ETV Bharat / bharat

30 বছরের মহিলাকে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার স্বামী - কেরালার খবর

স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর অভিযুক্ত শামশাদ গত বৃহস্পতিবার তাঁর মায়ের কাছে নবছরের এ দুবছরের দুই সন্তানকে রেখে বন্ধুর বাড়ি চলে যায় । গতকাল পুলিশ শামশাদকে ভাদাক্কেকারার এক বাড়ি থেকে গ্রেপ্তার করে । পুলিশের অনুমান, ওই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে ।

kerala news
kerala news
author img

By

Published : Sep 26, 2020, 10:13 PM IST

ত্রিসুর, 26 সেপ্টেম্বর : কেরালার ত্রিসুর জেলায় মালা এলাকায় 30 বছর বয়সী এক মহিলাকে খুনের অভিযোগ উঠল মহিলার স্বামীর বিরুদ্ধে । গত বুধবার দাম্পত্য কলহের পর পিনদানির বাসিন্দা সুবায়েরের মেয়ে রহমতকে তাঁর স্বামী শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ ।

অভিযুক্ত বছর 40-এর পুথুমানা শামশাদের বাড়ি পারাভুর ভাদাক্কেকারায় । পিনদানির কাছে এক ভাড়া বাড়ি থাকত । জানা গেছে, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর অভিযুক্ত শামশাদ গত বৃহস্পতিবার ভাদাক্কেকারায় তাঁর মায়ের কাছে নবছরের এ দুবছরের দুই সন্তানকে রেখে বন্ধুর বাড়ি চলে যায় । তাঁর স্ত্রীকে না এনে শুধুমাত্র বাচ্চাদের নিয়ে আসায় মায়ের সন্দেহ হয় এবং স্থানীয়দের বিষয়টি জানায় । খবর পেয়ে স্থানীয়রা পিনদানির ভাড়াবাড়ি থেকে রহমতের দেহ উদ্ধার করে । খবর দেওয়া হয় পুলিশে ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই মহিলা স্বামীর হাতে খুন হন । গতকাল পুলিশ শামশাদকে ভাদাক্কেকারার এক বাড়ি থেকে গ্রেপ্তার করে । পুলিশের অনুমান, ওই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে ।

ত্রিসুর, 26 সেপ্টেম্বর : কেরালার ত্রিসুর জেলায় মালা এলাকায় 30 বছর বয়সী এক মহিলাকে খুনের অভিযোগ উঠল মহিলার স্বামীর বিরুদ্ধে । গত বুধবার দাম্পত্য কলহের পর পিনদানির বাসিন্দা সুবায়েরের মেয়ে রহমতকে তাঁর স্বামী শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ ।

অভিযুক্ত বছর 40-এর পুথুমানা শামশাদের বাড়ি পারাভুর ভাদাক্কেকারায় । পিনদানির কাছে এক ভাড়া বাড়ি থাকত । জানা গেছে, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর অভিযুক্ত শামশাদ গত বৃহস্পতিবার ভাদাক্কেকারায় তাঁর মায়ের কাছে নবছরের এ দুবছরের দুই সন্তানকে রেখে বন্ধুর বাড়ি চলে যায় । তাঁর স্ত্রীকে না এনে শুধুমাত্র বাচ্চাদের নিয়ে আসায় মায়ের সন্দেহ হয় এবং স্থানীয়দের বিষয়টি জানায় । খবর পেয়ে স্থানীয়রা পিনদানির ভাড়াবাড়ি থেকে রহমতের দেহ উদ্ধার করে । খবর দেওয়া হয় পুলিশে ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই মহিলা স্বামীর হাতে খুন হন । গতকাল পুলিশ শামশাদকে ভাদাক্কেকারার এক বাড়ি থেকে গ্রেপ্তার করে । পুলিশের অনুমান, ওই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.