ETV Bharat / bharat

শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে নগ্ন হয়ে থানায় নির্যাতিতা - arrest

শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে নগ্ন অবস্থায় থানায় উপস্থিত যুবতি । ঘটনাটি রাজস্থানের চুরু জেলার বিদাসারের ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 14, 2019, 9:53 PM IST

Updated : May 14, 2019, 10:38 PM IST

জয়পুর, 14 মে : শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে নগ্ন অবস্থায় থানায় যাচ্ছে যুবতি । রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি লোকজন তাঁকে জামাকাপড় দিয়ে সাহায্য করার বদলে মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত । ঘটনাটি রাজস্থানের চুরু জেলার বিদাসারের ।

আদতে মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা ওই যুবতির শ্বশুরবাড়ি চুরুতে । স্বামী অসমে দিনমজুরের কাজ করে । যুবতির অভিযোগ, স্বামীর অবর্তমানে তার ননদ ও শাশুড়ি অত্যাচার করত । শনিবার ফের তাদের সঙ্গে যুবতির ঝগড়া লাগে। অভিযোগ, যুবতিকে মারধর করে তার শাশুড়ি ও ননদ । তার জামাকাপড় ছিঁড়ে দেয়। এরপরই নগ্ন অবস্থায় থানায় অভিযোগ জানাতে যায় যুবতি । থানায় স্থানীয় পুলিশ আধিকারিক যুবতিকে শরীর ঢাকার জন্য প্রথমে একটি বেডশিট দেয়। তারপর তাঁর অভিযোগ নেয়। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনায়, সুজনগড়ের ASP সীতারাম মাহিচ বলেন, "চুরুর এক যুবতিকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছে, জামা-কাপড় ছিঁড়ে দিয়েছে । নগ্ন অবস্থায় সে থানায় আসে । এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । যুবতি বর্তমানে পুলিশি নিরাপত্তায় রয়েছে । কয়েকজন থানায় আসার পথে তার ছবি তুলেছে । ঘটনার তদন্ত চলছে ।"

পুলিশ ওই এলাকার সমস্ত CCTV ফুটেজ় ডিলিট করে দিয়েছে । সোশাল মিডিয়ায় যাতে যুবতির নগ্ন ছবি ভাইরাল না হয় তার ব্যবস্থা নিয়েছে । ASP মাহিচ জানিয়েছেন, যারা মহিলার ভিডিয়োটি ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

জয়পুর, 14 মে : শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে নগ্ন অবস্থায় থানায় যাচ্ছে যুবতি । রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি লোকজন তাঁকে জামাকাপড় দিয়ে সাহায্য করার বদলে মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত । ঘটনাটি রাজস্থানের চুরু জেলার বিদাসারের ।

আদতে মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা ওই যুবতির শ্বশুরবাড়ি চুরুতে । স্বামী অসমে দিনমজুরের কাজ করে । যুবতির অভিযোগ, স্বামীর অবর্তমানে তার ননদ ও শাশুড়ি অত্যাচার করত । শনিবার ফের তাদের সঙ্গে যুবতির ঝগড়া লাগে। অভিযোগ, যুবতিকে মারধর করে তার শাশুড়ি ও ননদ । তার জামাকাপড় ছিঁড়ে দেয়। এরপরই নগ্ন অবস্থায় থানায় অভিযোগ জানাতে যায় যুবতি । থানায় স্থানীয় পুলিশ আধিকারিক যুবতিকে শরীর ঢাকার জন্য প্রথমে একটি বেডশিট দেয়। তারপর তাঁর অভিযোগ নেয়। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনায়, সুজনগড়ের ASP সীতারাম মাহিচ বলেন, "চুরুর এক যুবতিকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছে, জামা-কাপড় ছিঁড়ে দিয়েছে । নগ্ন অবস্থায় সে থানায় আসে । এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । যুবতি বর্তমানে পুলিশি নিরাপত্তায় রয়েছে । কয়েকজন থানায় আসার পথে তার ছবি তুলেছে । ঘটনার তদন্ত চলছে ।"

পুলিশ ওই এলাকার সমস্ত CCTV ফুটেজ় ডিলিট করে দিয়েছে । সোশাল মিডিয়ায় যাতে যুবতির নগ্ন ছবি ভাইরাল না হয় তার ব্যবস্থা নিয়েছে । ASP মাহিচ জানিয়েছেন, যারা মহিলার ভিডিয়োটি ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Lucknow (Uttar Pradesh), May 14 (ANI): Amid the Lok Sabha elections, while addressing a press conference in Lucknow today, Bahujan Samaj Party (BSP) chief Mayawati said, "Roadshows and offering prayers have become a fashion during elections, where a lot of money is spent. The Election Commission (EC) should add this expense to the candidate's total expenditure limit." "During a ban on a candidate for violating Model Code of Conduct (MCC), if they go to a public place or offer prayers at a temple and it is shown in media, it should be stopped. EC should take action on it," Mayawati added.
Last Updated : May 14, 2019, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.