় (রাজস্থান), 29 অক্টোবর: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 7 জনের। রাজস্থানের হনুমানগড়ে শনিবার রাতে গাড়িতে ধাক্কা মারল ট্রাক। তার জেরে চার মহিলা ও এক নাবালিকা-সহ মোট 7 জনের প্রাণ গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে ট্রাকের চালক। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত 7 জনই গাড়িতে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালকের খোঁজ মিলছে না। এদিকে এই ঘটনায় এক শিশু-সহ আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। আপাতত তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। প্রথমে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নততর চিকিৎসার জন্য তাঁদের বিকানেরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনে অন্যত্রও নিয়ে যাওয়া হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ সুপার রাজীব প্রচার। জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন। ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘাতক ট্রাক-চালকের খোঁজ শুরু হয়েছে। হনুমানগড় টাউন থানার আধিকারিক বেদপাল শ্রীভান জানান, অতিক্রম করতে গিয়েই এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 60 বছর বয়সি পরমজিং কৌর। তাঁর দুই ছেলে রামপাল ও কুশবেন্দ্ররও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। মৃত্যু হয়েছে রামপালেরএবং কুশবেন্দ্রর স্ত্রীরও। পাশাপাশি কুশবেন্দ্রর বছর পাঁচেকের ছেলে মনজিতেরও প্রাণ কেড়েছে এই ভয়াবহ পথ দুর্ঘটনা।

তদন্তকারীরা জানিয়েছেন, ট্রাক চালক কোথাও গিয়ে থাকতে পারেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ট্রাকের নম্বর দেখে প্রথমে সেটির মালিকের সন্ধান করা হবে। তাঁর সূত্র ধরেই ট্রাক চালকের খোঁজ মিলবে বলে আশা তদন্তকারীদের। পাশাপাশি, ট্রাক এবং গাড়িতে আগে থেকে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। কাছাকাছি কোনও সিসিটিভি ক্যামেরা আছে কিনা তা জানার কাজ শুরু হয়েছে।

উত্তর ভারতের একাধিক রাজ্যে শীতকালে দুর্ঘটনার খবর পাওয়া যায়। কুয়াশার কারণেই দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হয়। তবে এখনও সেভাবে শীত পড়তে শুরু করেনি। কুয়াশা থাকলেও তার দাপট এখনও সেভাবে দেখা যায়নি। তার আগেই এই ধরনের ঘটনা প্রশাসনের চিন্তা বাড়াবে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ! পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত 6

হনুমানগড় (রাজস্থান), 29 অক্টোবর: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 7 জনের। রাজস্থানের হনুমানগড়ে শনিবার রাতে গাড়িতে ধাক্কা মারল ট্রাক। তার জেরে চার মহিলা ও এক নাবালিকা-সহ মোট 7 জনের প্রাণ গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে ট্রাকের চালক। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত 7 জনই গাড়িতে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালকের খোঁজ মিলছে না। এদিকে এই ঘটনায় এক শিশু-সহ আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। আপাতত তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। প্রথমে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নততর চিকিৎসার জন্য তাঁদের বিকানেরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনে অন্যত্রও নিয়ে যাওয়া হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ সুপার রাজীব প্রচার। জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন। ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘাতক ট্রাক-চালকের খোঁজ শুরু হয়েছে। হনুমানগড় টাউন থানার আধিকারিক বেদপাল শ্রীভান জানান, অতিক্রম করতে গিয়েই এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 60 বছর বয়সি পরমজিং কৌর। তাঁর দুই ছেলে রামপাল ও কুশবেন্দ্ররও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। মৃত্যু হয়েছে রামপালেরএবং কুশবেন্দ্রর স্ত্রীরও। পাশাপাশি কুশবেন্দ্রর বছর পাঁচেকের ছেলে মনজিতেরও প্রাণ কেড়েছে এই ভয়াবহ পথ দুর্ঘটনা।

তদন্তকারীরা জানিয়েছেন, ট্রাক চালক কোথাও গিয়ে থাকতে পারেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ট্রাকের নম্বর দেখে প্রথমে সেটির মালিকের সন্ধান করা হবে। তাঁর সূত্র ধরেই ট্রাক চালকের খোঁজ মিলবে বলে আশা তদন্তকারীদের। পাশাপাশি, ট্রাক এবং গাড়িতে আগে থেকে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। কাছাকাছি কোনও সিসিটিভি ক্যামেরা আছে কিনা তা জানার কাজ শুরু হয়েছে।

উত্তর ভারতের একাধিক রাজ্যে শীতকালে দুর্ঘটনার খবর পাওয়া যায়। কুয়াশার কারণেই দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হয়। তবে এখনও সেভাবে শীত পড়তে শুরু করেনি। কুয়াশা থাকলেও তার দাপট এখনও সেভাবে দেখা যায়নি। তার আগেই এই ধরনের ঘটনা প্রশাসনের চিন্তা বাড়াবে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ! পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত 6

Last Updated : Oct 29, 2023, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.