হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে চলছে জল্পনা ৷ রাজনৈতিক মহলে গুঞ্জন সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে দেশের নাম 'ইন্ডিয়া'র বদলে 'ভারত' রাখার প্রস্তাব আনতে পারে নরেন্দ্র মোদি সরকার ৷ সূত্র মারফৎ ইটিভি ভারত জানতে পেরেছে, 18-22 সেপ্টেম্বর সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেখেনে এই নাম বদলের প্রস্তাব নিয়ে আসাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার ৷
জি20 বৈঠকের নৈশভোজের আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার' বদলে 'প্রেসিডেন্ট অফ ভারত' শব্দবন্ধটি ব্যবহৃত হওয়ায় বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে দেশজুড়ে ৷ শুরু হয়েছে বিতর্কও ৷
বিষয়টি নিয়ে নানারকম জল্পনা চলছে ৷ এর প্রয়োজনীয়তা কী, তা নিয়েও উঠছে প্রশ্ন ৷ যদিও ভারতীয় সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে 'ভারত' ও 'ইন্ডিয়া' দুটি নামই ব্যবহার করা হয়েছে ৷ সেখানে লেখা আছে, "ইন্ডিয়া যা হল ভারত (ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়া) তা একটি যুক্তরাষ্ট্র ৷" এর আগে সংবিধান থেকে 'ইন্ডিয়া' শব্দ বাদ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ কিন্তু 2020 সালে শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেয় ৷ সে সময় শীর্ষ আদালত জানিয়েছিল, সংবিধানেই ইন্ডিয়াকে ভারত বলা হয়েছে, তাই তা বাদ দেওয়া যায় না ৷
কোথা থেকে এল এই 'ভারত' নাম ?
'ভারত', 'ভারাতা' বা 'ভারতবর্ষ' এর উৎপত্তির সন্ধান পেতে পৌরাণিক সাহিত্য, মহাকাব্য মহাভারতের উল্লেখ করা যেতে পারে ৷ যেখানে এই দেশকে দক্ষিণে সমুদ্র ও উত্তরের বরফাবৃত অঞ্চলের মাঝের এক ভূমি বলে উল্লেখ করা হয়েছে ৷ ভৌগোলিক বা রাজনৈতিক পরিচয়ের তুলনায় এই ভূমিকে তখন ধর্মীয় ও সমাজ-সংস্কৃতির নিরিখে ব্যাখ্যা করা হত ৷
আরও পড়ুন: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা
ঋগ্বেদে বৈদিক উপজাতি ভারতের এক রাজা হিসেবে ভরতের উল্লেখ আছে ৷ 1972 সালে জওহরলাল নেহেরু ভারতের একতার কথা বলতে গিয়ে দেশের প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতির কথা বলেছিলেন ৷ 'হিন্দুস্তান'য়ের কথা বলতে গেলে বলতে হয় এই নামটি সম্ভবত এসেছে 'হিন্দু' শব্দটি থেকে যা সংস্কৃত শব্দ সিন্ধুর পার্সিয়ান রূপান্তর ৷ আলেকজান্ডারের আক্রমণের সময় সিন্ধু উপত্যকা বা ইন্দাস ভ্যালি ক্রমে ইন্ডিয়া নামে পরিচিত হতে শুরু করে ৷
ষোড়শ শতাব্দীতে ইন্দো-গঙ্গা সমতলের কথা বোঝাতে গিয়ে 'হিন্দুস্তান' শব্দটি ব্যবহার করা হত ৷ কিন্তু আঠারোশো শতকে ব্রিটিশ মানচিত্রে ক্রমে 'হিন্দুস্তান'য়ের বদলে 'ইন্ডিয়া' শব্দটি জায়গা নিতে শুরু করে ৷ ইন্ডিয়া শব্দের সঙ্গে গ্রিস-রোমান সংযোগ ও ইউরোপে এর ব্যবহার এই দেশের এই পরিচিতিকে আরও ছড়িয়ে দেয় ৷
যখন সংবিধান রচনা নিয়ে আলোচনা চলছিল, সে সময়ে 'হিন্দুস্তান' শব্দটিকে বাদ দিয়ে 'ইন্ডিয়া' ও 'ভারত' এই দুটি শব্দই রেখে দেওয়া হয় ৷ এক্ষেত্রে সংবিধানসভার সকলের মতকে গুরুত্ব দিয়েই এই দুটি নামকে স্বীকৃতি দেওয়া হয় ৷ দেশের পরিচয় হিসেবে স্থান পায় 'ইন্ডিয়া' ও 'ভারত' এই দুটি শব্দই ৷
আরও পড়ুন: দেশের নাম বদলে 'ভারত' রাখার জল্পনা, 'ইন্ডিয়া'র ব্র্যান্ডভ্যালু মনে করালেন থারুর
জি20 সংক্রান্ত নথিপত্রে ভারত শব্দের ব্যবহার প্রসঙ্গে কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে সচেতনভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে ৷ জি20 এর অতিথি, অভ্যাগতদের জন্য যে বুকলেট বা পুস্তিকা তৈরি করা হয়েছে সেখানে বলে হয়েছে, "এই দেশের সরকারি নাম ভারত ৷ 1946 সাল 1948 সাল পর্যন্ত আলোচনার ভিত্তিতে এই নাম দেশের সংবিধানেও উল্লেখ করা হয়েছে ৷" সেখানে আরও বলা হয়েছে, "ভারত মানে ইন্ডিয়াতে শাসনকাজ পরিচালনা করা হয় মানুষের সম্মতি নিয়েই, এই প্রথা চলে আসছে প্রাচীন ইতিহাসের সময় থেকেই ৷"