ETV Bharat / bharat

মহিলা সেনা আধিকারিকদের স্থায়ী কমিশনের সুযোগ দিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

মহিলা সেনা আধিকারিকরাও স্থায়ী কমিশনের সুযোগ পাওয়ার যোগ্য ৷ ঐতিহাসিক রায়ে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷

Supreme court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Feb 17, 2020, 12:36 PM IST

Updated : Feb 17, 2020, 2:23 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : সমস্ত মহিলা সেনা আধিকারিককে স্থায়ী কমিশনের সুবিধা দিতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তিন মাসের মধ্যে সমস্ত মহিলা সেনা আধিকারিককে এই সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ সেনাবাহিনীতে মহিলা ও পুরুষের সমানাধিকার রয়েছে বলে আজ জানায় শীর্ষ আদালত ৷

মহিলাদের প্রতি মানসিকতা পরিবর্তনের প্রয়োজন ৷ আজ এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, মহিলা সেনাদের স্থায়ী কমিশনের সুযোগ করে দিতে হবে ৷ এই সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্ট আগেই মহিলা সেনা আধিকারিকদের পক্ষে রায় দিয়েছিল ৷ তার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র ৷ আজ রায় দানের সময় সুপ্রিম কোর্ট বলে, ‘‘মহিলা আধিকারিকরা তাঁদের পুরুষ সহকর্মীদের মতোই সেনায় কম্যান্ডের পদ পেতে পারেন ৷ এর বিরুদ্ধে কেন্দ্রের আপত্তি পক্ষপাতমূলক ৷’’

কেন্দ্রের বিরোধিতার বিপক্ষে আজ শীর্ষ আদালত জানায়, ‘‘যেসব মহিলা সেনা আধিকারিক 14 বছরের শর্ট সার্ভিস কমিশন (SSC)-এ সার্ভিস দিয়েছেন, তাঁরাও স্থায়ী কমিশনের সুযোগ পাবেন ৷ পুরুষ ও মহিলাদের মধ্যে কেন্দ্র বিভেদ করতে পারে না ৷ কেন্দ্রের এই বৈষম্যমূলক আচরণ মহিলাদের সম্মান খর্ব করছে ৷’’ কেন্দ্রের তরফে আজ শীর্ষ আদালতের কাছে জানানো হয়, শারীরিক বৈশিষ্ট্যের কারণে স্থায়ী কমিশনের সুযোগ পেতে পারেন না মহিলা সেনা আধিকারিকরা ৷ মহিলা আধিকারিদের মেনে নেওয়ার মানসিকতাও নেই সেনাদের মধ্যে ৷ যার উত্তরে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগি জানান, মহিলারা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ৷

দিল্লি, 17 ফেব্রুয়ারি : সমস্ত মহিলা সেনা আধিকারিককে স্থায়ী কমিশনের সুবিধা দিতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তিন মাসের মধ্যে সমস্ত মহিলা সেনা আধিকারিককে এই সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ সেনাবাহিনীতে মহিলা ও পুরুষের সমানাধিকার রয়েছে বলে আজ জানায় শীর্ষ আদালত ৷

মহিলাদের প্রতি মানসিকতা পরিবর্তনের প্রয়োজন ৷ আজ এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, মহিলা সেনাদের স্থায়ী কমিশনের সুযোগ করে দিতে হবে ৷ এই সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্ট আগেই মহিলা সেনা আধিকারিকদের পক্ষে রায় দিয়েছিল ৷ তার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র ৷ আজ রায় দানের সময় সুপ্রিম কোর্ট বলে, ‘‘মহিলা আধিকারিকরা তাঁদের পুরুষ সহকর্মীদের মতোই সেনায় কম্যান্ডের পদ পেতে পারেন ৷ এর বিরুদ্ধে কেন্দ্রের আপত্তি পক্ষপাতমূলক ৷’’

কেন্দ্রের বিরোধিতার বিপক্ষে আজ শীর্ষ আদালত জানায়, ‘‘যেসব মহিলা সেনা আধিকারিক 14 বছরের শর্ট সার্ভিস কমিশন (SSC)-এ সার্ভিস দিয়েছেন, তাঁরাও স্থায়ী কমিশনের সুযোগ পাবেন ৷ পুরুষ ও মহিলাদের মধ্যে কেন্দ্র বিভেদ করতে পারে না ৷ কেন্দ্রের এই বৈষম্যমূলক আচরণ মহিলাদের সম্মান খর্ব করছে ৷’’ কেন্দ্রের তরফে আজ শীর্ষ আদালতের কাছে জানানো হয়, শারীরিক বৈশিষ্ট্যের কারণে স্থায়ী কমিশনের সুযোগ পেতে পারেন না মহিলা সেনা আধিকারিকরা ৷ মহিলা আধিকারিদের মেনে নেওয়ার মানসিকতাও নেই সেনাদের মধ্যে ৷ যার উত্তরে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগি জানান, মহিলারা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ৷

Last Updated : Feb 17, 2020, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.