ETV Bharat / bharat

প্রতিশ্রুতি পূরণ না করেই চলে গেলেন দিদি : স্মৃতি ইরানি - SushmaSwarajji

সুষমা স্বরাজের অসুস্থতার খবর পেয়ে প্রথমে দিল্লির AIIMS হাসপাতালে গেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ।

স্মৃতি ইরানি
author img

By

Published : Aug 7, 2019, 3:12 PM IST

Updated : Aug 7, 2019, 3:39 PM IST

দিল্লি, 7 অগাস্ট : BJP-র অন্যতম জনপ্রিয় নেত্রী ছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ ৷ গতকাল সুষমা স্বরাজের অসুস্থতার খবর পেয়ে প্রথম দিল্লির AIIMS হাসপাতালে গেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ এরপরই তিনি একটি অবেগঘন টুইট করেন ৷ লেখেন, "আমার মাথায় সবসময় আপনার আর্শীবাদের হাত ছিল ৷ আপনি আমাকে ও বাঁশুরিকে একটি রেস্তরাঁয় মধ্যাহ্নভোজনে নিয়ে যাবেন বলেছিলেন ৷ আপনি আমাদের দু'জনের প্রতি প্রতিশ্রুতি পূরণ না করেই চলে গেলেন ৷"

2014-19 পর্যন্ত মোদি সরকারের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ । স্মৃতি ইরানিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ অসুস্থতার জন্য এবারের নির্বাচনে লড়েননি প্রাক্তন বিদেশমন্ত্রী ৷

দিল্লি, 7 অগাস্ট : BJP-র অন্যতম জনপ্রিয় নেত্রী ছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ ৷ গতকাল সুষমা স্বরাজের অসুস্থতার খবর পেয়ে প্রথম দিল্লির AIIMS হাসপাতালে গেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ এরপরই তিনি একটি অবেগঘন টুইট করেন ৷ লেখেন, "আমার মাথায় সবসময় আপনার আর্শীবাদের হাত ছিল ৷ আপনি আমাকে ও বাঁশুরিকে একটি রেস্তরাঁয় মধ্যাহ্নভোজনে নিয়ে যাবেন বলেছিলেন ৷ আপনি আমাদের দু'জনের প্রতি প্রতিশ্রুতি পূরণ না করেই চলে গেলেন ৷"

2014-19 পর্যন্ত মোদি সরকারের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ । স্মৃতি ইরানিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ অসুস্থতার জন্য এবারের নির্বাচনে লড়েননি প্রাক্তন বিদেশমন্ত্রী ৷

New Delhi, Aug 07 (ANI): Bharatiya Janata Party (BJP) stalwart and former External Affairs Minister Sushma Swaraj died on August 06 following a heart attack. She was 67-year-old. She breathed her last in New Delhi's All India Institute of Medical Sciences (AIIMS), where she had been brought in a critical condition after suffering a cardiac arrest. Trinamool Congress (TMC) Member of Parliament (MP) Derek O'Brien paid his last respect to Sushma Swaraj at her residence today. Meanwhile, Nobel Laureate Kailash Satyarthi also paid his last respect to Sushma Swaraj.
Last Updated : Aug 7, 2019, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.